Bangladesh Fashion Archive কোনো সাধারণ ওয়েবসাইট নয়— এটা একটি চলমান গবেষণা প্রকল্প, যেখানে আমরা বাংলাদেশি কারুশিল্প, নকশা, ফ্যাশন ও সংস্কৃতির অজানা ইতিহাস ডিজিটালভাবে সংরক্ষণ করছি। আমরা তৈরি করেছি বাংলাদেশের প্রথম Art & Craft Heritage Map যেখানে প্রতিটি জেলার নিজস্ব শিল্প, কারুশিল্প, ঐতিহ্য চিহ্নিত করে দলিলভুক্ত করা হয়েছে—যা আগে কোথাও, কারো কাছে ছিল না। এটাই আমাদের গর্ব –
আমরা দেশকে তুলে ধরছি—
যেমনটা সে নিজেই—রঙে, নকশায় এবং গল্পে সমৃদ্ধ।
এই আর্কাইভ শুধু তথ্য নয়—এটা কারুশিল্পী মানুষের পরিশ্রম ও স্বপ্নের ইতিহাস।
তাদের কাজ যেন হারিয়ে না যায়—সেজন্যই আমরা কাজ করছি মাঠে, মানুষের কাছে, গ্রাম থেকে শহরে।
Become a Supporter of Heritage
“Your support is not a donation —
it’s a contribution to Bangladesh’s cultural memory.”