শিমুল ফুল: প্রকৃতির রক্তরাঙা সৌন্দর্য
ফাগুনের আগুন মানেই যেন শিমুল ফুল। ডালে ডালে লাল রঙের আগুন ছড়িয়ে শিমুল গাছ যখন দাঁড়ায়, তখন বোঝা যায়—বসন্ত এসে গেছে। নিঃসঙ্গ পথের ধারে, গ্রামের মাঠে, কিংবা শহরের কোণে শিমুলের গাছ তার অনন্য সৌন্দর্য নিয়ে সবাইকে মুগ্ধ করে। এই ফুল শুধু প্রকৃতির অলংকার নয়, বাংলার সংস্কৃতি আর সাহিত্যেরও এক অবিচ্ছেদ্য অংশ। যুগে যুগে শিমুল নিয়ে গান, গল্প, আর কবিতা লিখেছেন প্রায় সব সাহিত্যিকই।
রক্ত শিমুল তপ্ত পলাশ দিল ডাক, সুনীল ভোরে’
কিংবা ‘ও শিমুল বন দাও রাঙ্গীয়ে মন’
শিমুল ফুল ঘণ্টাকৃতির, মোট পাঁচটি পাঁপড়ি থাকে। পাঁপড়ি ঘন, সুসজ্জিত। পাঁপড়ি বেশ পুরু। অতিরিক্ত পুরুত্বের কারণে শিমুল ফুলের ওজনও অনেক বেশি। একেকটার ওজন ৩০-৫০ গ্রাম, ব্যাস ৫-৭ ইঞ্চি। এর পুংকেশের অনেক থাকে। এর স্ত্রীকেশর পুংকেশর অপেক্ষা লম্বায় বড় হয়। ফল মোচাকৃতি।
শিমুল ফুলের একটা মজার ব্যাপার হলো, এর কোনো গন্ধ নেই। অন্য ফুলেরা যখন সুগন্ধ ছড়িয়ে প্রজাপতি আর মৌমাছিদের লাইন ধরায়, শিমুল ফুল তখন শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। কোকিলের কুহুতান আর মৌমাছির গুঞ্জনের মাঝে শিমুল ফুল তার রূপ দিয়ে সবাইকে মুগ্ধ করে। সাহিত্যিকরা বলে, “গন্ধ না থাকলেও শিমুলের লাল রং হৃদয়ে গন্ধ ছড়ায়।” বেশ রোমান্টিক, তাই না?
গ্রামবাংলার পথে-প্রান্তরে শিমুল আর পলাশ গাছের লাল-সোনালি পাপড়ি প্রকৃতিকে সজীব ও প্রাণবন্ত করে তোলে। শিমুল গাছ মুলত সোজা, লম্বা কাণ্ড আর নরম শাখা-প্রশাখা। গাছের বয়স ১৫-২০ বছর পার হলে এর কাঁটা গোড়ার অংশ আস্তে আস্তে হারিয়ে যায়। বসন্তের পর চৈত্রে শিমুলের ফল আসে, আর বৈশাখে সেই ফল শুকিয়ে ফেটে তুলা বেরোয়। এই শিমুল তুলা গদি-বালিশ বানাতে কাজে লাগে। গাছের ছাল আর পাতা গরু-ছাগলের খাবার। এমনকি শিমুলের বীজ বাতাসে ভেসে দূরে গিয়ে নতুন গাছের জন্ম দেয়। এই গাছটা যেন প্রকৃতির এক নিঃশব্দ কর্মী, যে নিজে থেকেই বেড়ে ওঠে আর সবাইকে কিছু না কিছু দেয়। তবে একটা সময় ছিল, যখন গ্রামের প্রতিটি পথে, বাড়ির পাশে শিমুল গাছ দেখা যেত। রাস্তার ধারে, পতিত জমিতে এই গাছ ছিল সবার চেনা। কিন্তু এখন নগরায়ন আর বন কাটার ফলে শিমুল কমে গেছে। শহরে এখন আর তেমন দেখা যায় না,
শিমুল ফুলের স্থিরচিত্র






কামিনী ফুল: শুদ্ধতার প্রতীক, নস্টালজিয়ার অনুভূতি
fayze hassan
গ্রীষ্মের ফুলেরা | Summer Flowers of Bangladesh
Jahid hassan
জারুল ফুল | বলা হয় বাংলার চেরি
fayze hassan
শিউলি ফুল | Night Blooming Jasmine
bdfashion archive
দাঁতরাঙা। INDIAN RHODODENDRON
Sauraneel Patowary SwaponSource : Internet & https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2_%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2
Photo credit: Bipul Hossain
copyright 2020
please don’t use those images on websites, blogs or other media without my explicit permission.
Graphic: FXYZ
powered by bangladesh fashion archive | BFA