শিমুল ফুল | COTTON TREE FLOWER

COTTON TREE FLOWER COLOR PALETTE

শিমুল ফুল | COTTON TREE Flower

শিমুল ফুল: প্রকৃতির রক্তরাঙা সৌন্দর্য

ফাগুনের আগুন মানেই যেন শিমুল ফুল। ডালে ডালে লাল রঙের আগুন ছড়িয়ে শিমুল গাছ যখন দাঁড়ায়, তখন বোঝা যায়—বসন্ত এসে গেছে। নিঃসঙ্গ পথের ধারে, গ্রামের মাঠে, কিংবা শহরের কোণে শিমুলের গাছ তার অনন্য সৌন্দর্য নিয়ে সবাইকে মুগ্ধ করে। এই ফুল শুধু প্রকৃতির অলংকার নয়, বাংলার সংস্কৃতি আর সাহিত্যেরও এক অবিচ্ছেদ্য অংশ। যুগে যুগে শিমুল নিয়ে গান, গল্প, আর কবিতা লিখেছেন প্রায় সব সাহিত্যিকই।

রক্ত শিমুল তপ্ত পলাশ দিল ডাক, সুনীল ভোরে’

কিংবা ‘ও শিমুল বন দাও রাঙ্গীয়ে মন’

COTTON TREE FLOWER

শিমুল ফুল এবং বসন্তের আগমনী

শীতের শেষের দিকে শিমুল গাছটা একটু অন্যরকম হয়ে যায়। পাতাগুলো ঝরে পড়ে, গাছটা খালি হয়ে দাঁড়িয়ে থাকে—যেন একটা শান্ত প্রতীক্ষা। কিন্তু এই খালি থাকা বেশিদিনের জন্য নয়। শীতের মাসগুলোতে জমানো সব শক্তি দিয়ে শিমুল গাছ তৈরি হয় তার বড় আয়োজনের জন্য। আর তখনই শুরু হয় তার বিখ্যাত লাল ফুলের আগমন—যেন প্রকৃতির রেড কার্পেটে এক ফ্যাশন শো।

বসন্তের প্রথম হাওয়া লাগতেই শিমুল গাছের শাখায় শাখায় ফুটে ওঠে লাল ফুল। এই ফুলগুলো আগে কুঁড়ি হয়ে থাকে, যেন লাল লিপস্টিকের মতো গোপনে সেজে ওঠে। তারপর একদিন হঠাৎ ফুটে উঠে বড় বড় লাল ঘণ্টার মতো ফুল। গাছের ডালে ঝুলে থাকা এই ফুলগুলো দেখে মনে হয়, যেন তারা রেড কার্পেটে এসে দাঁড়িয়েছে। প্রতিটি ফুল নিজের ভঙ্গিতে সৌন্দর্য দেখায়, বাতাসে দুলে দুলে এক অপূর্ব দৃশ্য তৈরি করে।

শিমুলের এই লাল ফুলগুলো শুধু ফুল নয়, যেন প্রকৃতির একেকটা তারকা। শীতের শেষে যখন সবকিছু ফিকে লাগে, শিমুল গাছ তখন তার পুরো জমানো এনার্জি দিয়ে সেজে ওঠে। লাল রঙের এই ফুলগুলো মনে করিয়ে দেয় একটা ফ্যাশন শো-এর কথা, যেখানে প্রতিটি ফুল নিজের সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করে। ঘণ্টার মতো বড় ফুলগুলো যখন ডালে ঝোলে, তখন মনে হয়—প্রকৃতি যেন শিমুলকে দিয়ে তার সেরা সাজটি দেখাচ্ছে।

এই ফুলগুলোর রূপে কেমন যেন একটা জাদু আছে। লাল লিপস্টিকের মতো কুঁড়ি থেকে ফোটা বড় ফুলগুলো দেখে মন ভরে যায়। শাখায় শাখায় ঝুলে থাকা এই লাল ঘণ্টাগুলো বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতিকে জীবন্ত করে তোলে। শিমুল গাছ যেন বলে, “শীতের শেষে আমিই বসন্তের প্রথম তারকা।” আর সত্যিই, এই লাল ফুলের রেড কার্পেট ছাড়া বসন্তের গল্পটা অসম্পূর্ণ থেকে যেত।


শিমুল ফুল ঘণ্টাকৃতির, মোট পাঁচটি পাঁপড়ি থাকে। পাঁপড়ি ঘন, সুসজ্জিত। পাঁপড়ি বেশ পুরু। অতিরিক্ত পুরুত্বের কারণে শিমুল ফুলের ওজনও অনেক বেশি। একেকটার ওজন ৩০-৫০ গ্রাম, ব্যাস ৫-৭ ইঞ্চি।  এর পুংকেশের অনেক থাকে। এর স্ত্রীকেশর পুংকেশর অপেক্ষা লম্বায় বড় হয়।  ফল মোচাকৃতি।

শিমুল ফুলের একটা মজার ব্যাপার হলো, এর কোনো গন্ধ নেই। অন্য ফুলেরা যখন সুগন্ধ ছড়িয়ে প্রজাপতি আর মৌমাছিদের লাইন ধরায়, শিমুল ফুল তখন শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। কোকিলের কুহুতান আর মৌমাছির গুঞ্জনের মাঝে শিমুল ফুল তার রূপ দিয়ে সবাইকে মুগ্ধ করে। সাহিত্যিকরা বলে, “গন্ধ না থাকলেও শিমুলের লাল রং হৃদয়ে গন্ধ ছড়ায়।” বেশ রোমান্টিক, তাই না?

the color scheme of cotton tree flower

শিমুল ফুলের রঙ বিন্যাস

প্রচলিত নামঃ শিমুল গাছ, তুলাগাছ
ইউনানী নামঃ সেম্ভল
আয়ুর্বেদিক নামঃ শিমুল, শেম্ভল
ইংরেজি নামঃ Cotton tree, Red silkcotton tree
বৈজ্ঞানিক নামঃ Bombax ceiba Linn
পরিবারঃ Bombacaceae
প্রাপ্তিস্থানঃ শিমুল মূল বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায়

color-palette-by-shimul
simul-color-swatch-name

শিমুল গাছের পাঁচটি প্রজাতি :
রেশমি শিমুল (Bombax buonopozense) 
লাল শিমুল (Bombax ceiba) 
কাপোক শিমুল (Bombax costatum) 
পাহাড়ি শিমুল (Bombax insigne)
মোজাম্বিক শিমুল (Bombax mossambicense)

শিমুল ফুলের স্থিরচিত্র

শিমুল ফুল | COTTON TREE FLOWER

Photo credit: Bipul Hossain
copyright 2020
please don’t use those images on websites, blogs or other media without my explicit permission.
Graphic: FXYZ
powered by bangladesh fashion archive | BFA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!