chottogram division art and craft map of bangaldesh bang

art and craft map of chattagram division

হস্ত ও কারুশিল্প মানচিত্র | চট্টগ্রাম বিভাগ

প্রাচ্যের রাণী হিসেবে খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হল চট্টগ্রাম। বাংলাদেশের ৭টি বিভাগের মধ্যে পাহাড়, সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা ভূ-প্রাকৃতিক রূপে চট্টগ্রামের যেমন রয়েছে বিচিত্রতা তেমনি হস্ত ও কারুশিল্পে চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলার রয়েছে নিজস্ব ঐতিহ্যগত বৈশিষ্ট্য।

বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের মূল পটভূমি হচ্ছে গ্রাম। আর এর প্রাণবন্ত ও প্রাকৃতিক রূপ আমাদের লোকজ ঐতিহ্যের মৌলিক বৈশিষ্ট্য। তাদের সরল মনের গ্রামীন কারুনৈপুণ্য থেকে শুরু করে হস্তনির্মিত তাতঁ শিল্প, মৃৎশিল্প, কাসাঁ ও পিতল শিল্প, বাশঁ ও বেত শিল্প এবং পাট শিল্পের মত এক সুবিশাল ভান্ডারে সমৃদ্ধ আমাদের বাংলাদেশ। এই হস্ত ও কারুশিল্প মানচিত্র | চট্টগ্রাম বিভাগ -এর মাধ্যমে উপলদ্ধি করা যাবে চট্টগ্রাম বিভাগ -এর প্রতিটি জেলার প্রতিটি কোণ কতটা বৈচিত্র্যময় এবং ঐতিহ্যে সমৃদ্ধ।

চট্টগ্রাম বিভাগ

প্রাচ্যের রাণী হিসেবে খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম শহর হল চট্টগ্রাম। বাংলাদেশের ৭টি বিভাগের মধ্যে পাহাড়, সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা ভূ-প্রাকৃতিক রূপে চট্টগ্রামের যেমন রয়েছে বিচিত্রতা তেমনি হস্ত ও কারুশিল্পে চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলার রয়েছে নিজস্ব ঐতিহ্যগত বৈশিষ্ট্য।

“স্বদেশী পণ্য গ্রহণ কর আর বিদেশী পণ্য বর্জন কর” এই শ্লোগানের ওপর ভিত্তি করে তৎকালীন সময়ে যে খাদিশিল্পের উৎপত্তি, তা চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলাকে কেন্দ্র করে। তখন খাদি কাপড় তৈরি হতো রাঙ্গামাটির তূলা থেকে। এবং  এই খাদি কাপড়  কুমিল্লার খাদি হিসাবে পরিচিত ছিল। তেমনই কুমিল্লার মৃৎশিল্প বাংলার লোকশিল্পের অন্যতম ঐতিহ্যের  একটি। ব্রাহ্মণবাড়িয়ার বাঁশ-বেত শিল্প, লক্ষ্মীপুর জেলা  শীতল পাটি,   কক্সবাজার অঞ্চলের ঝিনুক শিল্প এবং পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘কোমর তাঁত’ তাদের নিজস্বতার পরিচয় বহন করে।


হস্ত ও কারুশিল্প মানচিত্র | চট্টগ্রাম বিভাগ


হস্ত ও কারুশিল্প মানচিত্র | চট্টগ্রাম বিভাগ

জেলারগুলোর ঐতিহ্যময় হস্ত ও কারুশিল্প মানচিত্রের মাধ্যমে উপস্থাপন করা চেষ্টা করা হয়েছে। তথ্য বিষয়ক ভুল থাকলে সবার সহযোগিতা কামনা করছি। যে কোন ধরনের সংযোজন, বিয়োজন এবং সংযুক্ত করার জন্য প্রস্তুত। আপনার সহযোগিতায় আসতে পারে মানচিত্রের পূর্নতা।

ঐতিহ্যময় হস্ত ও কারুশিল্প পূর্ণাঙ্গ মানচিত্র দেখতে ক্লিক করুন


চট্টগ্রাম বিভাগের  ঐতিহ্যময় হস্ত ও কারুশিল্প


ঝিনুক শিল্প 

বাঁশ-বেত শিল্প

মৃৎশিল্প

কুমিল্লার খাদি 

শীতল পাটি 


চট্টগ্রাম বিভাগের হস্ত ও কারুশিল্পের বিস্তারিত


কুমিল্লার খাদি

কুমিল্লার খাদি  | COMILLAR KHADI

প্রাচীনকাল থেকে এই উপ-মহাদেশে হস্তচালিত তাঁত শিল্প ছিল জগদ্বিখ্যাত। একটি পেশাজীবী সম্প্রদায় তাঁত শিল্পের সাথে তখন জড়িত ছিলেন। তাদেরকে স্থানীয় ভাষায় বলা হতো ‘যুগী’ বা ‘দেবনাথ’।

বৃটিশ ভারতে গান্ধীজীর অসহযোগ আন্দোলনের সময়কালে ”স্বদেশী পণ্য গ্রহণ কর আর বিদেশী পণ্য বর্জন কর”  এই শ্লোগানের ওপর ভিত্তি করেই তৎকালীন সময়ে খাদিশিল্পের উৎপত্তি হয়।

এবং সে সময় খাদি শিল্প দ্রুত বিস্তার লাভ ও জনপ্রিয়তা অর্জন করে। তখন খাদি কাপড় তৈরি হতো রাঙ্গামাটির তূলা থেকে  এবং খাদি কাপড়  কুমিল্লার খাদি হিসাবে পরিচিতি লাভ করে ।

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া, কলাগাঁও, কুটুম্বপুর, হারং, বানিয়াচং, ভোমরাকান্দি, বেলাশ্বর, মধ্যমতলা, বাড়েরা, গোবিন্দপুর, ছয়ঘড়িয়া, হাড়িখোলা  গ্রামে  তৈরি হচ্ছে খাদি কাপড়।

বাঁশ-বেত শিল্প

বাঁশ-বেত শিল্প | BAMBOO & CANE

বেত বাংলাদেশের একটি উল্লেখযোগ্য বনজ সম্পদ। একজাতীয় লতানো বা সোজা বেয়ে ওঠা পাম। বাংলাদেশের অনেক এলাকায় রতন নামেও পরিচিত।

তেমনই  বেত শিল্প বাংলাদেশের একটি লোকশিল্প। বাংলাদেশের নিজস্ব শিল্প-সংস্কৃতির প্রতীক।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রাম বাঁশ ও বেতের জিনিসপত্র তৈরীর জন্য খ্যাত। এছাড়া খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়িতে এ শিল্পকে ধারন করতে দেখা যায়

মৃৎশিল্প

মৃৎশিল্প | CLAY POT

“মৃৎ” শব্দের অর্থ মৃত্তিকা  আর “শিল্প” বলতে এখানে সুন্দর ও সৃষ্টিশীল বস্তুকে বোঝানো হয়েছে। মাটি দিয়ে দিয়ে তৈরি সব শিল্পকে কর্মকেই মৃৎ শিল্প বলা হয়। এই ঐতিহ্যের রূপকার হলেন কুমোর বা কুমার শ্রেণীর পেশাজীবীরা। 

এরা সাধারনত হিন্দু সম্প্রদায়ভুক্ত, তারা ‘পাল’ পদবীতে পরিচিত

ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মানিক গ্রাম এবং  কুমিল্লার বিজয়পুর  বারপাড়া, টেগুরিয়াপাড়া এবং নোয়াপাড়া এবং  চাঁদপুর ফরিদগঞ্জের আইটপাড়া গ্রাম  ঐতিহ্যবাহী মৃৎশিল্প সাথে জড়িত। তারা তৈরি করে থাকেন গৃহস্থালি তৈজসপত্র যেমন, কলসি, হাঁড়ি, জালা, সরাই বা ঢাকনা, শানকি, থালা, কাপ, বদনা, ধূপদানি, মাটি নির্মিত নানান খেলনা এবং ফল, পশু-পাখি, ইত্যাদি । 

শীতল পাটি

শীতল পাটি | SHITOL PATI

শীতল পাটি এক ধরনের মেঝেতে পাতার আসন। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যগত কুটির শিল্প। যেখানে আবহমান গ্রাম বাংলার প্রকৃতি, রূপ এবং সৌন্দর্যকে কারুকাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। লক্ষ্মীপুর জেলা এবং চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কড়ইয়া গ্রাম এসব পাটির জন্য বিখ্যাত । 

ঝিনুক শিল্প

ঝিনুক শিল্প | SHELL INDUSTARY

ঝিনুক শিল্প হলো এমন একটি শিল্প যা সামুদ্রিক প্রাণি ঝিনুক নির্ভর। বাংলাদেশের ৬৯,৯০০ বর্গকিলোমিটার সামুদ্রিক জলরাশিতে প্রায় ৩০০ প্রজাতির ঝিনুক পাওয়া যায়। 

ঝিনুক শিল্প  বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প।

বাংলাদেশের কক্সবাজার অঞ্চল ঝিনুক চাষের জন্য অত্যন্ত উপযোগী।

ঝিনুক  শিল্প   বিভিন্ন  ভাবে বিস্তার করতে পারে। যেমনঃ খাদ্য, রত্ন, সহায়ক, রসায়ন প্রভৃতি খাতে এটি ব্যবহৃত হয়। এছাড়া শামুক-ঝিনুকে তৈরি হয় মেয়েদের বিভিন্ন অলঙ্কার, ঘর সাজানোর দ্রব্যাদি, চাবির রিংসহ আরও অনেক কিছু। 


চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ


১১ টি জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত


অন্যান্য ৮ বিভাগের ঐতিহ্যময় হস্ত ও কারুশিল্প মানচিত্র


Khadi-Weaving-খাদি-পুরাণ-x-bfa-x-fxyz-web
টাঙ্গাইলের শাড়ি tangail saree GI product of bangladesh x bfa x fxyz web
geographical indication products in Bangladesh
Nakshi kantha bangladesh নকশি কাঁথা: বাংলাদেশ
জামদানি | মসলিন কাপড়ের উত্তরাধিকারী
লুঙ্গি কথন lungi tales
Traditional art of Shital Pati
টাঙ্গাইল তাঁতের শাড়ি
saree of Bangladesh বাংলাদেশি সেরা ১০ শাড়ি web
জামদানি বুনন এর কৌশল ও প্রক্রিয়া
art-and-craft-dhaka-division final part 1 bng
art and craft map of Rajshahi division

Graphic: FXYZ
powered by Bangladesh Fashion Archive | BFA

image and information Source: internet


আরও পড়ুন

eid-mubarak-ঈদ-মোবারক-x-bfa-x-fxyz-www.bdfashionarchive.comHAPPYMUBARAKwww.bdfashionarchive.comMay-this-Eid-V2
পহেলা-বৈশাখ-PAHELA-BAISHAKH-বাঙালির-অন্যতম-বড়-উৎসব-x-bfa-x-fxyz
Festive-dress-in-Bangladesh-বাঙালির-যত-উৎসবে-চাই-যত-নতুন-পোশাক-x-bfa-x-fxyz
Hairy-sterculia-Elephant-rope-tree-উদাল-x-bfa-x-fxyz
নয়াবাদ-মসজিদ-Nayabad-Masjid-Dinajpur-x-bfa-x-fxyz-web
Kantajew Temple কান্তজিউ মন্দির x bfa x fxyz web

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Open chat
1
Scan the code
Hello
How can i help you?
Skip to content