১ মার্চ ১৯৩৩ সালে শিল্পী নুরুল ইসলাম টাঙ্গাইল জেলার সোনালিয়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ঢাকা আর্ট কলেজ থেকে পাশ করেন ১৯৫৬ সালে। পরে বিএ অনার্স করেন করাচি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি কাজ করেছেন বিভিন্ন এডভেডাইজিং ফার্মে আর্টিষ্ট এবং আর্ট ডাইরেক্টর হিসেবে।
ফটো জার্নালিস্ট মোহাম্মদ আসাদ এর ডায়েরি থেকে
আমি ১৯৯৯ সালে কোথায় ওনার বাসায় গিয়ে দেখা করেছিলাম সেটা কোথায় মনে নেই। ওনার স্ত্রী ছিলেন চারুকলার মেয়েদের প্রথম ব্যাচের শিল্পী। বৃত্তের বাইরে বলে নিজেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। যেখানে শিল্পকলা একাডেমি শিল্পীদের যেচে প্রদর্শনীর আয়োজন করতেন। সেখানে তিনি নিজেই শিল্পকলার গ্যালারি ভাড়া দিয়ে প্রদর্শনী করেছিলেন। ২০০৬ সালে শিল্পাঙ্গন গ্যালারিতে ৪র্থ একক প্রদশনী করেছিলেন।
মৃত্যু
তিনি ২০১০ সালের ৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
শিল্পী নুরুল ইসলাম
আলোকচিত্রটি ১৯৯৯ সালে তোলা
আলোকচিত্রী : মোহাম্মদ আসাদ
শ্রদ্ধাঞ্জলি
facebook থেকে নেয়া :
মন্তব্য করেন |
ধন্যবাদ
উনি আমার সেজ চাচা