exhibition by Sourav Chowdhury titled Eternal Existence

fifth solo exhibition

চিত্রশিল্পী সৌরভের ‘শাশ্বত অস্তিত্ব’

ক্যানভাসে মটিফগুলো ছিলো প্রাচীন বাঙালি লোকচরিত্র, রাজসিক রাতজাগা প্যাঁচা, টেপা পুতুল, মাটির পুতুল, গাজির পট, বাউল শিল্প, সখের হাড়ি, মাছের লোকজ আদল, জামদানি, ১০ পয়সার মত হারিয়ে যাওয়া অনেক উপাদান এসেছে ক্যানভাসের মটিফ হিসেবে।

বাংলাদেশের লোকজ থিম এবং লোকজ চরিত্রগুলো সাথে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সাথে হাস্যরসাত্মকভাবে বাংলায় ব্যবহৃত বাগধারা এবং প্রবাদগুলোকে আধুনিক ভাবে এক ক্যানভাসে চিত্রায়িত করেছেন তার নিজের ঢং-এ। আর এই ক্যানভাসের বা প্রদর্শনীর নামকরন ছিলো ‘এটারনাল এক্সিসটেনস বা শাশ্বত অস্তিত্ব’। চিত্রশিল্পী সৌরভের ‘শাশ্বত অস্তিত্ব’ শীর্ষক পঞ্চম একক শিল্পকর্ম প্রদর্শনী। মোট ৩০টি শিল্পকর্ম এ প্রদর্শনীতে শোভা পায়।

ক্যানভাস

Canvas

শিল্পী সৌরভ চৌধুরীর ক্যানভাস হিসেবে বেশির ভাগই এচিং এবং অ্যাকুয়াটিন্টের মিডিয়াতে কাজ। সেই সঙ্গে রয়েছে সিরামিক, ধাতু এবং ফাইবার।

কুরি কুরি রেখার জাল, বিন্দুর সাখে বিন্দুর খেলা, বর্ণ কিংবা লোকজ মটিফের হালকা ও গাঢ়তর সহবস্থান এবং পৌরাণিক, কাল্পনিক ও লোকজ মোটিফের সংমিশ্রণে গুহাচিত্রের অবয়বে আধুনিক উপস্থাপনা যা সমৃদ্ধ করেছে তার মৈালিক শিল্পভাবনাকে।

উডকাট, রিলিফ প্রসেস, এচিং এসব ছাপচিত্রের মাধ্যমে কাজ করতে গেলে অন্য মাধ্যমের চেয়ে বেশি কারিগরি দক্ষতা আয়ত্ত করতে হয়। একটা কাঠখণ্ড  বা একটা ধাতব পাত খোদিত করার সূচনা থেকে প্রিন্ট নেওয়া পর্যন্ত বিশেষ মনোযোগের প্রয়োজন হয়। যা শিল্পী সৌরভে তার প্রদর্শনীর মাধ্যমে তার মুন্সিয়ানা দেখিয়ে দিয়েছে।

ক্যানভাসে মটিফগুলো ছিলো প্রাচীন বাঙালি লোকচরিত্র, রাজসিক রাতজাগা প্যাঁচা, টেপা পুতুল, মাটির পুতুল, গাজির পট, বাউল শিল্প, সখের হাড়ি, মাছের লোকজ আদল, জামদানি, ১০ পয়সার মত হারিয়ে যাওয়া অনেক উপাদান এসেছে ক্যানভাসের মটিফ হিসেবে।  

চিত্রশিল্পী সৌরভ চৌধুরী

Artist Sourav Chowdhury

শিল্পী সৌরভ চৌধুরী ১৯৮৭ সালে রাজশাহীতে জন্ম গ্রহণ করেন। তিনি ইউডা (ইউনিভারসিটি অব্ ডেভলপমেন্ট অলটারনেটিভ) থেকে চারুকলা বিভাগ থেকে ড্রইং ও পেইন্টিং-এ বিএফএ ও এমএফএ ডিগ্রী অর্জন করেন। বিগত অনেকটা সময় ধরে শিল্পী সৌরভ ‘সভ্যতা’ সিরিজ নিয়ে কাজ করছেন যা পৌরানিক, কাল্পনিক ও লোকজ মোটিফের সংমিশ্রণে গুহাচিত্রের অবয়বে আধুিনক উপস্থাপনায় সমৃদ্ধ।

facebook profile : Sourav Chowdhury

অর্জন

Achievement

শাশ্বত অস্তিত্ব শিরোনামের তার প্রথম একক প্রদর্শনী ২০১৬ সালে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। শিল্পে প্রতিভার জন্য তিনি ২২তম জাতীয় শিল্প প্রদর্শনী ২০১৭-এ বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার (প্রিন্টমেকিং) এবং ২০তম বার্জার ইয়াং পেইন্টার্স আর্ট প্রতিযোগিতা ২০১৫-এ সেরা পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন।

exhibition by Sourav Chowdhury titled Eternal Existence
‘Eternal Existence’: Sourav Chowdhury’s fifth solo exhibition

শিল্পী সৌরভ চৌধুরীর ‘শাশ্বত অস্তিত্ব’ শীর্ষক পঞ্চম একক শিল্পকর্ম প্রদর্শনী

titled “Eternal Existence

স্থান : আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারি

সময়কাল: ২৩ জুলাই ২০২৩ থেকে ৪ অগাস্ট ২০২৩ পর্যন্ত

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি : শিল্পী প্রফেসর রফিকুন নবী, বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাসের চার্জ দ্য ফেয়ার্স গিয়ম অড্রেন দ্য কেরড্রেল এবং শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ।

শাশ্বত অস্তিত্ব গ্যালারী

Eternal Existence Gallery


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!