শিউলি ফুল Night Blooming Jasmine Shiuli flower

Tree of Sadness / Tree of Sorrow

শিউলি ফুল | Night Blooming Jasmine

শিউলি ফুল শুভ্রতা ও শুদ্ধতার প্রতীক। কখনো কখনো বলা হয় দুঃখের বৃক্ষ / কিংবা বিষন্ন গাছ

শিউলি ফুলের প্রসঙ্গ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
তার অনুভূতি তুলে ধরেন।

“শিউলি ফুলের মালা দোলে শারদ রাতের বুকে ঐ।
এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই…।”


শিউলি ফুল শুভ্রতা ও শুদ্ধতার প্রতীক। শিউলি মূলত শরতেরই ফুল। তবে শিউলির শোভা ও সৌরভ হেমন্ত এবং শীতেও কিছুটা থাকে। এই ফুলকে আমাদের দেশে অনেকে শেফালি নামেও চিনে থাকে। বিভিন্ন দেশে এই ফুলের নামে আছে ভিন্নতা। কখনো কখনো বলা হয় দুঃখের বৃক্ষ / tree of sorrow কিংবা বিষন্ন গাছ /  tree of sadness। এটা মুলত আসছে শিউলি ফুলের বৈজ্ঞানিক নাম থেকে। শিউলি ফুল (বৈজ্ঞানিক নাম: Nyctanthes arbor-tristis)  লাতিন ‘Nyctanthes’-এর অর্থ হচ্ছে ‘সন্ধ্যায় ফোটা’ এবং ‘arbor-tristis’-এর মানে হচ্ছে ‘বিষন্ন গাছ’। বলা হয় এই ফুল সন্ধ্যায় ফোটে আর সকালের দিকে ঝরে যায় বলেই এমন নামকরন। এই ফুলকে কোরাল জেসমিন নামেও ডাকা হয়।  

শিউলি ফুল | NIGHT BLOOMING JASMINE

Mythology of Shiuli flower

শিউলি ফুল নিয়ে পৌরাণিক কাহিনী

হিন্দু পৌরাণিক কাহিনীতে অনেক বার এসেছে শিউলি ফুল বা পারিজাত এর কথা। শিউলির আরেক নাম পারিজাত! কৃষ্ণের দুই স্ত্রী- সত্যভামা ও রুক্মিণীর খুব ইচ্ছে তাদের বাগানও শিউলির ঘ্রাণে আমোদিত হোক। কিন্তু শিউলি তো স্বর্গের শোভা!

কৃষ্ণ স্ত্রীদের খুশি করতে চান। তাই লুকিয়ে স্বর্গের শিউলির বৃক্ষ থেকে একটি ডাল ভেঙ্গে এনে সত্যভামার বাগানে রোপণ করেন, যার ফুল রুক্মিণীর বাগানেও ঝরে পরে সুগন্ধ ছড়ায়। এদিকে স্বর্গের রাজা ইন্দ্র তো ঘটনাটা জেনে খুব রেগে যান! তিনি বিষ্ণু অবতারের উপর গোপনে ক্রুদ্ধ ছিলেন। এই কারণে তিনি কৃষ্ণকে শাপ দেন কৃষ্ণের বাগানের পারিজাত বৃক্ষ ফুল দেবে ঠিকই কিন্তু ফল কোনদিন আসবে না, তার বীজে কখনও নতুন প্রাণের সঞ্চার হবে না।

হিন্দু দেবতার পূজোয় একমাত্র শিউলিই এমন ফুল যেটি মাটিতে ঝড়ে পরলেও তাকে দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে।

Different names of Shiuli flower

শিউলি ফুলের প্রচলিত নাম
.

Night-flowering Jasmine (নাইট ফ্লাওয়ার জেসমিন)
Harsingar (হারসিঙ্গার)
কোরাল জেসমিন
পারিজাত
শেফালিকা
রাগাপুস্পি
প্রজক্তা
গঙ্গা শিউলি
পারিজাথক
সীতামাঞ্জারি
নালাকুমকুমাকা
খারাপাত্রাকা



The structure of the plant

শিউলি গাছের গঠন
.

এই গাছের কাণ্ড নরম ধূসর বাকল দ্বারা বেষ্টিত থাকে এবং এই গাছ সর্বাধিক ১০ মিটারের মতো লম্বা হতে পারে। শিউলি গাছের পাতা ৬-৭ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে ও সমান্তরাল প্রান্তের বিপরীতমুখী থাকে। সুগন্ধি এই ফুলে থাকে পাঁচ থেকে সাতটি সাদা বৃত্তি ও মাঝে লালচে-কমলা টিউবের মত বৃন্ত। ফুল গুলো এক থোকায় বা ক্লাস্টারে ফুটে ওঠে। এটি দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব থাইল্যান্ড থেকে বাংলাদেশ, ভারত, উত্তরে নেপাল ও পাকিস্তান পর্যন্ত এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়।

Herbal properties of Shiuli flowers

শিউলি ফুলের নানা রকম ঔষধি গুণ
.

১. খুসখুসে কাশি সারাতে শিউলি ফুলের পাতা ও ফুল পিষে রস বের মধুর সঙ্গে মিশিয়ে পান করলে শুষ্ক কাশি থেকে দ্রুত মুক্তি পাওয়া যাবে।

২. শিউলি ফুলে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটারি গুণ। যা ব্রণের সমস্যা সমাধানে দারুণ কাজ করে।

৩. দীর্ঘস্থায়ী জ্বর কমাতে শিউলির চা পান করার পরামর্শ দেন চিকিৎসকরা।

৪. মাথার চুল বৃদ্ধিতে শিউলি ফুলের পাতা নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে তেল হিসেবে ব্যাবহার করলে উপকার পাওয়া যাবে। এ তেল সংরক্ষন করে ব্যাবহার করতে পারবেন।

৫. শরীরের ব্যথা ও ফোলাভাব সারাতে শিউলি ফুলের পাতা পানিতে ফুটিয়ে চায়ের মতো পান করলে শরীরের যে কোনো ধরনের ব্যথা ও ফোলাভাব কমে যায়।

৬. মাথার খুসকি দূর করতে শিউলি-বীজ উপকারী

শিউলি ফুল Night Blooming Jasmine x bfa x fxyz (1)


তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

উইকিপিডিয়া


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!