মুঘলদের রত্ন ভান্ডার চতুর্থ খন্ড

মুঘল সাম্রাজ্যের সূচনা হয় ১৫২৬ সালে প্রথম পানিপথ-এর যুদ্ধের মাধ্যমে। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। মুঘল শাসন ভারতবর্ষকে করেছিল মহীয়ান। ১৫২৬ সালে শুরু হয়ে ১৮৫৮ সালে সমাপ্ত সাড়ে তিন-শ বছরের সুদীর্ঘ শাসনকালে মুঘলরা ভারতবর্ষে এক গৌরবোজ্জ্বল আর্থ-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক ঐতিহ্যের সূচনা ঘটিয়েছিলেন। নির্মাণ করেছিলেন বিশ্বসেরা অসংখ্য স্থাপত্য। এমনকি খাদ্যেও সেই রাজকীয়তার ছাপ ছিলো সুস্পষ্ট। মুঘলদের স্থাপত্য শিল্পে যেমন রুচি, সৌন্দর্য, আভিজাত্যের পরিচয় পাওয়া যায় তেমনি তাদের সংগ্রহীত মুল্যবান পাথরের প্রতি ছিলো দৃঢ় সাংস্কৃতিক বিশ্বাস। এবং এসব মূল্যবান পাথর দিয়ে তৈরি গহনা কিংবা জিনিপত্রের নামডাক ছিলো বিশ্বজুড়ে।

মর্যাদার প্রতীক

তিমুরীরা, মুঘলদের পূর্বপুরুষরা, অসাধারণ মানের পাথরের উপর পদবী এবং নাম খোদাই করার প্রথা শুরু করেছিলেন এবং হীরক ও পান্নার পাশাপাশি বড় স্পিনেল বিডগুলিও তাদের প্রিয় ছিল। এই রত্নগুলি যেমন সাম্রাজ্যের ঐশ্বর্য এবং মর্যাদার প্রতীক ছিল, তেমনি সেগুলি সুরক্ষামূলক তাবিজ হিসেবেও মূল্যবান ছিল।

চতুর্থ খন্ড

তৃতীয় খন্ডে নান্দনিক সব মুঘল গহনা, যেমন ইমপেরিয়াল মুঘল স্পিনেল নেকলেস, তাজমহল হীরা কিংবা মুঘলদের মুদ্র প্রচলন সম্পর্কে বলা হয়েছে যা মর্যাদার প্রতীক ছিল। শেষ খন্ডে থাকবে গহনা ছাড়াও এসব রত্ন প্রতিদিনের ব্যবহৃত জিনিসপত্রে কিভাবে সংযুক্ত করে তাদের রুচি, সৌন্দর্য, আভিজাত্যের নিদর্শন রেখেছিলো।

Mughal carved emerald flask

পান্নার ফ্লাস্ক

একটি মুঘল খোদাই করা পান্নার ফ্লাস্ক সহ স্টপার যা আনুমানিক ১৮শ শতাব্দীর। ষড়ভুজাকার আকৃতির দেহ বিশিষ্ট এই পান্নার ফ্লাস্কটির প্রতিটি পৃষ্ঠে একটি ফুলের ডাঁটা খোদাই করা হয়েছে, স্টপারের উপরে আটটি শৈলীযুক্ত পাতা এবং একটি তারার নকশা খোদাই করা হয়েছে।

Emerald-ser gold box

এনগ্রেভড গয়নার বাক্স

এই বক্সটি ১৬৩৫ সালের দিকে তৈরী করা পান্নার গয়নার বাক্স। কলম্বিয়ান পান্নার উপর খোদাই করা এবং সোনার কুন্দনের উপর একটি চৌকো হীরা সেট করা যা পুরো বাক্সটি সোনার শীট দিয়ে মোড়ানো। এই চমৎকার সোনার বাক্সের পাশে এবং ঢাকনায় ১০৩টি পান্না দিয়ে সাজানো হয়েছে, এবং নকশাগুলো পুরোপুরি এলাইন এবং ফিট করা। এগুলোকে এমন অগভীর ভাবে খোদাই করা হয়েছে যাতে প্রতিটি পান্নার সীমানার মধ্যে সাইপ্রাস গাছগুলি দেখা যায়।

এগুলো ওষুধের (যার মধ্যে আফিম, একটি মুঘল প্যানাসিয়া) জন্য বা আরও মূল্যবান বস্তু যেমন অপরিশোধিত হীরা রাখার জন্য হতে পারে। গহনার বাক্সটির নকশায় ইউরোপীয় প্রভাবের ইঙ্গিত দেয়, যা সম্ভবত ১৭শ শতাব্দীর প্রথমার্ধে জাহাঙ্গীর এবং শাহজাহানের অধীনে ইউরোপীয় কারিগরদের দ্বারা তৈরি।

Mango-shaped scent bottle

রত্নের কৌটো

মুগঘলরা তাদের কৌটো তৈরীতেও রত্ন ব্যবহার করতো। চিত্রের এই কৌটোটি আমের আকারের, এই পাত্রটি তৈরি করা হয়েছে রক ক্রিস্টাল, সোনা এবং রুবি দিয়ে। মুঘল রাজবংশের রাজকুমারদের জেড এবং রক ক্রিস্টালের মতো মূল্যবান পাথরের প্রতি বিশেষ ভালোবাসা ছিল।

এবং তাদের শিল্পীরা এই উপকরণগুলি থেকে খোদাই করা বস্তু যেমন ছুরির হাতল, বাটি এবং আংটি তৈরিতে খুব উচ্চ মাত্রার দক্ষতা অর্জন করেছিলেন। উপকরণগুলিতে কাটা খাঁজগুলি পরে রত্নপাথর এবং সোনার খচিত হতে পারত। ছবি: দ্য ডেভিড কালেকশন।


আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা


Claude Martin’s Mughal Dagger

ছুরি

সে সময় মুঘলদের শিল্পীরা বিভিন্ন উপকরন যেমন ছুরির হাতল, বাটি, আংটি কিংবা আসবাবপত্র তৈরিতে খুব উচ্চ মাত্রার দক্ষতা অর্জন করেছিলেন। উপকরণগুলিতে খোদাই করে রত্নপাথর এবং সোনা খচিত করতে পারত। তেমনই হলো এই মুঘল ছুরি।

এই অসাধারণ মুঘল ছুরির হাতল রক ক্রিস্টাল দিয়ে তৈরি, সোনা দিয়ে খচিত এবং রুবি, পান্না এবং হীরক দিয়ে সাজানো। ছুরিটি পূর্বে ক্লড মার্টিনের মালিকানাধীন ছিল, যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম বিশিষ্ট কর্মকর্তা ছিলেন। তার পৃষ্ঠপোষকতায় মহান লখনভী শিল্পীরা, যেমন বাহাদুর সিং এবং মিহির চাঁদ, তাদের মুঘল প্রশিক্ষণকে ইউরোপীয় প্রথা এবং উপকরণের সাথে মিলিয়ে এই উদ্ভাবনী শিল্পকর্ম তৈরি করেছিলেন।

Dish, colorless glass, decorated with enamel and gilded

হীরা এবং এনামেল-এর বোল

এটি একটি পাত্র যা রঙহীন কাঁচ, এনামেল এবং সোনা দ্বারা তৈরী। এটি প্রায় ১৭০০ সালে তৈরি করা হয়। ডিশের ফুলগুলি ভিতরে স্বর্ণের বর্ডার করা এবং লাল এবং হলুদ এনামেল দিয়ে পূর্ণ করা। এটি মুঘলদের কাঁচ শিল্পের চমৎকার একটি নিদর্শন যা থ্রি ডাইমেনশনাল ইফেক্ট তৈরি করতে সক্ষম।

Huqqa (water pipe)

হুক্কা

এই হুক্কাটি (পানির পাইপ) এমারল্ড-সবুজ কাঁচ দিয়ে প্রস্তুত, যা স্বর্ণ এবং হলুদ এনামেল দিয়ে নকশা করা হয়েছিল। নকশা গুলো পপি এবং সিপ্রেসের সঙ্গে প্রাকৃতিক পাতা দিয়ে করা।

মুঘলদের আরো কিছু নিদর্শন

A rare Mughal gem-set gold spoon

মুঘল মূল্যবান একটি দুর্লভ মুক্তা খোদিত স্বর্ণ চামচ, যা ১৭শ-১৮শ শতাব্দীতে তৈরি করা হয়।

Turban ornament

টারবান অর্নামেন্ট (১৭০০-১৭৫০)

diamond-inset and enamelled bowl and stand.

হীড়া এবং এনামেল-এর বোল এবং স্ট্যান্ড

Crown of the Emperor Bahadur Shah II

বাহাদুর শাহ (শেষ মুঘল সম্রাট) এর মুকুট। ১৮৫০। স্বর্ণ, নীলমাণি, রুবি, হীরা, মুক্তা, পান্না দিয়ে বানানো।

Highly detailed plate.

১৭শ শতাব্দী, মুঘল ভারতের প্লেট-এর ডিটেইল। স্বর্ণ, কুন্দন, হীরা, রুবি, পান্না এবং এনামেল দিয়ে খদিত।

Mughal masterpiece. The necklace

ক্রিস্টাল এবং এমারেল্ড-এর নেকলেসটি একটি মুঘল মুক্তার মাস্টারপিস। নেকলেসটির পাঁচটি পেন্ডেন্ট, যা গোলকোন্ডা হীরা এবং এমারাল্ড দিয়ে তৈরি।

content writer

অনুলিখন : মোহাইমিনুল আল মাহীন

ছবি এবং তথ্যসূত্র: রীনা আহলুওয়ালিয়া ব্লগ থেকে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link