
সানসিল্ক-নকশা বিয়ে উৎসব ২০১৭
বিয়ের বাজার দেশেই—এই শ্লোগান নিয়ে চতুর্থবারের মতো বিয়ে উৎসব অনুষ্ঠিত হয় ১৯ ও ২০ ডিসেম্বর “ সানসিল্ক-নকশা বিয়ে উৎসব ২০১৭ “ । রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনের এই উৎসবে বিয়ের পোশাক, গয়না, খাবার, সাজ, আলোকচিত্র, গাড়ি ও মঞ্চসজ্জা, দাওয়াতপত্র, কমিউনিটি সেন্টার, উপহার, গায়েহলুদ, হোটেল–রিসোর্ট, হানিমুনে বেড়ানো–সংশ্লিষ্ট দেশি প্রতিষ্ঠানের স্টল ছিল ।