বলা হয় প্রাচীনকালের মসলিন কাপড়ের উত্তরাধিকারী হলো আজকের জামদানি শাড়ি। যা বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য। তাইতো জামদানি কে স্রেফ কাপড় / শাড়ি বা পণ্য ভাবলে ভুল হবে। জামদানি হচ্ছে বিশেষ ভূগোল ও পরিবেশে শিল্প চর্চার একটি বিশেষ ধরণ, যার মাধ্যমে একজন তাঁতি সুতা , রং , মাকু এবং তাঁত এর মাধ্যমে এক একটি শিল্প তৈরী করে।
দেশভাগের পর সরকারি পৃষ্ঠপোষকতা, নারায়ণগঞ্জে জামদানি শিল্পনগরী ও গবেষণা কেন্দ্র স্থাপন ও বিসিকের নানামুখী উদ্যোগ– সব মিলিয়ে জামদানির যাত্রাটা বেশ রঙিন, ঠিক যেন রক্তাম্বরী-নীলাম্বরীর মতোই। ২০১৬ সালে এসে বিশ্বস্বীকৃতি পেয়েছে জামদানি। ঐতিহ্যবাহী নকশা ও বুননশিল্পের জন্য ইউনেস্কো একে জিআই পণ্য ঘোষণা করেছে।

জামদানি সম্পর্কে আরও বিস্তারিত
তথ্যসূত্র
prothomalo.com/ঢাকাই-জামদানির-রঙিন-ভুবন
bbc.com/bengali
bn.wikipedia.org
চিত্রসূত্র : bn.wikipedia.org এবং ইন্টারনেট
গ্রাফিক্স : ফায়জী হাসান