প্রতিটি পর্যায়ে
আমাদের জাতীয় এবং আর্ন্তজাতিক ভাবে স্বীকৃত এমন কিছু কিছু ঐতিহ্যবাহী স্থান আছে যেখানে প্রতিবছর লাখ লাখ পর্যটকের আনাগোনা যেনো মুখর থাকে, সেই ভাবে ব্রান্ডিং করতে হবে। কথা হচ্ছে নিদৃষ্ট কিছু স্থান নয়, আমাদের এগিয়ে আসতে হবে প্রতিটি পর্যায়ে- আমাদের ঐতিহ্যবাহী খাবার, ঐতিহ্যবাহী স্থান, আমাদের সংস্কৃতি এবং আমাদের আলোকিত পূর্ব পুরুষ, যাদের আত্নত্যাগে আমরা আলোকিত।
দেশের ব্র্যান্ডিং
বিশ্বায়নের এই যুগে দেশের খ্যাতি ও সুনামকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এখন জোরেসোরে দেশকে ব্রান্ডিং করতে হবে নিজ নিজ উদ্যগে। এই ব্রান্ডিংয়ের মানে হচ্ছে দেশের সমৃদ্ধময় দিকগুলো বিশ্বের কাছে তুলে ধরা। ব্রান্ডিংয়ের সুফল হচ্ছে, দেশের ইতিবাচক ব্র্যান্ডিং খাড়া করতে পারলে সঙ্গে সঙ্গে দেশের জনশক্তি, পর্যটন, দেশে তৈরি পণ্য, বিনিয়োগ ও অন্যান্য সেবাও মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করে এবং গ্রহণযোগ্যতা পাবে। এই ব্রান্ডিং ইমেজ দেখেই মানুষ ঠিক করে কোন শহরে বেড়াতে যাবে। বিশ্বের বেশিরভাগ দেশই ব্রান্ডিংকে গুরুত্ব দিচ্ছে । যেমন মালয়েশিয়া “ট্রুলি এশিয়া | Truly Asia ”, ভারত ‘ইনক্রেডিবল ইন্ডিয়া | Incredible India’, চীন সারা বিশ্বের ‘কারখানা’ এবং শ্রীলঙ্কা ‘রিফ্রেশিংলি শ্রীলঙ্কা | Refreshing SriLanka ’ হিসেবে পরিচিত। এছাড়া থাইল্যান্ড নিজেকে তুলে ধরছে ‘অ্যামেজিং থাইল্যান্ড | amazing thailand ’ নামে। আর আমাদের !
বরিশাল বিভাগ
The Land of River and Sea Beach
কবিতার ধানসিঁড়ি নদীটি এ জেলায় অবস্থিত।
আপনার একটি শেয়ার পৌছে দিতে পারে পুরো বিশ্বে, আমাদের দেশ কতটা সমৃদ্ধ
নদীর ঢেউয়ে ভাসা ঐতিহ্য: নৌকা বাইচের গল্প
fayze hassanবৈশ্বিক পর্যটনে বাংলাদেশ: ব্র্যান্ডিংয়ের মাধ্যমে সম্ভাবনার দুয়ার খুলে দেওয়া
fayze hassanসমৃদ্ধময় বাংলাদেশের ৬৪ জেলা | রংপুর বিভাগ
fayze hassanসমৃদ্ধময় বাংলাদেশের ৬৪ জেলা | সিলেট বিভাগ
fayze hassanসমৃদ্ধময় বাংলাদেশের ৬৪ জেলা | ময়মনসিংহ বিভাগ
fayze hassanআমার জেলার ব্রান্ডিং | ঢাকা বিভাগ
fayze hassanhttps://www.pinterest.co.uk/bdfashionarchive/bangladesh-photography/