“এখনতো চারিদিকে রুচির দুর্ভিক্ষ!
একটা স্বাধীন দেশে সুচিন্তা আর সুরুচির দুর্ভিক্ষ! 
এই দুর্ভিক্ষের কোন ছবি হয়না।” 
– শিল্পাচার্য জয়নুল আবেদিন
.
বাংলাদেশের লোকজ শিল্প ও কারুশিল্প হাজার বছরের ঐতিহ্যের বহনকারী, যা আমাদের সমাজের রুচি ও সৃজনশীলতার পরিচায়ক। স্বাধীন বাংলাদেশের সংস্কৃতিতে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্বেগের প্রেক্ষাপটে উপরে উদ্ধৃত কথাগুলি আমাদের শিকড়ের ঐতিহ্য রক্ষার আহ্বান জানায়। 
আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি আমাদের নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতি। বিদেশি রঙে রাঙানো জীবনের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্য—যেখান থেকে আসলে আমাদের শেকড়ের শুরু। অথচ এই মাটির গন্ধ, এই লোকজ শিল্পই আমাদের সত্যিকারের পরিচয়। এখনই সময় — হারিয়ে যাওয়ার আগেই আমাদের ঐতিহ্যকে চিনে নিই, ভালোবাসি, আর পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিই। 
বাংলার সংস্কৃতির প্রাণ নিহিত গ্রামীণ জীবনে। গ্রামবাংলার সরল মানুষ তাদের মনের রঙ আর হাতে গড়া নিপুণতায় তৈরি করেছে অসংখ্য হস্তশিল্প—যেগুলোর মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের শিল্পরস। দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা নকশি কাঁথা, জামদানি, পাটশিল্প, মৃৎশিল্পের মতো কালজয়ী সৃষ্টিগুলো কেবল শৌখিন পণ্যে সীমাবদ্ধ নয় বরং আমাদের জাতীয় পরিচয় ও সৃজনশীলতার প্রতীক। তাই বাংলাদেশের ঐতিহ্যময় হস্ত ও কারুশিল্পের এক মানচিত্র-ভিত্তিক ভিজ্যুয়াল হাবের মাধ্যমে আমরা আটটি বিভাগের লোকজ শিল্পের স্বতন্ত্র পরিচয়কে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। এই মানচিত্রভিত্তিক উদ্যোগে আমরা একসঙ্গে দেখতে পারবো বাংলাদেশের আটটি বিভাগের ঐতিহ্যময় হস্ত ও কারুশিল্প—যেগুলো মিলে তৈরি করেছে এক “সমৃদ্ধময় বাংলাদেশ।”
মানচিত্র ঘুরে দেখার আহ্বান
ঐতিহ্যময় হস্ত ও কারুশিল্প মানচিত্র
নিচের মানচিত্রে থাকলো বাংলাদেশের প্রতিটি বিভাগের ঐতিহ্যময় হস্ত ও কারুশিল্পের গল্প।
প্রতিটি বিভাগের নামে ক্লিক করলে খুলে যাবে তাদের নিজস্ব শিল্প ও ঐতিহ্যের পৃষ্ঠা—
যেখানে আছে সেই জেলার কারুশিল্পের ইতিহাস, কারিগরের গল্প, এবং ছবির মাধ্যমে এক সমৃদ্ধ সাংস্কৃতিক ভ্রমণ।
চলুন, একসাথে খুঁজে দেখি—আমাদের হারিয়ে যেতে বসা ঐতিহ্যের মানচিত্র।
Map of Bangladeshi Arts and Crafts
বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্প মানচিত্র

আপনার একটি ছোট্ট শেয়ার আমাদের দেশের শিল্প ও ঐতিহ্যের অমূল্য সম্পদকে
পৌঁছে দিতে পারে সারা দুনিয়ার কাছে।

 







