শুভ্রতা যার সম্পদ সে হলো শ্বেত কাঞ্চন। দেব কাঞ্চন আর রক্ত কাঞ্চনের মতো শ্বেত কাঞ্চনও ফেবাসিস পরিবারের সদস্য, অথচ শ্বেত কাঞ্চন পুরোপুরি সাদা এবং গন্ধহীন।
শুভ্রতা যার সম্পদ সে হলো শ্বেত কাঞ্চন।
বৈজ্ঞানিক নাম: Bauhinia acuminata
ইংরেজি নাম: White Bauhinia, Mountain Ebony
বাংলা নাম: শ্বেত কাঞ্চন
Color Palette of WHITE BAUHINIA | শ্বেত কাঞ্চন
বছরের সব সময় এই ফুল ফুটলেও বর্ষায় আর বসন্তে ফুলের আধিক্য লক্ষণীয়। এই ফুলে ধবধবে সাদা রঙের পাঁচটি পাপড়ি বা দলমন্ডল থাকে। দশটি পরাগকেশর থাকলেও চারটি কিছুটা বড়ো থাকে। অর্থাৎ এই ফুলের পুংস্তবকের বিন্যাস দীর্ঘচতুষ্টয়ী বা টেট্রাডিনেমাস।
এই ফুলের গাছ ছোট ও শাখা-প্রশাখা বহুল হয়ে থাকে। এটি সাধারণত শুষ্ক অঞ্চলে জন্মায়। বাংলাদেশ, ভারত, শ্রীলংকা সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ গুলোতে এই গাছ জন্মায়।
এই শ্বেত কাঞ্চনের বেশ কিছু ভেষজ গুণও রয়েছে। কুষ্ঠ রোগে, সর্প দংশনে, পেটে পীড়ায় এই গাছের শিকড় বাকল ব্যবহৃত হয়।
তথ্যসূত্র:
১. বি এম রিজিয়া খাতুন (২০১০)। অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস। আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার, মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ৭ম খন্ড (১ম সংস্করণ)। পৃষ্ঠা: ৮৯-৯০
২. Germplasm Resources Information Network: Bauhinia acuminata ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জুন ২০১২ তারিখে
৩. দ্বিজেন শর্মা (২০০৩)। ফুলগুলি যেন কথা, বাংলা একাডেমী, ঢাকা, পৃষ্ঠা-৬১।
Facebook page: Bangladesh Fashion Archive
আরও পড়ুন