Kalai Ruti রাজশাহীর কালাই রুটি x bfa x fxyz

রাজশাহীর কালাই রুটি: ঐতিহ্যের স্বাদে ভরপুর

রাজশাহী! শুধু রাজশাহী বলে দিলেই প্রথমে আম আর পরের বোনাস হিসেবে আসে পদ্মার ইলিশ। কিন্তু, এই তালিকার আরেকটি তারকা হলো কালাই রুটি

রাজশাহীর ঐতিহ্যের মজাদার রুটি-কাব্য কালাই রুটি

Kalai
Ruti

রাজশাহী! শুধু রাজশাহী বলে দিলেই প্রথমে আম আর পরের বোনাস হিসেবে আসে পদ্মার ইলিশ। কিন্তু, এই তালিকার আরেকটি গোপন কিন্তু সুস্বাদু তারকা হলো কালাই রুটি। এই রুটি রাজশাহীর মানুষের জন্য শুধু এক খাবার নয়; বরং এটি তাদের ঐতিহ্যের অংশ, যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে।

কালাই রুটি কি? বেশ সোজাসাপ্টা উত্তর হলো, এটি হলো মাশকালাই ডাল দিয়ে তৈরি একধরনের রুটি যা সাধারণত গমের রুটির চেয়ে অনেক পুরু ও বড় হয়। কিন্তু, এটি শুধুমাত্র একটি রুটি নয়; এটি একটি অনুভূতি। ভাবুন তো, শীতের সকালে গরম গরম কালাই রুটি, সঙ্গে ধোঁয়া ওঠা হাসেঁর মাংসের ঝোল! কিংবা বেগুন ভর্তা, শুঁটকি ভর্তা বা ধনিয়া ভর্তা। জীবনের অর্থ যদি খুঁজতে চান, তাহলে হয়তো এই প্লেটেই পেয়ে যাবেন।

কীভাবে তৈরি হয় কালাই রুটি?

রাজশাহীর স্থানীয়রা যে দক্ষতায় এই রুটি বানান, তা দেখে মনে হয়, এ যেন এক শিল্প।

কালাই রুটির ইতিহাস

কালাই রুটির ইতিহাস রাজশাহীর মাটির মতোই প্রাচীন। বলা হয়, এই রুটি মূলত কৃষক পরিবারগুলোতে বেশি প্রচলিত ছিল। কারণ, মাশকালাই ডাল সহজলভ্য এবং এটি খেতে পুষ্টিকর। মেহনতি মানুষদের সারা দিনের শক্তি যুগিয়ে দিতে এই রুটি ছিল আদর্শ। তবে কালের পরিক্রমায় এ রুটি সাধারণ শ্রমজীবী মানুষ থেকে সর্বসাধারণের খাবার হয়ে উঠেছে।

কালাই রুটি Rajshahi kalai-ruti x bfa x fxyz
কালাই রুটি Kalai_ruti_with_Begun_Varta_&_Chicken_Curry

কালাই রুটি খাওয়ার কৌশল

এখন অনেকেই কালাইরুটি খাওয়ার সঠিক পদ্ধতি জানেন না। এটা এমন একটা রুটি, যা এককভাবে খাওয়া যায় না।

“এই রুটি খেতে হয় ‘নুন’ আর ‘বাগুনের সানা’ দিয়ে। পেঁয়াজ ও মরিচ কুচি, শুকনো মরিচ বাটা দিয়ে বানানো লবণ আর সরিষার তেলের মিশ্রণ। স্থানীয় ভাষার এই মিশ্রন ‘নুন’ নামে পরিচিত। অনেক সময় তাতে যোগ করা হয় ধনেপাতা-বাটা চাটনি।” (তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )

সঙ্গে যদি থাকে গরুর মাংস বা শুকনো ভর্তা, তবে তো স্বর্গমুহূর্ত নিশ্চিত। আর যদি সাহসী হন, তবে চিনি আর কলার সঙ্গে ট্রাই করে দেখতে পারেন।

কালাইরুটির আধুনিকতা আধুনিক সময়ে কালাই রুটি শুধু গ্রামে আটকে নেই। এখন শহরের রেস্তোরাঁতেও এই রুটি পাওয়া যায়। তবে, টিকটক বা ইন্সটাগ্রামের হ্যাশট্যাগ দিয়ে কালাই রুটির আসল মজা বোঝা যাবে না। এটির জন্য আপনাকে রাজশাহীতে যেতে হবে, স্থানীয় মানুষদের সঙ্গে বসে গরম গরম রুটি খেতে হবে।

কেন এটি আপনার তালিকায় থাকা উচিত? যদি আপনি রাজশাহী যান এবং কালাই রুটি না খান, তবে আপনি শুধু একটি খাবার মিস করবেন না; বরং একটি গল্প মিস করবেন। কারণ, প্রতিটি কালাইরুটি একটি গল্পের অংশ। এটি শুধুমাত্র ডাল আর পানির মিশ্রণ নয়; এটি হলো রাজশাহীর মানুষের হৃদয় আর তাদের অতিথিপরায়ণতার প্রতীক।

তাই, একদিন রাজশাহী যান। কালাইরুটি খান। আর মনে রাখবেন, এটি শুধু রুটি নয়, এটি রাজশাহীর আত্মার এক খণ্ড।


আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️


কালাই রুটি Rajshahi kalai-ruti x bfa x fxyz

Rajshahi kalai-ruti

রাজশাহীর কোথায়
পাবেন কালাই রুটি?

চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোডের মোড়ে বেশকিছু দোকান আছে, যেখানে রুটি ও আনুষঙ্গিক অন্যান্য খাবার পাওয়া যায়। শুধু চাঁপাইনবাবগঞ্জ না, রাজশাহী শহরেও গড়ে উঠেছে কালাইয়ের রুটির দোকান যেগুলো খুপরি বা ঝুপরি নামেই পরিচিত।

এসব খুপরিতে কালাইরুটির দাম ৩০ টাকা পিস। তবে স্পেশাল কালাই রুটি নিলে দাম পড়বে ৫০ টাকা। স্পেশাল রুটির সঙ্গে যোগ হয় আরও কিছু। তাই দাম বেশি। তবে রুটির সঙ্গে মরিচ ও বেগুন ভর্তা ফ্রি। আরও পাওয়া যায় আলু ভর্তা, শুঁটকি ভর্তা, ধনিয়া ভর্তা। হাঁসের মাংসের সঙ্গেও দারুণ লাগে কালাই রুটি। দাম ১২০ টাকা বাটি। এছাড়া গরুর মাংস ১৪০ ও গরুর বট (ভুড়ি) ১০০ টাকা বাটি।

কালাই রুটি তৈরির ভিডিও


তথ্যসূত্র: jagonews24.com, bdnews24


আমাদের সোশ্যাল মিডিয়া লিংক


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!