pabna saree পাবনার শাড়ি saree of bangladesh x bfa x fxyz

পাবনার শাড়ি: ঐতিহ্যের সুর, বুননের গল্প

পাবনার শাড়ি তাঁতশিল্পের ইতিহাস এক কথায় রোমাঞ্চকর। যা পাবনার মানুষের পরিশ্রম, সৃজনশীলতা আর ঐতিহ্যের প্রতীক।

বাঙালির গর্ব: পাবনার শাড়ি -র বৈচিত্র্য এবং আধুনিকতা
.

কন্যা কইরো নাগো মন ভারি;
পাবনা থেইক্যা আইনা দিমু
ট্যাহা দামের মটুরি।
.

পাবনার মাটির গন্ধ কি কোনো দিন পেয়েছেন? এমন মাটি, যা একসঙ্গে গল্প বলে আর বুননের সুর তোলে। পাবনার শাড়ি ঠিক তেমনই—গল্প আর সুরের এক মায়াবী মিশেল। এই শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি একটি ঐতিহ্যের ধারক, প্রজন্মের গল্পের বাহক। ছোটবেলায় হয়তো দাদীর কথায় শুনেছেন, “তোর দাদা ভাই এই শাড়িটা পাবনা থেকে এনেদিয়েছিল।” সেই শাড়ির ভাঁজে কি একটুও কৌতূহল জাগেনি? কেন এই শাড়ি এতটা স্পেশাল? চলুন, এবার সেই কৌতূহলের উত্তর খুঁজি পাবনার তাঁতের গল্পের মাঝে। আর বলে যাই, “কন্যা, কইরো নাগো মন ভারি, পাবনা থেইক্যা আইনা দিমু শাড়ি” —এই আস্থার সঙ্গে পাবনার তাঁতশিল্প এগিয়ে চলেছে নতুন সম্ভাবনার পথে।

তাঁতের গল্প

পাবনার শাড়ি

পাবনাই শাড়ির ধরন

পাবনাই শাড়ি এমন একটি জিনিস, যা দেখলেই রবীন্দ্রনাথের গল্পের কোনো চরিত্র যেন চোখের সামনে ভেসে ওঠে। মাড় দেয়া শাড়ি পরে ঘটি হাতার ব্লাউজে সজ্জিত কোনো মেয়ে, কপালে এক বিন্দু কালো টিপ। সে হয়তো নদীর ঘাটে বসে কোনো কবিতার বই পড়ছে—তার চোখে-মুখে স্নিগ্ধতার ছোঁয়া। এই স্নিগ্ধতা আসলে পাবনার মাটির ঘ্রাণ, যা ধরা পড়ে শাড়ির বুননে। পাবনাই শাড়ি শুধু একটি পোশাক নয়; এটি একজন নারীর ব্যক্তিত্ব, তার শৈল্পিক মনোভাব এবং ঐতিহ্যের প্রতি গভীর টান প্রকাশ করে।

পাবনার শাড়ির আরেকটি সৌন্দর্য হলো এর নকশার সূক্ষ্মতা। এ শাড়ির পাড়ে ফুটে ওঠা ফুলের মোটিফ, আঁচলে রাখা জ্যামিতিক আকার, এবং জমিনজুড়ে ছড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট বুটি—সবকিছু মিলিয়ে এক অনন্য গল্প তৈরি করে। মনে হবে যেন প্রতিটি শাড়ি একটি কবিতা, যা হাতে ধরে পড়া যায়।

নকশার বৈচিত্র্যই পাবনাই শাড়ির পরিচয়। ফুল, পাতা, জ্যামিতিক মোটিফ—এসব নকশার মধ্যে মিশে থাকে বাংলার প্রকৃতির রূপ। এই শাড়িগুলোতে সাধারণত উজ্জ্বল এবং মৃদু—উভয় ধরনের রং ব্যবহার করা হয়। লাল, নীল, সবুজের উজ্জ্বলতা যেমন চোখ ধাঁধায়, তেমনই সাদা, ক্রিম, হালকা গোলাপির মতো মৃদু রং একধরনের প্রশান্তি এনে দেয়।

তবে পাবনাই শাড়ি মানেই শুধু সস্তা বা সহজলভ্য কিছু নয়। এটি বাঙালির জীবনের একটি অংশ। এ শাড়ি পড়লে মনে হয়, যেন শত বছরের ঐতিহ্যকে নিজের শরীরে জড়িয়ে রাখা হয়েছে। যেভাবে এ শাড়ির বুননে পাবনার মাটি কথা বলে, তেমনি তার নকশার সূক্ষ্মতায় ধরা পড়ে বাংলার সংস্কৃতির মায়া।

এই শাড়ি পড়া নারীরা যেন জীবন্ত গল্পের মতো—মাটির কাছাকাছি, প্রকৃতির সান্নিধ্যে, আর ঐতিহ্যের গৌরবে মোড়া। তাই পাবনাই শাড়ি শুধু নিম্ন বা নিম্ন-মধ্যবিত্ত নারীদের জন্য নয়; এটি প্রত্যেক বাঙালির ঐতিহ্যের গর্ব।

পাবনাই শাড়ি বুননের ধরণেও রয়েছে বৈচিত্র্য। বর্তমান সময়ে তিন ধরনের তাঁত রয়েছে—পাওয়ার লুম, পিটলুম এবং চিত্তরঞ্জন তাঁত। পাওয়ার লুমের শাড়ি গুলো আধুনিক প্রক্রিয়ায় দ্রুত তৈরি হয়, যেখানে পিটলুম এবং চিত্তরঞ্জন তাঁতে থাকে ঐতিহ্যের ছোঁয়া।

তবে পাবনা শুধু সস্তার শাড়ি তৈরিতেই থেমে নেই। এখানকার বেনারসি শাড়িগুলোরও বেশ খ্যাতি রয়েছে। ঝলমলে সুতার কাজ আর নকশায় এসব শাড়ি উচ্চবিত্ত শ্রেণির নারীদের কাছেও সমান জনপ্রিয়।

saree of Bangladesh বাংলাদেশি সেরা ১০ শাড়ি web

দেশিয় সংস্কৃতির এক অনন্য অনুষঙ্গ হলো শাড়ি। যা বাংলাদেশের ঐতিহ্যের ধারক ও বাহক । একেকটি শাড়ি যেন একেকটি ভালোবাসার গল্প ।

বাংলাদেশি সেরা দশ শাড়ি নিয়ে বিস্তারিত পড়ুন এই লিংকে-

চিত্তরঞ্জন তাঁত

বর্তমানে তাঁতশিল্পে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে। পাওয়ার লুমের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, যা শাড়ি তৈরির প্রক্রিয়াকে দ্রুততর করেছে। তবে ঐতিহ্যবাহী চিত্তরঞ্জন তাঁত এখনো টিকে আছে। এই তাঁতগুলোতে তৈরি শাড়িতে মেলে বাংলার মাটির ঘ্রাণ।

আজকের দিনে পাবনাই শাড়ি শুধু দেশের মধ্যেই নয়, পাশের দেশ ভারতেও বেশ জনপ্রিয়। স্যোসাল মিডিয়া এবং ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে তাঁতিদের তৈরি শাড়ি এখন সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে।

তাঁতশিল্পের সঙ্গে জড়িয়ে থাকা সংগ্রামের গল্পে রয়েছে সাফল্যের মুকুট। সস্তা ও টেকসই পাবনাই শাড়িই একসময় সাধারণ মানুষের জীবনের অংশ হয়ে ওঠেছিল।



February 29, 2024
Literature in Saree শাড়িতে সাহিত্য x Manas x bfa x fxyz web

শাড়িতে সাহিত্য

ANINDETA CHOWDHURY
শাড়িতে সাহিত্য, এই প্রবণতার পেছনের মূল কারণটা কী হতে পারে? শুধুই সাহিত্যপ্রেম, নাকি অন্য কিছুও?…
February 29, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!