ART AND CRAFT MAP OF BANGALDESH DHAKA DIVISION Featured image x bfa x fxyz

হস্ত ও কারুশিল্প মানচিত্র | ঢাকা বিভাগ | দ্বিতীয় পর্ব

ঢাকা বিভাগের প্রতিটি কোণে খুঁজে পাওয়া যাবে নিজস্ব শৈল্পিক পরিচয়, যা কেবল কারুশিল্পের সৌন্দর্যই নয় বরং এ অঞ্চলের জীবনধারা এবং ঐতিহ্যকেও ফুটিয়ে তোলে।

ঢাকা বিভাগ

dhaka
division

ঢাকা, যাকে বর্তমানে “বিশ্বের রিকশা রাজধানী” বলা হয়, এই শহরের রয়েছে এক গভীর ইতিহাস এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে এটি জাহাঙ্গীর নগর নামে পরিচিত ছিল। সেই সময় ঢাকার মসলিন কাপড় ছিল বিশ্ববিখ্যাত, যা সূক্ষ্মতা ও মসৃণতায় অনন্য। ঢাকায় উৎপাদিত মসলিনের জন্য এখানকার বাণিজ্য কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করে, এবং বিশ্বের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা মসলিনসহ নানা পণ্য ক্রয়ের উদ্দেশ্যে এখানে আসতেন।

এই বিশ্ববাণিজ্যের কেন্দ্র হিসেবে ঢাকা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে তোলে, যা সময়ের সাথে সাথে বিভিন্ন ক্ষুদ্র কারুশিল্পে পরিণত হয়। স্থানীয় কারুশিল্পীরা তাদের সৃজনশীলতায় নান্দনিক কারুকাজ সৃষ্টি করেন যা আজও বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক হিসেবে চিহ্নিত। এই ঐতিহ্যবাহী শিল্প ও কারুশিল্পের বৈচিত্র্য শুধু ঢাকাতেই সীমাবদ্ধ নয়, বরং পুরো ঢাকা বিভাগ জুড়ে ছড়িয়ে রয়েছে। ঢাকার প্রতিটি জেলা যেন একেকটি কারুশিল্পের সত্তা বহন করে, যা এই অঞ্চলের সংস্কৃতির গভীরতা এবং বৈচিত্র্যকে তুলে ধরে।

ঢাকা বিভাগের প্রতিটি কোণে খুঁজে পাওয়া যাবে নিজস্ব শৈল্পিক পরিচয়, যা কেবল কারুশিল্পের সৌন্দর্যই নয় বরং এ অঞ্চলের জীবনধারা এবং ঐতিহ্যকেও ফুটিয়ে তোলে। হাতের তৈরি কাপড়, মাটির তৈরি সামগ্রী, কাঠের কাজ, ধাতব কাজ সহ নানা রকমের শিল্পের জন্য ঢাকার প্রতিটি জেলা আলাদা পরিচয়ে সমৃদ্ধ। এই ঐতিহ্য ও কারুশিল্প বাংলাদেশের জাতীয় সংস্কৃতির একটি বড় অংশ হয়ে আছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে।

এই হস্ত ও কারুশিল্প মানচিত্র ঢাকা বিভাগ -এর মাধ্যমে উপলদ্ধি করা যাবে ঢাকা বিভাগের প্রতিটি জেলার প্রতিটি কোণ কতটা বৈচিত্র্যময় এবং ঐতিহ্যে সমৃদ্ধ ।

ঢাকা বিভাগের জেলা সমূহ

ঢাকা বিভাগে বর্তমানে মোট ১৩টি জেলা রয়েছে। এই জেলাগুলোর প্রতিটির রয়েছে নিজস্ব ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য, যা ঢাকা বিভাগের সামগ্রিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করে। জেলাগুলো হলো:

ঢাকা জেলা 
টাঙ্গাইল জেলা 
গাজীপুর জেলা 
কিশোরগঞ্জ জেলা 
মানিকগঞ্জ জেলা 
মুন্সিগঞ্জ জেলা 
নারায়ণগঞ্জ জেলা

নরসিংদী জেলা 
ফরিদপুর জেলা 
গোপালগঞ্জ জেলা 
মাদারীপুর জেলা 
রাজবাড়ী জেলা 
শরিয়তপুর জেলা 

ঢাকা বিভাগের উল্লেখযোগ্য হস্ত ও কারুশিল্প

ঢাকা বিভাগ -এর ঐতিহ্যময় হস্ত ও কারুশিল্প মানচিত্র -কে দুই (২) টি পর্বে ভাগ করা হয়েছে ।

প্রথম পর্ব

মিরপুর বেনারসি 
জামদানি শাড়ী
টাঙ্গাইলের তাঁতের শাড়ি
শীতল পাটি 
লুঙ্গি
গামছা
নকশি কাঁথা
বাঁশ-বেত শিল্প

দ্বিতীয় পর্ব

গয়নাশিল্প
কাঁসা-পিতল শিল্প
শোলাশিল্প
দারুশিল্প
বাংলার পট ও পটের গান
সরা চিত্র  
কাঠের খেলনা
নৌকা
মৃৎ শিল্প

ঢাকা বিভাগের প্রতিটি জেলার ঐতিহ্যময় হস্ত ও কারুশিল্প মানচিত্রের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এই প্রচেষ্টায় সঠিক তথ্য নিশ্চিত করতে সবার সহযোগিতা অপরিহার্য। যদি কোথাও তথ্যগত ত্রুটি থেকে থাকে, অনুগ্রহ করে তা সংশোধনে সহায়তা করুন। যেকোনো নতুন তথ্য, সংযোজন বা সংশোধন মানচিত্রটিকে আরো সমৃদ্ধ করতে পারে। আপনাদের সহযোগিতায় মানচিত্রটি পূর্ণতা লাভ করবে এবং আমাদের ঐতিহ্য আরও স্পষ্টভাবে ফুটে উঠবে।

হস্ত ও কারুশিল্প মানচিত্র | ঢাকা বিভাগ

ঐতিহ্যময় হস্ত ও কারুশিল্প পূর্ণাঙ্গ মানচিত্র দেখতে ক্লিক করুন

ঢাকা বিভাগের
হস্ত ও কারুশিল্পের
বিস্তারিত
.

tama kasha pitol কাঁসা-পিতল শিল্প x bfa x bipul hossain x fxyz

Copper & brass craft

তামা কাসাঁ রঞ্জিত

টাঙ্গাইল জেলা এবং  ধামরাই উপজেলা কাঁসা-পিতলের জন্য বিখ্যাত ।  যে সম্প্রদায় কাঁসার তৈরী তৈজসপত্র বা গৃহস্থালীর কাজে ব্যবহৃত দ্রব্যসামগ্রী তৈরী করে তারা “কাঁসারু” নামে পরিচিত। এই সম্প্রদায়ের লোকজনকে ঠাটারি নামেও ডাকা হয়।

VAKURTA-TRADITIONAL-JEWELRY-MAKING-VILLAGE-IN-BANGLADESH-ভাকুর্তার-গয়নাশিল্প-x-bfa-x-fxyz

JEWELRY INDUSTRY

শত বছরের ঐতিহ্য ভাকুর্তার গয়নাশিল্প

শত বছরের ঐতিহ্য পিতৃপুরুষের পেশাকে আগলে রাখা একটি জনপদের নাম ভাকুর্তা। বুড়িগঙ্গার তীরে অবস্থিত এই ভাকুর্তা জনপদ। এই গ্রামকে এখন সবাই গয়নার গ্রাম নামেই চিনে। তবে ঐ গ্রামের গল্পটা বেশ পুরনো। সেখানকার কারিগররা প্রায় ৩০০ বছর ধরে বংশ পরম্পরায় গয়না তৈরির পেশায় যুক্ত।

WOODWORKS IN BANGLADESH

Woodworks IN BANGLADESH

দারুশিল্প | সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী ইতিহাস

দারুশিল্পের শিল্পীরা মূলত ছিল সূত্রধর ( ছুতার ) সম্প্রদায়ের। এ সম্প্রদায়ের লোকজন কেউ তৈরি করে ভাস্কর্য, মূর্তি, আবার কেউ তৈরি করেন কাঠের স্থাপত্য, স্তম্ভ বা পিলার, কিংবা দেয়ালচিত্র। কেউ তৈরি করে্ন খাট পালঙ্ক, সিন্দুক, পালকি, ঢেঁকি। আবার কেউ কেউ তৈরি করে চেয়ার টেবিলসহ নানা ধরনের ব্যবহার্য আসবাবপত্র।

মুন্সিগঞ্জ ,কিশোরগঞ্জ , নারায়ণগঞ্জ, এবং ফরিদপুর জেলা দারুশিল্পের জন্য প্রসিদ্ধ

clay art মৃৎশিল্প বাংলাদেশের এক প্রাচীন ঐতিহ্য x bfa x fxyz

clay art

কাদা মাটি থেকে শিল্প

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের  কার্তিকপুর গ্রামটি  মৃৎ শিল্পের জন্য সুখ্যাত ।

বাংলাদেশের মৃৎশিল্প একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প, যা মাটির তৈরি জিনিসপত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন শিল্প এবং হাজার বছরের বেশি পুরোনো। দেশের বিভিন্ন অঞ্চলে মৃৎশিল্প একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে প্রতিষ্ঠিত, যেখানে কুমার সম্প্রদায় এ শিল্পের প্রধান ধারক হিসেবে পরিচিত।

Country boats in Bangladesh নৌকা x bfa x bipul hossain x fxyz +

BOAT in bangladesh

নৌকা বাংলার ঐতিহ্যবাহী জীবনধারার প্রতীক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বংশ পরম্পরায় মাশালিয়া বাজারে  কাঠমিস্ত্রীরা বিভিন্ন আকৃতির নৌকা বানিয়ে থাকেন ।  এখানকার কারিগররা সাধারণত ৯ থেকে ২০ হাত পর্যন্ত লম্বা নৌকা তৈরি করে থাকেন।

নৌকা বাংলার ঐতিহ্যবাহী জীবনধারার প্রতীক। জসীমউদ্দীনের “সোজন বাদিয়ার ঘাট” এই বিষয়কে চমৎকারভাবে প্রতিফলিত করে।

Shola Craft in Bangladesh শোলাশিল্প x bfa x fxyz

SHOLA CRAFT IN BANGLADESH

শোলাশিল্প | বাংলার অন্যতম লোকজ শিল্প

ঢাকা বিভাগের মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় শোলালিল্পের জন্য বিখ্যাত।

বাঙালির ঐতিহ্য ও লোকজ জীবনের এক অনন্য শিল্পকর্ম শোলাশিল্প। এক সময়ের জ্বালানি হিসেবে ব্যবহার করা শোলাকে মেধা, দক্ষতা আর পরিশ্রম দিয়ে শিল্পে পরিণত করছেন শিল্পীরা। এ পেশায় নিয়োজিত কারুশিল্পীরা মালাকার বা শোলারী নামে পরিচিত। ধর্মীয় পরিচয়ের দিক থেকে তারা শিবের উপাসক।

a traditional toy in Bangladesh

এককাঠের পুতুল | বাংলাদেশের অপার ঐতিহ্য

এ ধরণের পুতুল তৈরিতে সোনারগাঁওয়ের শাহ্পুর গ্রাম প্রসিদ্ধ। জানা গিয়েছে , নারায়ণঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায় ছড়িয়েছিটিয়ে থাকা হাতে গোনা কয়েজন এখনও তাঁদের পুরোনো পেশাকে আকড়ে ধরে রেখে এসব কাঠের খেলনা বানাচ্ছেন।

মুলত সূত্রধররা এই  সব কাঠের খেলনা তৈরি করে।

Scroll painting পটচিত্র এবং পটের গান গাজীর পট সুধীর আচার্য, দুর্জন আলী এবং শিল্পী শম্ভু আচার্য x bfa x fxyz

scroll painting
in Bangladesh

পটচিত্র এবং পটের গান বাংলার গৌরবময় ঐতিহ্যের ধারক

মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলায় সাধারণত এমন এক লোকগীতির মাধ্যমে পটের ছবি দেখিয়ে সুরেলা কণ্ঠে গল্প বা কাহিনী শোনানো হতো। পটচিত্রের সময় যে গান গাওয়া হয় তা ‘পটের গান’ নামে পরিচিত। মুন্সিগঞ্জের পটশিল্পী সুধীর আচার্যের আঁকা গাজীর পট দেশের অন্যতম জনপ্রিয় পটচিত্র হিসেবে বিবেচিত হয়।

সরাশিল্প Lokkhi Sora traditional art form in Bengali culture x bfa x fxyz webxxxx - Copy

traditional art form in Bengali culture

সরাশিল্প: বাংলার প্রাচীন মৃৎশিল্পের এক ঐতিহ্যবাহী দৃষ্টান্ত

ফরিদপুরের সুরেশ্বরী সরা বিশ্বে স্থান করে নিয়েছে রঙের বিন্যাস ও সরু রেখার জন্য।

বাংলার সরাশিল্প বাংলার প্রাচীনতম এবং ঐতিহ্যমণ্ডিত এক শিল্পধারা, যা মূলত মৃৎশিল্পের একটি অংশ। এই শিল্প বাংলার মাটির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত, যেমনটি দেখা যায় বাংলার গ্রামীণ জীবন ও সংস্কৃতির সঙ্গে সরার সংযোগে। গ্রামীণ জীবনের প্রয়োজন মেটানোর পাশাপাশি সরা বাংলার লোকশিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে।

Content & Graphic by fayze hassan x BFA
powered by bangladesh fashion archive

অন্যান্য ৮টি বিভাগের
ঐতিহ্যময় হস্ত ও কারুশিল্প
মানচিত্র লিংক নিচে দেয়া হলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!