রঙে যে রাঙিয়ে যায় সে হলো দাঁতরাঙা | INDIAN RHODODENDRON । গন্ধহীন এই ফুলের একমাত্র আকর্ষণ তার লালচে বেগুনী রঙ। সারা বছর ফুটলেও গ্রীষ্মে ও বর্ষায় ফুলের আধিক্য লক্ষণীয়। দাঁতরাঙার রয়েছে বেশ কিছু ভেষজ গুণ। আমাশয়, পেটপীড়া, বাত জ্বর, দাঁত ব্যথায় দাঁতরাঙা পাতার রস বেশ উপকারী।
রঙে যে রাঙিয়ে যায় সে হলো দাঁতরাঙা।

নাম: দাঁতরাঙা
অন্যান্য নাম: বেগমবাহার, ফুটকি, লুটকি, বনতেজপাতা
চাকমা নাম: মুওপিত্তিংগুলো
বৈজ্ঞানিক নাম: Melastoma malabathricum
ইংরেজি নাম: Indian Rhododendron
Color Palette of INDIAN RHODODENDRON | দাঁতরাঙা

Video Link : https://www.youtube.com/shorts/e9H8R5JZqdY
নজর কাড়া লালচে বেগুনী এই ফুলে পাঁচটি পাপড়ি থাকে। ফুলের কেন্দ্রে থাকে পাঁচটি হলদে ও পাঁচটি বেগুনী পুংকেশর।
দাঁতরাঙার ছোট ও গোলোকাকার ফল হয়। ফল দেখতে লাল রঙের হয়। পাকা ফল খেতে বেশ মিঠে, মুখে দিলেই দাঁত আর জিহ্বা রঙে রঙিন হয়ে ওঠে। এজন্যেই এই ফুলের নাম দাঁতরাঙা। অবশ্য আজকাল এই ফুলেই সাদা জাতও দেখা যায়।
তথ্যসূত্র:
১. আহমদ, নওয়াজেশ (২০০৯)। বাংলার বনফুল। প্রথম স্তবক। সাহিত্য প্রকাশ, ঢাকা।
২. বাপন, বিশ্বজিৎ ভট্টাচার্য (২০১৭)। বুনোফুল ‘দাঁতরাঙা’ কেউ বলে ‘লুটকি’। বাংলা নিউজ।
৩. কবির, হুমায়ূন (২০২১)। দাঁতরাঙা: পরিচিতি, বাংলাদেশে অবস্থান, ঔষধিগুণ। ব্যাঙাচি।
৪. সাদি, অনুপ (২০১৮)। দাঁতরাঙা বা ফুটকি: দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার পাহাড়ি ঔষধি ও আলংকারিক ফুল। রোদ্দুরে।
আরও পড়ুন