বাবা দিবসে জেমসের সেই গানটির কথা মনে পড়ে:
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা…
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত
কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥
এই গান বাবার অবর্তমানে সেই অসহায়ত্ব বারবার মনে করিয়ে দেয়। বাবার ছায়া ছাড়া জীবনের হাহাকার যেন গানের প্রতিটি লাইনে স্পষ্ট। বাবার প্রতি ভালোবাসা দেখানোর জন্য বিশেষ দিনের প্রয়োজন নেই। তবে বাবা দিবস আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন ব্যস্ত জীবনে তাদের অবদান ভুলে না যাই। বাবার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। বাবারা আছেন বলেই জীবন এত সুন্দর।
জুনের তৃতীয় রবিবার, এ বছর ১৫ জুন ২০২৫, বিশ্বজুড়ে উদযাপিত হবে বাবা দিবস। এই দিনে আমরা বাবাদের প্রতি আমাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি। বাবার ভূমিকা নিছক আর্থিক যোগানদাতা নয়, বরং তিনি আমাদের জীবনের প্রথম সুপারহিরো, প্রথম শিক্ষক এবং প্রথম আশ্রয়।
বাবা দিবস আমাদের বাবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করার দিন। তবে এটি শুধু একটি দিনের নয়, প্রতিটি মুহূর্তেই বাবার ত্যাগ এবং স্নেহকে সম্মান জানানো উচিত। বাবার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই আমাদের জীবনের সেরা স্মৃতি হয়ে ওঠে। তাই, পিতৃ দিবসের এই উপলক্ষ্যে, আমরা যেন আমাদের পিতার প্রতি ভালোবাসা প্রকাশে কখনো কার্পণ্য না করি।