pabna jora bangla mandir পাবনার জোড়বাংলা মন্দির x bfa x fxyz

পাবনার জোড়বাংলা মন্দির—এক ঐতিহাসিক স্থাপনা

বাংলার জোড়বাংলা মন্দির বলতেই মনে আসে—
দিনাজপুরের কান্তনগর/কান্তজীউ মন্দির,
পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর জোড়বাংলা মন্দির।
পাবনার এই মন্দির সেই ঐতিহ্যের অংশ।

অফিসের কাজে পাবনা গিয়েছিলাম। কাছাকাছি দেখার মতো কী আছে জানতে চাইলে স্থানীয় এক ভাই বললেন, “দক্ষিণ রাঘবপুরে একটা পুরনো জোড়বাংলা মন্দির আছে। খুব দূর না, যেতে পারো।” দুপুরের মধ্যেই অনেকটা কাজ গুছিয়ে নেওয়া হয়েছিল, তাই ভাবলাম একটু সময় বের করে মন্দিরটা দেখে আসি।

রিকশা নিয়ে রওনা দিলাম। শহরের ভিড় থেকে বের হয়ে গলি-রস্তায় ঢুকতেই পরিবেশটা শান্ত হয়ে গেল। প্রায় ২০–২৫ মিনিটেই পৌঁছে গেলাম জোড়বাংলা পাড়ায়। দূর থেকেই বোঝা গেল, কেন এর নাম ‘জোড়বাংলা’। পাশাপাশি দাঁড়ানো দুটি দোচালা ঘর, একসঙ্গে জোড়া লাগানো ছাদ, নিচে ইটের উচু বেদি—সব মিলিয়ে গ্রামীণ দোচালা ঘরের স্থাপত্য যেন এখানে রূপ নিয়েছে একটি ছোট মন্দিরে।

Pabna jora bangla mondir পাবনার জোড়বাংলা মন্দির x bfa x fxyz (14) - Copy

জোড়বাংলা মন্দিরের অবস্থান

মন্দিরটি পাবনা জেলার দক্ষিণ রাঘবপুরে, যেটি এখন ‘জোড়বাংলা পাড়া’ নামে পরিচিত। আকারে ছোট হলেও টেরাকোটায় খোদাই করা যুদ্ধদৃশ্য, স্তম্ভের বেসে মানুষ-জীবনচিত্র এবং দেয়ালের জ্যামিতিক নকশা দেখে বুঝা যায়—তৈরির সময় কত যত্ন নেওয়া হয়েছিল। চারশ বছরের ঐতিহ্য বহন করা পাবনার জোড়বাংলা মন্দিরটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে। ফলে পুরোপুরি নষ্ট হয়ে যায়নি, কিন্তু যথেষ্ট রক্ষণাবেক্ষণও পাচ্ছে না। আবহাওয়া ও সময়ের কারণে অনেক টেরাকোটা ক্ষয় হয়ে গেছে। কিছু স্থানে নতুন করে টেরাকোটা প্লেট বসিয়ে সংস্কার করা হলেও তা খুব ভালো ফল দেয়নি। মন্দিরের একটি অংশে যে ফাটল আছে, একজন স্থানীয় জানালেন—১৮৯৭ সালের ভূমিকম্পে এমন ক্ষতি হয়েছিল।

ইতিহাস: জনশ্রুতি ও রহস্যের মিশেলে জোড়বাংলা মন্দির

মন্দিরে কোনো শিলালিপি পাওয়া যায়নি, তাই সঠিক নির্মাণকাল জানা যায় না। তবে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী ১৮শ শতকের মাঝামাঝি সময়ে মন্দিরটি নির্মিত হয়। বলা হয়, ব্রজমোহন ক্রোড়ী নামের একজন ব্যক্তি—যিনি মুর্শিদাবাদের নবাবের তহশিলদার ছিলেন—তিনি এর নির্মাতা।
আরও কিছু লোককথা আছে—
কেউ বলেন, মন্দিরটি নাকি একরাতে অলৌকিকভাবে তৈরি হয়।




কেউ বলেন, পলাশীর যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলা গঙ্গা পেরিয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন, আর তাঁর লুকোবার ব্যবস্থা করতে তহশিলদার রাতারাতি এই মন্দির বানান।

আগে এখানে গোপীনাথের মূর্তি ছিল। ১৯১০ সালে মূর্তিটি স্থানীয় কালীমন্দিরে সরিয়ে নেওয়া হয়।

স্থাপত্য: বাংলার দোচালা ঘরের
সবচেয়ে সুন্দর ব্যবহার

মন্দিরের নির্মাণশৈলী বাংলার অন্যান্য মন্দির থেকে বেশ আলাদা।
ইটের একটি বেদির ওপর পুরো কাঠামো দাঁড়িয়ে আছে। ছাদটি দোচালা ঘরের মতো; পাশাপাশি দুটি দোচালা চাল জোড়া লাগিয়ে পুরো ছাদ তৈরি।
ছাদের মধ্যভাগ উঁচু, আর দুই পাশ উত্তর–দক্ষিণ দিকে ঢালু। পশ্চিমমুখী মন্দিরের সামনে রয়েছে বারান্দা, আর সেখানে দুটি পিলারের ওপর তিনটি প্রবেশপথ।
প্রবেশপথ ও দেয়ালের নির্মাণশৈলীতে দিনাজপুরের কান্তনগর মন্দিরের সঙ্গে মিল পাওয়া যায়।


দেয়াল ও স্তম্ভে একসময় প্রচুর টেরাকোটা চিত্রফলক ছিল—যেখানে রামায়ণ-মহাভারতের যুদ্ধদৃশ্য, পৌরাণিক কাহিনি, সামাজিক জীবন ও জ্যামিতিক নকশা দেখা যেত। দেয়ালগুলো প্রশস্ত হলেও ভেতরের কামরাগুলো ছোট। সামনেরদিক ছাড়া অন্য দিকগুলোতে টেরাকোটার কাজ কম।

Kantajew Temple কান্তজিউ মন্দির x bfa x fxyz

Kantajew
Temple

কান্তজিউ মন্দির | অবিভক্ত ভারতের এগারতম আশ্চর্য

কান্তজিউ মন্দির বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থপনা। যা কারো কারো কাছে কান্তনগর মন্দির, কান্তজিউ মন্দির। আবার অনেকের কাছে নবরত্ন মন্দির নামেও পরিচিত। মন্দিরটি হিন্দু ধর্মের কান্ত বা কৃষ্ণের মন্দির হিসেবে নামকরণ করা হয়।

মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী চিত্রায়ণ করা আছে। পুরো মন্দিরে প্রায় ১৫,০০০-এর মতো টেরাকোটা টালি রয়েছে। উপরের দিকে তিন ধাপে উঠে গেছে মন্দিরটি। মন্দিরের চারদিকের সবগুলো খিলান দিয়েই ভেতরের দেবমূর্তি দেখা যায়।

বিস্তারিত লিংকে-


জোড়বাংলা মন্দির কীভাবে যাবেন?

ঢাকা থেকে পাবনা
গাবতলী, কল্যাণপুর, মহাখালী—বিভিন্ন জায়গা থেকে পাবনাগামী AC/Non-AC বাস চলে। সাধারণত ৫–৬ ঘণ্টা সময় লাগে, যানজটের ওপর নির্ভর করে।

পাবনা শহর থেকে জোড়বাংলা মন্দির
বাসস্ট্যান্ড বা আদালতপাড়া থেকে ব্যাটারি চালিত অটো/রিকশায় ওঠলেই হয়ে যাবে।
রুট সাধারণত: বাসস্ট্যান্ড → আনন্ত বাজার → কালাচাঁদ পাড়া/দক্ষিণ রাঘবপুর।
ভাড়া খুব বেশি নয়, লোকাল অটো ধরলে সহজেই পৌঁছে যাবেন।


আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️


Email
The form has been submitted successfully!
There has been some error while submitting the form. Please verify all form fields again.

December 9, 2025
pabna jora bangla mandir পাবনার জোড়বাংলা মন্দির x bfa x fxyz

পাবনার জোড়বাংলা মন্দির—এক ঐতিহাসিক স্থাপনা

fayze hassan
বাংলার জোড়বাংলা মন্দির বলতেই মনে আসে— দিনাজপুরের কান্তনগর/কান্তজীউ মন্দির, পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর জোড়বাংলা মন্দির। পাবনার এই মন্দির সেই ঐতিহ্যের…
December 9, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial

Warning: Undefined array key "sfsi_threadsIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 165

Warning: Undefined array key "sfsi_blueskyIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 170
error

Your share and comment are an inspiration to us