Jamtolar rosogolla সাদেক গোল্লা jessor x bfa x fxyz

অপারগতা থেকে উদ্ভাবন: সাদেক গোল্লার সাফল্যের রসায়ন”

কুমিল্লা থেকে আসা এক ব্যক্তি তাকে পরামর্শ দেন দুধ রেখে দিতে এবং সেই ব্যক্তি আরও বললেন যে তিনি রাতে মিষ্টি তৈরি করে দেবেন।

সাদেক গোল্লা

Jamtolar
rosogolla

যশোর জেলার শার্শা উপজেলার জামতলা বাজারের এক কোণে, ১৯৫৫ সালে শেখ সাদেক আলী তার চায়ের দোকানে নতুন এক মিষ্টির জন্ম দিয়েছিলেন। সেই মিষ্টি আজ ‘সাদেক গোল্লা’ নামে পরিচিত, যা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত। উৎপত্তিস্থলের নামে জামতলার মিষ্টি নামেও পরিচিত। এটি ছানা দিয়ে তৈরি গোলাকৃতির একটি মিষ্টি যা ঘন চিনির রসে ডুবানো থাকে। এটি দেখতে কিছুটা লালচে বা বাদামী রংয়ের হয়ে থাকে। সাদেক আলী নামক জনৈক ব্যক্তি এই মিষ্টি তৈরি করেন বলে এটি সাদেক গোল্লা নামেও পরিচিত।

জামতলার মিষ্টির ইতিহাস

সাদেক আলীর চায়ের দোকানে প্রতিদিন গোয়ালারা তাজা গরুর দুধ সরবরাহ করতেন। একদিন দুধের পরিমাণ বেশি হওয়ায় সাদেক আলী দুধ কিনতে অপারগতা প্রকাশ করেন। সেই সময় কুমিল্লা থেকে আসা এক ব্যক্তি তাকে পরামর্শ দেন দুধ রেখে দিতে এবং কুমিল্লার সেই ব্যক্তি আরও বললেন যে তিনি রাতে মিষ্টি তৈরি করে দেবেন। সেই দুধ দিয়ে মিষ্টি তৈরি শুরু হয়। কুমিল্লার সেই ব্যক্তির শিখিয়ে দেওয়া পদ্ধতিতে সাদেক আলী মিষ্টি তৈরি শুরু করেন। সেই দুধ থেকেই প্রথম সাদেক গোল্লার সৃষ্টি।

জামতলার রসগোল্লা প্রস্তুত প্রণালী

সাদেক গোল্লার বিশেষত্ব এর স্বাদে। স্থানীয়ভাবে সংগৃহীত দেশি গরুর দুধ, উন্নতমানের চিনি এবং নির্দিষ্ট কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির চুলায় এই মিষ্টি তৈরি করা হয়। জ্বালানী হিসেবে তেঁতুল কাঠ বা বাবলা কাঠ কিংবা বেলকাঠের ব্যবহার যার কারণে জামতলায় তৈরি এই রসগোল্লার স্বাদে স্বাতন্ত্র্য এসেছে। কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার না করায় এর স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ণ থাকে।



Sadek
Mistanno
Vander

জামতলা বাজারের বটতলায় সাদেক আলীর প্রতিষ্ঠিত আদি ‘সাদেক মিষ্টান্ন ভাণ্ডার’ এখনো সাদেক গোল্লার ঐতিহ্য বহন করে চলেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এখান থেকেই জামতলার মিষ্টি সরবরাহ করা হয়। বিয়ে, জন্মদিনসহ বিশেষ অনুষ্ঠানে সাদেক গোল্লা পরিবেশন করা হয়ে থাকে।

সাদেক গোল্লার জনপ্রিয়তা এতটাই যে, ঢাকায় বসেও এই মিষ্টি হোম ডেলিভারির মাধ্যমে পাওয়া যায়। বিননি ফুড, সাতক্ষীরা শপসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই মিষ্টি অর্ডার করা যায়।


তথ্যসূত্র:

SatkhiraShop

Binni Food

TBS News



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!