বেগম রোকেয়া পদক নারী জাগরণের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবিস্মরণীয় অবদান স্বীকৃতি উল্লেখ করে বাংলাদেশ সরকারের একটি রাষ্ট্রীয় পদক। প্রতিবছর ডিসেম্বরের ৯ তারিখ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে সরকারি ভাবে এই পদক প্রদান করা হয়।
বাংলাদেশ সরকারের একটি রাষ্ট্রীয় পদক
বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় সমাজ ছিল নানাবিধ কুসংস্কারে পূর্ণ। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। ঊনবিংশ শতাব্দীর এই খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজসংস্কারক ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
‘ বেগম রোকেয়া পদক ২০১৫ ’ এর জন্য মনোনীত হয়েছেন তাইবুন নাহার ও বিবি রাসেল: তাইবুন নাহার রশীদ (মরণোত্তর) ও বিবি রাসেল ।
তাইবুন নাহার ১৯৫২ সালে ভাষা আন্দোলনে এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদান রাখেন। বিবি রাসেল বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন, ঐতিহ্যবাহী তাঁতশিল্প ও তাঁতিদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছেন।
বেগম রোকেয়া পদক ২০১৫
বিবি রাসেল
বিবি রাসেল বাংলাদেশের একজন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার, উদ্যোক্তা এবং সাবেক আন্তর্জাতিক মডেল। ফ্যাশন ডিজাইনার এবং উদ্যোক্তা হিসেবে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতের কাপড় এবং ডিজাইনকে আধুনিক ফ্যাশনের আঙ্গিকে উপস্থাপনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন।
প্রথমে যাত্রা শুরু করেন ছবির মডেল হিসেবে। এরপর বিভিন্ন প্রখ্যাত মডেলদের সাথে তিনি র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। ১৯৯৪ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। তখন থেকেই তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন
তথ্যসূত্র : উইকিপিডিয়া , প্রথম আলো
ছবি : বিবি রাসেল | Bibi Russell – ফেসবুক পেইজ