জামতলার মিষ্টির ইতিহাস
সাদেক আলীর চায়ের দোকানে প্রতিদিন গোয়ালারা তাজা গরুর দুধ সরবরাহ করতেন। একদিন দুধের পরিমাণ বেশি হওয়ায় সাদেক আলী দুধ কিনতে অপারগতা প্রকাশ করেন। সেই সময় কুমিল্লা থেকে আসা এক ব্যক্তি তাকে পরামর্শ দেন দুধ রেখে দিতে এবং কুমিল্লার সেই ব্যক্তি আরও বললেন যে তিনি রাতে মিষ্টি তৈরি করে দেবেন। সেই দুধ দিয়ে মিষ্টি তৈরি শুরু হয়। কুমিল্লার সেই ব্যক্তির শিখিয়ে দেওয়া পদ্ধতিতে সাদেক আলী মিষ্টি তৈরি শুরু করেন। সেই দুধ থেকেই প্রথম সাদেক গোল্লার সৃষ্টি।
ধীরে ধীরে অনন্য স্বাদের এই মিষ্টি আশেপাশের এলাকায় সুনাম অর্জন করা শুরু হয়। সেই সময় সাদেক আলী চা দোকানদার থেকে পুরোদমে মিষ্টির কারিগর হয়ে ওঠেন এবং সাদেক মিষ্টান্ন ভাণ্ডার নামে দোকান ও কারখানা স্থাপন করেন।
সাদেক আলীর এই মিষ্টির স্বাদ ও গুণাগুণের জন্য এর খ্যাতি ছড়াতে সাদেক গোল্লা নামে। পরবর্তীতে এটি এর উৎপত্তিস্থলের নামে জামতলার মিষ্টি হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করতে থাকে
সাদেক আলী নিজ হাতে মিষ্টি তৈরি করে এর সুনাম অক্ষুণ্ণ রেখেছিলেন। তার মৃত্যুর পর তার ছয় ছেলে আনোয়ার হোসেন, আলমগীর, শাহিনুর, শাহজাহান, জাহাঙ্গীর ও নূরুজ্জামান ব্যবসায়ের হাল ধরেন। জামতলায় এখন সাদেক গোল্লার তিনটি দোকান রয়েছে। আর একটি রয়েছে যশোরের নাভারন বাজারের সাতক্ষীরা বাসস্ট্যান্ড এলাকায়।
জামতলার রসগোল্লা প্রস্তুত প্রণালী
সাদেক গোল্লার বিশেষত্ব এর স্বাদে। স্থানীয়ভাবে সংগৃহীত দেশি গরুর দুধ, উন্নতমানের চিনি এবং নির্দিষ্ট কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির চুলায় এই মিষ্টি তৈরি করা হয়। জ্বালানী হিসেবে তেঁতুল কাঠ বা বাবলা কাঠ কিংবা বেলকাঠের ব্যবহার যার কারণে জামতলায় তৈরি এই রসগোল্লার স্বাদে স্বাতন্ত্র্য এসেছে। কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার না করায় এর স্বাদ ও গুণগত মান অক্ষুণ্ণ থাকে।
সাদেক গোল্লা তিন আকারে চার প্রকার প্যাকেটে সরবরাহ করা হয়। পলিথিনের প্যাকেটে পাঁচ টাকা দামের ২০টি, ১০ টাকা দামের ১০টি, ২০ টাকা দামের ৫টি এবং সাদা রঙের ১২ টাকা দামের ১০টি করে মিষ্টি বিক্রি করা হয়।
তথ্যসূত্র:
SatkhiraShop
Binni Food
TBS News

তেহারী ঘর: এক প্লেট নস্টালজিয়া
fayze hassanতেহারী ঘর: ঐতিহ্যের স্বাদে একটি অনন্য অভিজ্ঞতা যদি কখনো সোবহানবাগের পথে যান, তেহারী ঘরে একবার…

রান্নার বৈচিত্র্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের গল্প
rajon ahmed
অপারগতা থেকে উদ্ভাবন: সাদেক গোল্লার সাফল্যের রসায়ন”
fayze hassan
রাজশাহীর কালাই রুটি: ঐতিহ্যের স্বাদে ভরপুর
fayze hassan
কুমিল্লার রসমালাই | Cumillar Roshmalai
fayze hassan