আপনার একটি শেয়ার
পৌছে দিতে পারে পুরো বিশ্বে, আমাদের দেশ কতটা সমৃদ্ধ
শীতল পাটির ছবি
Gallery of SHITAL PATI
বোটনিপাটি
Botni Pati
নোয়াখালির কোম্পানিগঞ্জ এলাকার বহু কারুশিল্পী এই বটনিপাটির সাথে জড়িত আছে পেশা ও সখের সুত্রে। এর মধ্যে কোম্পানিগঞ্জের একজন মরিয়ম বেগম যিনি শ্রেষ্ঠ কারুলিল্পী সন্মাননায় ভূষিত হয়েছেন। তিনি তার মনন ও দক্ষতায় তৈরী করে চলেছেন ভিভিন্ন মটিফের বটনী পাটি। শুধু তাই নয় তিনি স্থানীয় গ্রামীন মহিলাদের স্বাবলম্বী করে তুলতে গঠন করেছেনে ‘নারী কুঠির’ নামে একটি সংগঠন।
পোশাকে শীতল পাটির নকশা
Dress Design inspired by Shital Pati
শীতলপাটি একই সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও লোকশিল্প। আর এই ঐতিহ্যবাহী কারুশিল্পর গ্রহণযোগ্যতা বাড়াতে দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে হবে। বেশি বেশি করে ব্রান্ডিং করতে হবে। তার ধারাবাহিকতায় দেশীয় ফ্যাশন হাউজগুলো চেষ্টা করে ঐতিহ্যময় কারুশিল্পের নকশা গুলো পোশাকে নিয়ে আসতে যাতে এর বিভিন্ন মাত্রায় বৈচিত্রতা পায়।
তথ্যসূত্র
www.prothomalo.com
roar.media
bn.wikipedia.org
www.jagonews24.com
www.dailysangram.com
www.jhalakathi.gov.bd
www.bd-journal.com
www.djanata.com
আরও পড়ুন