‘জামদানি’ কে স্রেফ কাপড়/শাড়ি বা পণ্য ভাবলে ভুল হবে। ‘জামদানি’ হচ্ছে বিশেষ ভূগোল ও পরিবেশে শিল্প চর্চার বিশেষ একটি ধরণ যার মাধ্যমে একজন তাঁতি সুতা , রং , মাকু , কান্ডুর এবং তাঁত এর মাধ্যমে নৈপুণ্য শিল্প তৈরী করে । জামদানি তৈরিতে প্রয়োজন হয় বিভিন্ন টুলস/সরঞ্জাম, যা জামদানি তৈরিতে কৌশল হিসাবে কাজ করে । জামদানি তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম এর বর্ননা নিচে দেয়া হল
জামদানি তৈরিতে উল্লেখযোগ্য সরঞ্জাম
.
চাটা :: চাটা হল বাঁশের তৈরি ছোট ছোট টুকরা যা সুতা দিয়ে পেচিয়ে বান্ডিল করে রাখা হয়ে থাকে। জামদানি বুননের জন্য ব্যাবহার করা হয়ে থাকে। একটা তাঁতে ৪০ থেকে ৫০ টি চাটা প্রয়োজন হয় ।
.
চাক্কু :: জামদিনির মুল হল নকশা । যা এক টুকড়ো কাপড় কে নিজস্বতা তৈরি করে । মুলত জামদানি নকশা তোলার সময় বারতি সুতা কাটা এবং এক নকশা থেকে অন্য নকশায় যেতে সুতা কাটার জন্য চাকু ব্যবহারিত হয় । জামদানি বোনার সময় ২ পিছ চাকু প্রয়োজন হয় ।
.
ডিজাইন বোবিন :: কাপড়ের জামদানি নকশা ফুটিয়ে তুলতে বিভিন্ন রঙের সুতা প্রয়োজন হয়, যা তাতিঁ কাঠ/প্লাস্টিক এর ববিনে সুতা পেঁচিয়ে রাখেন । প্রয়োজন অনুযায়ী নকশা বুননে ব্যবহার করেন ।
মাকু :: “মাকু” হলো তাঁত যন্ত্রে কাপড় বোনার কাজে ব্যাবহৃত একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ যন্ত্র। যা একজন তাতিঁ অন্য তাতিঁর কাছে ভরনার সুতা পৈাঁছাতে সামনের দিকে সরু আকিৃতি যে যন্ত্র ব্যবহার করে তাই মাকু ।
.
বড় চড়কি ছোট্ট চড়কি :: জামদানি সুতা রঙ করার সময় প্রয়োজন অনুযায়ী ছোট এবং বড় চড়কি ব্যাবহার করা হয় ।
.
তেলের শিসি :: মাকু মসৃণ রাখার জন্য তেল ব্যবহার করে, যাতে ভরনার সুতা দ্রুত পার হয় ।
.
কান্ডুর :: কান্ডুর হলো কাঠ দিয়ে তৈরি একটা টুলস যা জামদানির নকশা তোলার জন্য প্রয়োজন হয় । ডিজাইন ববিন এ নকশার সুতা প্যাঁচানো থাকে। প্রয়োজন অনুযায়ী নকশার জন্য ৭ / ৮ ইঞ্চি দৈর্ঘ্যর সুতা, টানার মধ্যে থেকে কান্ডুর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নকশা তোলা হয় ।
নাটাই :: নাটাই বাঁশ দিয়ে তৈরি করা হয় । মাড় দেয়া সুতা রোদে শুকানোর জন্য মুলত নাটাই ব্যবহার করা হয় ।
.
চড়কা এবং মাল দড়ি :: এটা লোহার কিংবা প্লাস্টিকের হয়ে থাকে । চড়কি এবং চোকার সাথে সংযোগ করতে লাগে মাল দড়ি
জামদানি সম্পর্কে বিস্তারিত জানতে :
- জামদানি -র নকশার উৎস >>>
- .
- জামদানি বুনন এর কৌশল ও প্রক্রিয়া >>>
- .
- জামদানি তৈরি প্রক্রিয়ার বিভিন্ন স্তর >>>
- .
- জামদানি তৈরিতে যে সব সরঞ্জাম প্রয়োজন হয় >>>
- .
- তাঁতে বসার দোয়া >>>
- .
- জামদানি নকশা বোনার বুলি >>>
- .
- জামদানি শাড়ি -র নামকরণ >>>
- .
- জামদানি শাড়ি -র প্রকারভেদ >>>
- .
- জামদানি -র হাট বা আড়ত >>>
- .
- আসল জামদানি শাড়ি চেনার উপায় >>>
- .
- জামদানি শাড়ি কিভাবে কাটা করা হয় >>>
তথ্যসূত্র
prothomalo.com/ঢাকাই-জামদানির-রঙিন-ভুবন
bbc.com/bengali
bn.wikipedia.org
চিত্রসূত্র : বিপুল হোসেন এবং ইন্টারনেট
গ্রাফিক্স : ফায়জী হাসান