shades of color color school x bfa x fxyz

রঙের গল্প: পরিচিত রঙগুলোর অজানা নাম

প্রতিটি রঙেরই আছে অসংখ্য শেড, আর সেই শেডগুলোর নিজস্ব নাম— যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অথচ আমাদের অজানাই থেকে যায়।

স্যাফায়ার (Sapphire) shades of color color school x bfa x fxyz

Color ‍Story

প্রতিদিন চারপাশে তাকালেই চোখে পড়ে নানা রঙের খেলা। কিন্তু বেশিরভাগ মানুষের কাছে রঙ মানেই কেবল কিছু প্রাইমারি নাম— ‘নীল’, ‘সবুজ’, ‘লাল’ ইত্যাদি। অথচ প্রতিটি রঙেরই আছে অসংখ্য শেড, আর সেই শেডগুলোর নিজস্ব নাম— যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, অথচ আমাদের অজানাই থেকে যায়।
ভাবুন তো, আজ আপনি যে সাধারণ নীল পোশাকটি পরেছেন, কেউ যদি হঠাৎ বলে বসে— “এইটা তো Cobalt Blue!” বা “না না, এটা Turquoise!” — চমকে উঠবেনই, তাই না? স্বাভাবিক! কারণ তখন বুঝতে পারবেন, আপনার জামাটা শুধু ‘নীল’ নয়, বরং রঙের গভীরে লুকানো এক অনন্য ব্যঞ্জনা।
আর যদি কেউ বলে— “এই জামাটা আসলে Sapphire-এর নিখুঁত রূপ,” তখন মনে হবে যেন রঙের কোনো নীরব সুর বাজতে শুরু করেছে চারপাশে।

স্যাফায়ার (Sapphire)
স্যাফায়ার কেবল নীল নয়— এটি আকাশ আর সমুদ্রের যৌথ ফান্ড। এর মহিমা বোঝার জন্য একবার রাতের আকাশের দিকে তাকালেই যথেষ্ট।

কারণ আমাদের দৈনন্দিন জীবনে ‘রঙ’ বলতে সাধারণ কিছু শব্দই থাকে— নীল, লাল, সবুজ… তাই এসব রঙের সঙ্গে গোপন নতুন নাম শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক! এই নিবন্ধন আমাদের রঙের নতুন গল্পে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী পনেরো দিনে একে একে জানবো এই ১৫টি রঙের গল্প — মার্সালা, পেরিউইঙ্কল, সিয়েনা, স্যাফায়ার… প্রতিটি নামের আড়ালে লুকোনো থাকবে একটি মজার গল্প। চলুন শুরু করি –

মার্সালা (Marsala) shades of color color school x bfa x fxyz

মার্সালা (Marsala)

মার্সালা দেখতে মেরুনের মতো, তবে মেরুন না! এটাকে ভুলে মেরুন বললে রঙটা রেগে যেতে পারে।

বারগান্ডি (Burgundy)

বারগান্ডি হলো ওয়াইন গ্লাসের ফ্যাশন ভার্সন। এতে আপনি ক্লাসি লাগবেন, কিন্তু মদ্যপ লাগবে না।

বারগান্ডি (Burgundy) shades of color color school x bfa x fxyz
Crimson ক্রিমসন shades of color color school 2nd part x bfa x fxyz

ক্রিমসন (Crimson)

ক্রিমসন লাল, তবে নাটকীয়। এটি আপনার স্টাইলকে দেবে একটি সাহসী স্বতন্ত্রতা

 রুবি (Ruby)

রুবি লাল রঙের কুইন। এটা পরলে আপনি মনে করবেন, রাজবংশ থেকে নেমে আসছেন।

Ruby রুবি shades of color color school x bfa x fxyz
পেরিউইঙ্কল (Periwinkle) shades of color color school x bfa x fxyz

পেরিউইঙ্কল (Periwinkle)

পেরিউইঙ্কল হলো নীল আর বেগুনির ঠান্ডা ঝগড়া থেকে জন্ম নেওয়া শান্ত রঙ। একবার দেখলে ভুলা মুশকিল!

Lilac লিলাক shades of color color school x bfa x fxyz

লিলাক (Lilac)

লিলাক হলো সেই রঙ, যা ফুলের সুবাস মনে করায়। আপনি কচুরিপানা ফুল দেখেছেন তো! যদিও সুবাস নেই কিন্তু এ রঙ শাড়িতে হলে সবাই বলবে, ‘এতো সুন্দর রঙ!

ল্যাভেন্ডার Lavender shades of color color school 2nd part x bfa x fxyz

ল্যাভেন্ডার (Lavender)

ল্যাভেন্ডার হলো শান্তির ক্যানভাস। পরলে মনে হবে, বসন্তের ঘ্রাণ গায়ে মেখে বেরিয়েছেন।

Fuchsia ফিউশিয়া shades of color color school x bfa x fxyz

ফিউশিয়া (Fuchsia)

ফিউশিয়া: গোলাপি ও বেগুনির অপ্রত্যাশিত মিশ্রণ। দেখলে মনে হয়, রঙটা পার্টি করতে এসেছে।

এমারেল্ড Emerald shades of color color school 2nd part x bfa x fxyz

এমারেল্ড (Emerald)

এমারেল্ড সবুজের সেই সংস্করণ, যা মুঘলদের ভান্ডারে খুজে পাবেন।

Turquoise টারকোয়াইজ shades of color color school x bfa x fxyz

টারকোয়াইজ (Turquoise)

টারকোয়াইজ: নীল আর সবুজের রোমান্টিক সফর। পরলে মনে হবে, আপনি ছুটি কাটাতে সমুদ্রতীরে আছেন।

ফরেস্ট গ্রীন (Forest Green shades of color color school 2nd part x bfa x fxyz

ফরেস্ট গ্রীন (Lavender)

ফরেস্ট গ্রীন হলো প্রকৃতির গভীর ডাক। ডাকছে প্রকৃুত। বেড়িয়ে পড়ুন। আর যদি এই রঙ পরেন তবে তো আপনি অরন্যের রানি।

Olive ওলিভ shades of color color school x bfa x fxyz

ওলিভ (Olive)

ওলিভ সবুজ: দেখতে মনে হবে, আপনি স্যালাড থেকে রঙ নিয়ে পরেছেন। কিন্তু ফ্যাশনে এটা হিট!



বেইজ Beige shades of color color school 2nd part x bfa x fxyz

বেইজ (Beige)

বেইজ হলো সহজ-সরল স্টাইল। পরলে মনে হবে, ‘সোবার অ্যান্ড ক্লাসি’ আপনার দ্বিতীয় নাম।

স্যান্ড (Sand) shades of color color school 2nd part x bfa x fxyz

স্যান্ড (Sand)

স্যান্ড রঙ মানে বালুকাবেলার স্পর্শ। পরলে মনে হবে, শহরেও সমুদ্র এসে ধরা দিল।

Amber অ্যাম্বার shades of color color school x bfa x fxyz

অ্যাম্বার (Amber)

ছোট বেলায় ভিটামিন ক্যাপসুল এর কথা মনে আছে? সে যাই হোক, অ্যাম্বার হলো সূর্যের শেষ আলো। দেখলে মনে হবে, আপনার জামায় সূর্যাস্ত বসেছে।

পীচ (Peach) shades of color color school 2nd part x bfa x fxyz

পীচ (Peach)

পীচ রঙ মানে হলকা-গরম অনুভূতি। এই রঙ পরলে মনে হবে, হাসিটা আজ আরও উজ্জ্বল।

পিউটার (Pewter)

পিউটার ধূসর রঙের জটিল আত্মীয়। যদি ‘স্যাড বাট ক্লাসি’ হতে চান, তবে এই রঙটা আপনার জন্য।

পিউটার (Pewter) shades of color color school x bfa x fxyz
চারকোল (Charcoal) shades of color color school x bfa x fxyz

চারকোল (Charcoal)

চারকোল হলো কালোর স্টাইলিশ কাজিন। যদি কালো খুব সিরিয়াস মনে হয়, তবে এটা ট্রাই করুন।

২০২৫/২৬ কালার ফোরকাস্টিং- ফ্যাশনের রঙিন ক্যানভাস

২০২৫/২০২৬ সালের ফ্যাশন কালার ফোরকাস্টিং সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রতিবারের মতো এবারও বিভিন্ন ব্র্যান্ড, ডিজাইনার, এবং ট্রেন্ড প্রতিষ্ঠানগুলো গ্লোবাল পরিস্থিতি, সামাজিক পরিবর্তন, এবং প্রাকৃতিক উপাদানগুলোর ওপর নির্ভর করে সম্ভাব্য রঙের প্যালেট তৈরি করেছে। কালার ফোরকাস্টিং এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান যেমন Pantone Color Institute, WGSN, Color Marketing Group ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা গবেষণা করে বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা রঙের প্যালেট প্রস্তুত করে। উদাহরণস্বরূপ, Pantone এবং WGSN, প্রতি বছর তাদের “কালার অফ দ্য ইয়ার” ঘোষণা করে, যা ফ্যাশন এবং অন্যান্য শিল্পে প্রবল প্রভাব ফেলে।

বিস্তারিত লিংকে-

রঙের গল্পে থাকলো আরো কিছু পরিচিত রঙগুলোর অজানা নাম

01

সিলভার লাইনিং (Silver

সিলভার মানে শুধু ধাতু নয়; এটা সেই রঙ, যেটা আপনার সাজে মুনলাইট যোগ করবে।

02

নেভি ব্লু (Navy Blue)

নেভি ব্লু: এর মহিমা বলার জন্য আপনার কোনো শব্দ লাগবে না। একবার পরলেই বুঝবেন।

03

ম্যাজেন্টা (Magenta)

ম্যাজেন্টা রঙ পরলে মনে হবে, গোলাপি রঙ একটু বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে।

04

লেমন ইয়েলো (Lemon Yellow)

লেমন ইয়েলো: রোদ্দুরের মতো সতেজ। পরলে মনে হবে, আপনি হাঁটছেন এক ঝলক আলো নিয়ে।

05

কপার (Copper)

কপার রঙ হলো ধাতব উষ্ণতা। এই রঙ আপনার স্টাইলকে দেবে সোনালি স্নিগ্ধতা।

06

মস্তার্ড (Mustard)

মস্তার্ড রঙ মানে সাহসী আর উজ্জ্বল। এই রঙ পরলে আপনি হয়ে উঠবেন সবার কেন্দ্রবিন্দু।

01

ডাস্টি ব্লু (Dusty Blue)

ডাস্টি ব্লু হলো আকাশের পুরনো দিনগুলো। এর মাধুর্য একবার দেখলে মিস করা কঠিন।

02

রোজ গোল্ড (Rose Gold)

রোজ গোল্ড: গোলাপি আর সোনার রোমান্টিক সংমিশ্রণ। এই রঙের জন্য বিশেষ দিনও লাগে না!

03

মাভ (Mauve)

মাভ হলো বেগুনির মিষ্টি সংস্করণ। এই রঙ আপনার স্টাইলকে দেবে আরাম আর আভিজাত্যের ছোঁয়া।

September 6, 2025
jute industry-jute handicraft of Bangladesh-পাটশিল্পের পুনর্জাগরণ-পাট কারুশিল্প- x bfa x fxyz

পাটশিল্পের পুনর্জাগরণ: গ্রামীণ কারুশিল্প থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডিং

fayze hassan
পাটশিল্প এখন শুধু অতীতের ঐতিহ্য নয়; বরং ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন ক্যানভাস—যেখানে ঐতিহ্য, উদ্ভাবন আর টেকসই…
September 6, 2025
August 31, 2025
Jute industry of Bangladesh বাংলাদেশের পাটশিল্প x bfa x fxyz V2

বাংলাদেশের পাটশিল্প: ঐতিহ্য, বর্তমান অবস্থা ও সোনালি আঁশের ভবিষ্যৎ সম্ভাবনা

bdfashion archive
‘সোনালি আঁশের সোনার দেশ/পাট পণ্যের বাংলাদেশ’ -এ স্লোগানে ২০১৭ সালে দেশে প্রথমবারের মতো পালিত হয়…
August 31, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!