নকশা

জামদানি | মসলিন কাপড়ের উত্তরাধিকারী

ভোরবেলা সুতো প্রস্তুতের সবচেয়ে ভালো সময়। কেননা, এসময় বাতাসের আর্দ্রতা বেশি থাকে। এ কারণে দেশের অন্য কোথাও জামদানি তৈরি সম্ভব হয় না।

সানসিল্ক-নকশা বিয়ে উৎসব ২০১৭

বিয়ের বাজার দেশেই—এই শ্লোগান নিয়ে চতুর্থবারের মতো বিয়ে উৎসব অনুষ্ঠিত হয় ১৯ ও ২০ ডিসেম্বর “ সানসিল্ক-নকশা বিয়ে উৎসব ২০১৭ “ । রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দিনের এই উৎসবে বিয়ের পোশাক, গয়না, খাবার, সাজ, আলোকচিত্র, গাড়ি ও মঞ্চসজ্জা, দাওয়াতপত্র, কমিউনিটি সেন্টার, উপহার, গায়েহলুদ, হোটেল–রিসোর্ট, হানিমুনে বেড়ানো–সংশ্লিষ্ট দেশি প্রতিষ্ঠানের স্টল ছিল ।

জামদানি তাঁতে বসার দোয়া

এ কালের শ্রেষ্ঠ জামদানি ওস্তাদ হিসাবে স্বীকৃত হাজি কফিল উদ্দিন ভূঁইয়া ভাষ্যমতে, বালক বয়সে তাঁতে বসার আগে তিনি যে দোয়াটি পাঠ করতেন, তা হিন্দু দেবতা বিশ্বকর্মার উদ্দেশ্যে , দেবতা হিসাবে নয় বরং গুরু ধার্যে ।

জামদানি নকশার উৎস

কারও কারও মতে, জামদানির নকশায় ইরান, ইরাক ও তুর্কি কার্পেট ও লৌকিক নকশার ছাপ রয়েছে। কারও কারও মতে, জামদানির নকশা একান্তভাবে বাংলার তাঁতিদের সৃজনশীলতা পরিচায়ক। কারণ হিসেবে তাঁরা উল্লেখ করেন, জামদানির নকশায় রয়েছে বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, জীবজগৎ ও বৃক্ষলতাযুক্ত নকশার প্রাধান্য।

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!