ধ্রুব এষ Dhruba Esh

Bangladeshi cover artist and writer

একজন ধ্রুব এষ | Dhruba Esh

শুধু প্রচ্ছদ অঙ্কন নয়, তিনি কবিতা ও গল্প লিখে থাকেন। ১৯৯০-এর পর থেকে তিনি হুমায়ূন আহমেদের অধিকাংশ গল্প-গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেছেন। ধ্রুব এষ ১৯৮৯ সালে ঢাকা চারুকলায়  দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায়

ধ্রুব এষ

Dhruba Esh

নব্বইয়ের দশকে যখন ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের বইয়ের সাথে পরিচিত হতে শুরু করি, তখন আরেকটি নামের সাথেও পরিচয় হয়—ধ্রুব এষ। সেই সময়ে শিল্পীর নিজস্বতা বা আইডেনটিটির গভীরতা বুঝতাম না, কিন্তু হুমায়ূন আহমেদের বই কেনার সময় নিজের সাথে একটা ছোট্ট বাজি ধরতাম—প্রচ্ছদটি নিশ্চয়ই ধ্রুব এষের হবে। এবং প্রায়ই সেই বাজিতে জিততাম।

একসময় এমন হলো যে, বই হাতে পাওয়ার পর প্রথমেই প্রচ্ছদ শিল্পীর নামটা খুঁজে পড়তাম। সেই সময় আরেকটি নামের সাথে পরিচয় ঘটে—প্রচ্ছদ শিল্পী সব্যসাচী হাজরা। তাদের শৈল্পিকতা দেখে ছোটবেলায় মুগ্ধতার সাথে এক ধরনের আফসোস কাজ করত। ভাবতাম, কেন আমি এতো সুন্দর করে ভাবতে পারি না?

সেই আফসোস হয়তো কোনোদিন ঘুচবে না, কিন্তু আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ কিছু সময়ের জন্য হলেও এই দুই শিল্পীর সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি। কাছ থেকে তাদের শিল্পের গড়ন দেখার অভিজ্ঞতা আমার জন্য অমূল্য।
এ জন্য বিশেষভাবে কৃতজ্ঞ বাহার ভাই (নিত্য উপহার-এর কর্ণধর) এর প্রতি, যিনি আমাকে বারবার এমন সুযোগ করে দিয়েছেন। আপনাদের মতো শিল্পীদের সান্নিধ্য পাওয়া আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।

HAPPY BIRTH DAY TO
Dhruba Esh

আজ জন্মদিন
আমাদের সবার
প্রিয় প্রচ্ছদ শিল্পী,
ধ্রুব এষের!

বাংলা সাহিত্যকে যাঁর সৃজনশীল প্রচ্ছদশিল্প নতুন দিশা দেখিয়েছে, সেই ধ্রুব এষের জন্মদিনে জানাই গভীর ভালোবাসা।

ধ্রুব এষ

ধ্রুব এষ একজন চিত্রশিল্পী, যিনি প্রচ্ছদ শিল্পী হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এবং দেখিয়ে দিয়েছেন প্রচ্ছদ শিল্পটা কে পেশা হিসাবে নেয়া যায়। শুধু প্রচ্ছদ অঙ্কন নয়, তিনি কবিতা ও গল্প লিখে থাকেন। ১৯৯০-এর পর থেকে তিনি হুমায়ূন আহমেদের অধিকাংশ গল্প-গ্রন্থের প্রচ্ছদ অঙ্কন করেছেন। ধ্রুব এষ ১৯৮৯ সালে ঢাকা চারুকলায়  দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় মোস্তাক আহমেদের একটি কাব্যগ্রন্থের প্রচ্ছদ অঙ্কনের মাধ্যমে দিয়ে প্রচ্ছদশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন।

ধ্রুব এষ এর জন্ম ১৯৬৭ সালের ৭ জানুয়ারি সুনামগঞ্জে জেলায়। তার পিতার নাম ভূপতি রঞ্জন এষ ও মাতার নাম লীলা এষ। তিনি ঢাকা চারুকলা থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এ পর্যন্ত ২৫ হাজার এর উপর বইয়ের প্রচ্ছদ করেছেন।

প্রচ্ছদ অঙ্কনের পাশাপাশি ধ্রুব এষ কবিতা ও গল্প লিখে থাকেন। শিশুসাহিত্যে তার অবদান উল্লেখযোগ্য। ২০২২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

তার সৃজনশীলতা ও কর্মনিষ্ঠা বাংলাদেশের শিল্প ও সাহিত্য জগতে তাকে একটি বিশেষ স্থানে অধিষ্ঠিত করেছে। তার কাজ নতুন প্রজন্মের শিল্পীদের জন্য প্রেরণার উৎস।

ধ্রুব এষ Dhruba Esh শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার ২০২২

পুরস্কার ও সম্মাননা

২০১৯ সালে পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার


শিশু সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি শিশু সাহিত্য পুরষ্কার -২০২২ পুরস্কার অর্জন করেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২

সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায়

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ দেয়া হয় ১৫ জনকে।

এবার যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন,

.

  • কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত,
  • কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন,
  • প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান,
  • অনুবাদে আলম খোরশেদ,
  • নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল,
  • শিশুসাহিত্যে ধ্রুব এষ,
  • মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক,
  • বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়,
  • বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশবিজ্ঞানে মোকারম হোসেন,
  • আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে ইকতিয়ার চৌধুরী এবং
  • ফোকলোরে পুরস্কার পেয়েছেন আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

তথ্যসূত্র : উইকিপিডিয়া


আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!
Skip to content