Bashir-Ahmad-singer-শিল্পী-বশির-আহমেদ-x-bfa-x-fxyz-1

শিল্পী বশির আহমেদ | দূর আকাশ হতে খসে পড়া তারা

‘দূর আকাশ হতে খসে পড়া তারা যেমনি, পৃথিবীতে আমি যেন তেমনি…’ নিজের গাওয়া এই গানের মতোই ২০১৪ সালের ১৯ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় পৃথিবী ছেড়ে

দূর আকাশ হতে খসে পড়া তারা বশির আহমেদ একজন বাঙালী সংগীতশিল্পী। পাকিস্তান আমলে আহমেদ রুশদি বলে পরিচিত ছিলেন। বশির আহমেদ একাধারে শিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক ছিলেন। দিল্লির সওদাগর পরিবারের সন্তান বশির আহমেদ ১৯৩৯ সালের ১৯ নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নাসির আহমেদ। ১৯৬৪ সালে বশির আহমেদ সপরিবারে ঢাকায় চলে আসেন।

বশির আহমেদের স্ত্রী মীনা বশির, ছেলে রাজা বশির ও মেয়ে হুমায়রা বশির সংগীতের সঙ্গে যুক্ত।

ঢাকায় আসার আগেই উর্দু চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন বশির আহমেদ। ১৯৬৩ সালে উর্দু চলচ্চিত্র ‘তালাশ’-এ গান গাওয়ার সুযোগ পান তিনি। সিনেমার ‘কুছ আপনি কাহিয়ে, কুছ মেরি সুনিয়ে’ বেশ জনপ্রিয় হয়। এরপর জহির রায়হানের উর্দু সিনেমা ‘সঙ্গম’ (১৯৬৪)-এ গান করেন তিনি।
মা’র কাছে ঘুম পাড়ানি গান শুনে শুনেই প্রথম গানে আগ্রহ তৈরি হয় তাঁর। বশির আহমেদ কলকাতায় ওস্তাদ বেলায়েত হোসেনের কাছ থেকে সঙ্গীত শেখার পর মুম্বাইয়ে চলে যান। সেখানে উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ’র কাছে তালিম নেন। রাগসংগীতেও দখল ছিল তাঁর। তালাশ চলচ্চিত্রে বিখ্যাত শিল্পী তালাত মাহমুদের সঙ্গে কাজ করেন।

বাংলা চলচ্চিত্রেও সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন বশির আহমেদ। বশির আহমেদের সুরে গান করেছেন ফেরদৌসী রহমান, মোহাম্মদ আবদুল জব্বার, রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন থেকে শুরু করে তরুণতর অনেক শিল্পী।  

পুরস্কার ও সম্মাননা

বশির আহমেদ ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমায় গানের জন্য ২০০৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদকেও ভূষিত হন। একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন গুণী এই শিল্পী

শিল্পী বশির আহমেদের জনপ্রিয় গান

তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে:

‘অনেক সাধের ময়না আমার’,

‘আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো’,

‘আমি সাত সাগর পাড়ি দিয়ে’,

‘যারে যাবি যদি যা/ পিঞ্জর খুলে দিয়েছি’,

‘ডেকো না আমাকে তুমি/ কাছে ডেকো না’।

‘মানুষের গান আমি শুনিয়ে যাবো’

‘আমি বাউল মেঘমালা’

‘বন্ধু সেই দেখা কেন শেষ দেখা হলো’

বশির আহমেদের মৃত্যুবার্ষিকী


আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা


তথ্যসূত্র:

banglanews24.com

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


December 27, 2024
happy new year 2025 x bfa x fxyz V3

HAPPY NEW YEAR

bdfashion archive
গত বছরের ঘটনাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয়, দেশপ্রেম শুধুই আবেগ নয়; এটি কাজ, সংগ্রাম এবং…
December 27, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!
Skip to content