শিল্পী নুরুল ইসলাম nurul islam x bfa

শিল্পী নুরুল ইসলাম | NURUL ISLAM

শিল্পী নুরুল ইসলাম বৃত্তের বাইরে বলে নিজেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। তিনি নিজেই শিল্পকলার গ্যালারি ভাড়া দিয়ে প্রদর্শনী . . .

Spread the love

১ মার্চ ১৯৩৩ সালে শিল্পী নুরুল ইসলাম টাঙ্গাইল জেলার সোনালিয়া গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ঢাকা আর্ট কলেজ থেকে পাশ করেন ১৯৫৬ সালে। পরে বিএ অনার্স করেন করাচি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি কাজ করেছেন বিভিন্ন এডভেডাইজিং ফার্মে আর্টিষ্ট এবং আর্ট ডাইরেক্টর হিসেবে।

ফটো জার্নালিস্ট মোহাম্মদ আসাদ এর ডায়েরি থেকে


আমি ১৯৯৯ সালে কোথায় ওনার বাসায় গিয়ে দেখা করেছিলাম সেটা কোথায় মনে নেই। ওনার স্ত্রী ছিলেন চারুকলার মেয়েদের প্রথম ব্যাচের শিল্পী। বৃত্তের বাইরে বলে নিজেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। যেখানে শিল্পকলা একাডেমি শিল্পীদের যেচে প্রদর্শনীর আয়োজন করতেন। সেখানে তিনি নিজেই শিল্পকলার গ্যালারি ভাড়া দিয়ে প্রদর্শনী করেছিলেন। ২০০৬ সালে শিল্পাঙ্গন গ্যালারিতে ৪র্থ একক প্রদশনী করেছিলেন।

মৃত্যু

তিনি ২০১০ সালের ৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

শিল্পী নুরুল ইসলাম ‍artist nurul islam
শিল্পী নুরুল ইসলাম| সংগ্রাহক : মোহাম্মদ আসাদ
শিল্পী নুরুল ইসলাম

শিল্পী নুরুল ইসলাম

আলোকচিত্রটি ১৯৯৯ সালে তোলা

আলোকচিত্রী : মোহাম্মদ আসাদ

শ্রদ্ধাঞ্জলি

শিল্পী নুরুল ইসলাম nurul islam died x bfa

facebook থেকে নেয়া :

মন্তব্য করেন | 

Mohakash Milan

ধন্যবাদ

উনি আমার সেজ চাচা


আরও পড়ুন

শিল্পী এস এম সুলতান | S M Sultan

যে শিশু সুন্দর ছবি আঁকে, তার গ্রামের ছবি আঁকে, সে সুন্দর ফুলের ছবি আঁকে, তার জীবজন্তুর ছবি আঁকে, গাছপালার ছবি আঁকে, সে কোনোদিন অপরাধ করতে …
Read More
ধ্রুব এষ Dhruba Esh

একজন ধ্রুব এষ | Dhruba Esh

শুধু প্রচ্ছদ অঙ্কন নয়, তিনি কবিতা ও গল্প লিখে থাকেন। ১৯৯০-এর পর থেকে তিনি হুমায়ূন আহমেদের অধিকাংশ গল্প-গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেছেন। ধ্রুব এষ ১৯৮৯ …
Read More
শিল্পী নুরুল ইসলাম nurul islam x bfa

শিল্পী নুরুল ইসলাম | NURUL ISLAM

শিল্পী নুরুল ইসলাম বৃত্তের বাইরে বলে নিজেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। তিনি নিজেই শিল্পকলার গ্যালারি ভাড়া দিয়ে প্রদর্শনী . . .
Read More
শিল্পী ইমদাদ হোসেন artist imdad hossain web post

শিল্পী ইমদাদ হোসেন | IMDAD HOSSAIN

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, সে নামটি চারুকলা অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী ইমদাদ হোসেন এর দেওয়া।
Read More

About Post Author

Spread the love

আপনার মূল্যবান মতামত এর অপেক্ষায়

%d bloggers like this: