সূচিশিল্পের বৈশিষ্ট্য
ইলোরা পারভীনের প্রতিটি কাজ সময়সাপেক্ষ এবং ধৈর্যের দাবি রাখে। একটি প্রতিকৃতি সেলাই করতে তার প্রায় এক মাস লাগে। শিল্পের মান ও সময় বিবেচনায় প্রতিটি ছবির মূল্য এক লাখ থেকে পনেরো লাখ টাকার মধ্যে। তার কাজ শুধু দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও সমাদৃত। জাতীয় জাদুঘর তার চারটি শিল্পকর্ম সংগ্রহ করেছে। বিভিন্ন দূতাবাস ও সরকারি মন্ত্রণালয়েও শোভা পাচ্ছে তার সূচিশিল্প।
অর্জন ও স্বীকৃতি
৩০ বছরের নিরলস প্রচেষ্টায় ইলোরা পারভীন দেশে ও বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ২০২২ সালে তিনি জেলা পর্যায়ে সেরা জয়িতার পুরস্কার পান। জাতীয় জাদুঘর থেকেও তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
কর্মসংস্থান ও প্রশিক্ষণ
ইলোরা পারভীনের উদ্যোগে বর্তমানে ১০ জন নারী নিয়মিত কাজ করছেন। তার লক্ষ্য নড়াইলের দুস্থ নারীদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা, যেখানে তারা তার মতো দক্ষ সূচিশিল্পী হয়ে উঠতে পারবেন।

তথ্যসূত্র: খবরের কাগজ
ছবিসূত্র: fxyz

পাটশিল্পের পুনর্জাগরণ: গ্রামীণ কারুশিল্প থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডিং
fayze hassan
বাংলাদেশের পাটশিল্প: ঐতিহ্য, বর্তমান অবস্থা ও সোনালি আঁশের ভবিষ্যৎ সম্ভাবনা
bdfashion archive
রাজশাহী সিল্ক: প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে আসা ঐতিহ্য
fayze hassan
কোমর তাঁত: পার্বত্য অঞ্চলের গাঁথা ইতিহাস ও সংস্কৃতি
fayze hassan
এক সম্ভাবনাময় শিল্পের নাম—ঝিনুক শিল্প
fayze hassan