কীভাবে তৈরি হয় কালাই রুটি?
রাজশাহীর স্থানীয়রা যে দক্ষতায় এই রুটি বানান, তা দেখে মনে হয়, এ যেন এক শিল্প।
মাশকালাই ডালকে ও আতপ চাল ভিজিয়ে রেখে তারপর সেটিকে পাটাতে বা যাঁতাতে পিষে আটা বানানো হয়। আধুনিকতার ছোঁয়া লাগলেও, আসল স্বাদ কিন্তু পাটার বাটাতেই। এর সাথে স্বাদমতো লবণ ও প্রয়োজনীয় পরিমাণ পানি মিশিয়ে খামির তৈরী করা হয়। খামির থেকে ছোট বল পরিমাণ আটা নিয়ে গোলাকার করা হয়। সাধারণ রুটির মতো এই রুটি বানাতে বেলন-পিঁড়ির প্রয়োজন হয় না। দুই হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে বড় রুটি বানানো হয়।
কাঠের চুলার উপর পাতলা তাওয়া গরম করে হাতে বানানো রুটি ছড়িয়ে দিয়ে উচ্চ তাপে রুটি সেকা হয়। রুটির গায়ে যদি একটু পোড়া পোড়া দাগ না পড়ে, তবে তো কিসের কালাইরুটি!
কালাই রুটির ইতিহাস
কালাই রুটির ইতিহাস রাজশাহীর মাটির মতোই প্রাচীন। বলা হয়, এই রুটি মূলত কৃষক পরিবারগুলোতে বেশি প্রচলিত ছিল। কারণ, মাশকালাই ডাল সহজলভ্য এবং এটি খেতে পুষ্টিকর। মেহনতি মানুষদের সারা দিনের শক্তি যুগিয়ে দিতে এই রুটি ছিল আদর্শ। তবে কালের পরিক্রমায় এ রুটি সাধারণ শ্রমজীবী মানুষ থেকে সর্বসাধারণের খাবার হয়ে উঠেছে।
কালাই রুটি তৈরির ভিডিও
তথ্যসূত্র: jagonews24.com, bdnews24
আমাদের সোশ্যাল মিডিয়া লিংক

তেহারী ঘর: এক প্লেট নস্টালজিয়া
fayze hassanতেহারী ঘর: ঐতিহ্যের স্বাদে একটি অনন্য অভিজ্ঞতা যদি কখনো সোবহানবাগের পথে যান, তেহারী ঘরে একবার…

রান্নার বৈচিত্র্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের গল্প
rajon ahmed
অপারগতা থেকে উদ্ভাবন: সাদেক গোল্লার সাফল্যের রসায়ন”
fayze hassan
রাজশাহীর কালাই রুটি: ঐতিহ্যের স্বাদে ভরপুর
fayze hassan
কুমিল্লার রসমালাই | Cumillar Roshmalai
fayze hassan