বাংলাদেশের পোশাক শিল্পের যাত্রা শুরু হয় ষাটের দশকে। তবে এই শিল্পের বিকাশ সত্তরের দশকের শেষ পর্যন্ত রপ্তানি খাত হিসেবে বিকশিত হতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প। সাথে সাথে বিকশিত হতে থাকে দেশীয় ফ্যাশন হাউস গুলো। দেশীও এবং নিজস্ব নকশায় তৈরি পোশাক গুলো সবার আগ্রহ তৈরি করে, যা নিজস্ব ধারায় ফ্যাশনেবল হয়ে উঠতে সাহায্য করেছে। তার ধারাাহিকতায় বাংলাদেশের স্থানীয় ফ্যাশন শিল্পের পরিধি ধীরে ধীরে বাড়ছে। ১৬ কোটি মানুষের বিশাল বাজারের কথা মাথায় রেখে নতুন নতুন দেশীয় ব্র্যান্ড আসছে। এই সংখ্যা একটি প্রতিশ্রুতিশীল হারে বাড়ছে। সময়ের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক ডিজাইন ও মানের বিষয়টি মাথায় রেখে বেশ কিছু ফ্যাশন হাউস প্রতিষ্ঠিত হয়েছে যা এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডে পরিণত হয়েছে। ধারাবাহিকতায় এবার “ বিবিয়ানা | BIBIANA “ . . .
বিবিয়ানা | BIBIANA
story of BIBIANA
বাংলাদেশের ফ্যাশন শিল্প অঙ্গনে দুই দশকের পথচলা বিবিয়ানার। ২০০১ সালের নভেম্বরে বিবিয়ানা শুরু। বিবিয়ানার স্বত্ত্বাধিকারী লিপি খন্দকার, ফ্যাশন ডিজাইনার হিসেবে আড়ংয়ে কাজ করতেন। সেখানে ৮ বছর কাজ করার পর পারিবারিক কারণে চাকরিটা ছেড়ে দিতে হয়। চাকরি ছাড়েলেও মননে ছিল ডিজাইনিং, ভাবলেন নিজের কাজের সিগনেচার নিয়ে একটা এক্সিবিশন করলে কেমন হয়। সেই এক্সিবিশন করতে গিয়েই বিবিয়ানার শুরু।
বিবিয়ানা ফ্যাশন হাউসের মূল উদ্দেশ্য ছিল পোশাকের মাধ্যমে স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরার সাথে সাথে নারীর কর্মসংস্থান তৈরিতে কাজ করা। সেই কারনে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছেন যারা তার নব্বই শতাংশই নারী । আর তাই তো কারিগরদের ন্যায্যমূল্য দিতেও তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বিবিয়ানা কাপড়ের মানের পাশাপাশি কাপড়ের কাঁচামাল এবং নকশাকে সমান গুরুত্ব দেয়। বিভিন্ন অকেশন যেমন ঈদ, পহেলা বৈশাখ, ফাল্গুন, বিজয় দিবস কিংবা রবীন্দ্র,নজরুল উৎসব কে মাথায় রেখে পোশাকের ডিজাইন পরিকল্পনা করে থাকে। তাই তো এই ফ্যাশন হাউসটি আজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড।
বিবিয়ানা ফ্যাশন হাউসের মূল উদ্দেশ্য ছিল পোশাকের মাধ্যমে স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরার সাথে সাথে নারীর কর্মসংস্থান তৈরিতে কাজ করা।
Lipi khandaker | লিপি খন্দকার
কর্ণধার ও ডিজাইনার, বিবিয়ানা
উদ্যেক্তা লিপি খন্দকার একজন শিল্পী। পোশাকের শিল্পী। পোশাক ডিজাইনের পাশাপাশি তিনি ”বিবিআনা” ফ্যাশন হাউজেরও কর্ণধার। আর্ট কলেজে ড্রইং এন্ড পেইন্টিংয়ে পড়াশুনা করলেও ডিজাইন সেক্টর এ আসার সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা। খুব ছোটবেলাতেই দেখেছেন মা ঘর সাজাচ্ছেন হাতের কাজের জিনিস দিয়ে। খুব সুন্দর হাতের কাজ পারতেন মা। আর ফ্যাশন ডিজাইনিং জগতে পা রাখার পর সবচেয়ে উৎসাহ জুগিয়েছেন এই মা-ই।
চারুকলায় ড্রইং এন্ড পেইন্টিংয়ে পড়াশুনা করার সময় থেকেই মনে মনে ভেবে নিয়েছিলেন তিনি ফ্যাশন ডিজাইনার হবেন। সেসময় প্রবর্তনা, আড়ং, কে ক্রাফট, কুমিদিনী সহ আরো বেশ কয়েকটি দেশি ফ্যাশন হাউজ বেশ জনপ্রিয় । চারুকলা থেকে পাশ করে বের হয়েই আড়ংয়ে চাকরি শুরু করেন ফ্যাশন ডিজাইনার হিসেবে। আড়ং এর ৮ বছর কাজ করার পর পারিবারিক কারণে চাকরিটা ছেড়ে দিলেও ডিজাইনিং থেকে সরে আসতে পারেন নাই। ভাবনায় আসে নিজের কাজের সিগনেচার নিয়ে একটা এক্সিবিশন করার। সেই এক্সিবিশন করতে গিয়েই বিবিআনার শুরু । যদিও বিবিয়ানার কথা তখনো তার মাথায় ছিলোনা।
এক্সিবিশন-এ কাজের প্রসাংশা এবং চাহিদার কারনে স্থায়ী ভাবে কিছু করার পরিকল্পনা থেকে ধানমণ্ডিতে বাসার কাছেই একটা বাসা পেয়ে যান তিনি। শুরু করেন ফ্যাশন হাউজ ‘বিবিয়ানা’। সেই থেকে শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিবিয়ানা এখন সহস্রাধিক মানুষের কর্মসংস্থানের জায়গা।
অনুপ্রেরণা তার মা হলেও সময় পাশে থাকা দুইটা মানুষ, ফ্যাশনবোদ্ধা চন্দ্র শেখর সাহা এবং ডিজাইনার মাহিন খান-কে ধন্যবাদ জানান সবসময়ই।
ভবিষ্যত পরিকল্পনা ডিজাইনারদের নিয়ে একটি ইন্সটিটিউট বা ক্লাব দেয়ার। যেখানে সব সিনিয়র ডিজাইনাররা যাবে, জুনিয়র বা স্টুডেন্টরা তাদের কাছে যেতে পারবে, কাজ শেয়ার করতে পারবে। তৈরী হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।
Objective | বিবিয়ানার লক্ষ্য
বিবিয়ানা ফ্যাশন হাউসের মূল উদ্দেশ্য হলো পোশাকের মাধ্যমে স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরার সাথে সাথে নারীর কর্মসংস্থান তৈরিতে কাজ করা।
বিবিয়ানা | BIBIANA Official Logo

বিবিয়ানা | BIBIANA
ESTABLISHED: 2001
FOUNDER : Lipi Khandaker & kazi Hasibul Ahshan
CONTACT INFO
Email Address: bibianarupokar@gmail.com
Official Facebook Page: Bibiana
Contact No: 01749-842891
BIBIANA Head Office ADDRESS
House#16, Road#13,Block#G,
Niketon,Gulshan, Dhaka – 1212
SHOWROOM
BASHUNDHARA CITY SHOPPING MALL – DESHIDOSH
LEVEL-7, BLOCK-A PHONE: +02-91455772.
GULSHAN -DESHIDOSH
205/1 A HASHEM TOWER, 1ST FLOOR(OPPOSITE AARONG), TEJGAON LINK ROAD.DHAKA,
CHITTAGONG – DESHIDOSH
AFMI PLAZA, 4TH FLOOR,1/A BAYOZID BOSTAMI ROADPACHLAISH.CHITTAGONG
SYLHET – DESHIDOSH
BIR BIKRAM YAMIN COMPLEX, KUMARPARA, SYLHET (DESHIDOSH)
BOGURA BRANCH – DESHIDOSH
Millat Plaza, (2nd,3rd Floor) Romela Afaz Road, Jollesshoritola, Bogura.
SIGNETURE COLLECTION
“মলুয়া” কালেকশন – ২০১৩
বাঙালীর সার্বজনীন উৎসবে বিবিআানার আয়োজন বরেণ্য চিএশিল্পী আবদুস শাকুর শাহর চিত্রকলার অনুপ্রেরনায় সৃজিত “মলুয়া” কালেকশন ।








শেয়ার করুন
রিকশা বিলাস | RIKSHAW BILASH






TASHER DESH | তাশের দেশ



বিবিয়ানা | BIBIANA দুই দশকের পথ চলা














Achievement | সফল অধ্যায়
EXHIBITION SYMPHONY OF NEEDLEWORK 2015














KHADI FEST | খাদি উৎসব ২০১৫
বাংলাদেশ ফ্যাশন ডিজাইন কাউন্সিল আয়োজিত খাদি উৎসব ২০১৫ তে অংশগ্রহন করে বিবিয়ানা।





KHADI FEST | খাদি উৎসব ২০১৬




KHADI FEST | খাদি উৎসব ২০১৭




বাংলাদেশ ফ্যাশন উইক লন্ডন ২০১৭

Fashion Show in Washington DC | 2018



এছাড়াও
- আরটিভি এবং তার অঙ্গ প্রতিষ্ঠান মাসিক ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন লুক এ্যাট মিসের উদ্যোগে বৈশাখবরণ আয়োজন ‘আরটিভি লুক এ্যাট মি বৈশাখী ফ্যাশন উৎসব ১৪১৯’ এ অংশ নেয় বিবিয়ানা।
- ২ ডিসেম্বর, ২০১৬ বিজয়ের পোশাকে সবাইকে সাজাতে ” দেশি দশ” আয়োজিত পোশাকের প্রদর্শনীতে অংশগ্রহন করেছে বিবিয়ানা।
- ৯ এপ্রিল,২০১৬ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজাতে ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করে ‘বৈশাখী ফ্যাশন শো ১৪২৩’। আর এতে অংশ নেয় বিবিয়ানা।
- ৩০ মার্চ, ২০১৬ ঢাকার বসুন্ধরা সিটির দেশী দশ চত্বরে ‘বৈশাখী আয়োজনে দেশী দশ’ শীর্ষক পোশাকের প্রদর্শনীতে বিবিয়ানা অংশ নেয়।
- ১২ও ১৩ই মার্চ, রাজধানীর ওয়েস্টিন হোটেলের বল রুমে শুরু হওয়া ‘এসএমসি স্মার্ট পিল প্রেজেন্টস, উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’এর ফ্যাশন শো-তে অংশ নেয় বিবিয়ানা।
- সবচেয়ে বড় উৎসব রোজা’র ঈদকে উপলক্ষ্য করে দেশীদশ ৭ এপ্রিল ২০২২ ঢাকা ক্লাবে আয়োজন করেছিল ঈদ ফ্যাশন শো। আর এই ফ্যাশন শো’তে অংশ নেয় দেশীদশ এর সদস্য প্রতিষ্ঠান বিবিয়ানা।

শেয়ার করুন
আরো জানুন অন্যান্য ব্র্যান্ড সম্পর্কে
বসন্ত উৎসবে রঙ বাংলাদেশ
“পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনেকুহু কুহু শোনা যায়, কোকিলের কুহুতান,…