The Sura Mosque সুরা মসজিদ x bfa x rajon

মুঘল স্থাপত্যের মায়াবি ছোঁয়া: সুরা মসজিদ

জনশ্রুতি বলে, জিনেরা এক রাতে এটি গড়েছিল! সত্যি না কল্পনা?

সুরা মসজিদ

The Sura Mosque

দিনাজপুরের ঘোড়াঘাটে, হিলি সড়কের পাশে দাঁড়িয়ে আছে সুরা মসজিদ, এক প্রাচীন স্থাপত্য যা সাড়ে পাঁচশ বছর ধরে ইতিহাসের গল্প বলছে। জনশ্রুতি আছে, জিনেরা এক রাতে এটি গড়েছিল! সত্যি না কল্পনা। এই মসজিদের টেরাকোটা নকশা ও সুলতানি আমলের ছোঁয়া আজও মুগ্ধ করে।

নামকরণের রহস্য

সুরা মসজিদের নাম নিয়ে রয়েছে নানা কথা। স্থানীয়দের মতে, ‘সুর’ শব্দের অর্থ জিন বা অপদেবতা। অনেকে বিশ্বাস করেন, শত শত বছর আগে জিনেরা এক রাতের মধ্যে এই মসজিদ নির্মাণ করেছিল, তাই এর নাম সুরা মসজিদ। আবার ‘সৌর’ শব্দের অর্থ আসমানি বা গায়েবি, অর্থাৎ লোকচক্ষুর আড়ালে নির্মিত। কেউ কেউ বলেন, মুঘল আমলের বাংলার সুবেদার শাহ সুজা এটি নির্মাণ করেছিলেন, তাই এটি শাহ সুজা মসজিদ নামে পরিচিত। তবে ঐতিহাসিক তথ্য বলছে, শাহ সুজার সময়ের অনেক আগেই এই মসজিদ নির্মিত হয়েছিল।

ঘোড়াঘাট উপজেলা কেন্দ্র থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে, হিলি রোডের ধারে একটি বিশাল ৩৫০×২০০ গজের পাড়ওয়ালা দীঘির দক্ষিণে এই মসজিদ অবস্থিত। জনশূন্য জনপদের মাঝে এটি যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক পরিবেশ এই স্থানটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।

স্থাপত্যের সৌন্দর্য

সুরা মসজিদ দুটি প্রধান অংশে বিভক্ত—নামাজ কক্ষ ও বারান্দা।

অলংকরণ: মসজিদের বাইরের দেওয়ালে খোপকাটা টেরাকোটা ও লতাপাতার নকশা এর সৌন্দর্য বাড়িয়েছে। কিবলা দেওয়ালে তিনটি অলংকৃত পাথরের মেহরাব এবং নামাজ কক্ষের চার কোণে চারটি ও বারান্দায় দুটি কালো পাথরের মিনার রয়েছে। মসজিদে ব্যবহৃত কালো ও বেলে পাথর সম্ভবত বাংলার পশ্চিম প্রান্তে অবস্থিত রাজমহল থেকে আনা হয়েছিল, যা এর নির্মাণের শৈল্পিক ও ঐতিহাসিক মূল্য বাড়ায়।
প্রবেশপথ: পূর্ব দিকে তিনটি, উত্তর-দক্ষিণে একটি এবং বারান্দার উভয় পাশে একটি করে খিলানকৃত প্রবেশপথ রয়েছে। দরজার নিচে পাথরের চৌকাঠ এবং পূর্ব পাশে সিঁড়ি মসজিদের স্থাপত্যে মুগ্ধতা যোগ করেছে।
গম্বুজ ও মিনার: নামাজ কক্ষের ওপর একটি বর্গাকার গম্বুজ এবং বারান্দায় তিনটি ছোট গম্বুজ রয়েছে। নামাজ কক্ষের চার কোণে চারটি এবং বারান্দায় দুটি কালো পাথরের মিনার এর শৈল্পিক মান বৃদ্ধি করেছে।
নির্মাণশৈলী: মসজিদটি ৪ ফুট উঁচু মজবুত প্ল্যাটফর্মের ওপর নির্মিত। বাইরের আয়তন উত্তর-দক্ষিণে ৪০ ফুট এবং পূর্ব-পশ্চিমে ২৬ ফুট। নামাজ কক্ষের ভেতরের মাপ ৭.৮৪ মিটার × ৭.৮৪ মিটার, আর বারান্দার মাপ ৪.৮৪ মিটার লম্বা ও ২.১২ মিটার চওড়া। দেওয়ালগুলো ১.৮০ মিটার প্রশস্ত, চুন-সুরকি ও ছোট ইট দিয়ে তৈরি।

সুরা মসজিদের ঐতিহাসিক গুরুত্ব

সুরা মসজিদ গৌড়ের সুলতানি আমলের স্থাপত্যশৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ। এই আমলে বাংলায় ইসলামিক স্থাপত্যে টেরাকোটা ও পাথরের ব্যবহার, গম্বুজের নকশা, এবং মেহরাবের কারুকাজ উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছিল। সুরা মসজিদের নির্মাণশৈলী এই সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা এটিকে ১৬শ শতকের হোসেন শাহী শাসনকালের একটি নিদর্শন হিসেবে চিহ্নিত করে। মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদফতরের তত্ত্বাবধানে পরিচালিত।

স্থানীয় জনশ্রুতি এই মসজিদকে আরও রহস্যময় করে তুলেছে। জিনের নির্মাণ বা গায়েবি স্থাপত্যের গল্প এটিকে সাধারণ মানুষের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করেছে। তবে, ঐতিহাসিক বিশ্লেষণে এই গল্পগুলোর তথ্যগত ভিত্তি পাওয়া যায় না। প্রতিদিন শত শত দর্শনার্থী মসজিদটি দেখার জন্য আসেন। অনেকে নিজেদের বিভিন্ন মানত পূরণ করার জন্য এখানে এসে রান্না করে আশপাশের লোকজনকে খাওয়ান। 





সুরা মসজিদ কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন

ঢাকা থেকে, গাবতলী বা কল্যাণপুর থেকে দিনাজপুরগামী বাস (যেমন নাবিল, এসআর, হানিফ, শ্যামলী) ধরে গোবিন্দগঞ্জ বা পলাশবাড়ীতে নামতে হবে। এরপর অটোরিকশা বা ভ্যান নিয়ে সহজেই সুরা মসজিদে পৌঁছানো যাবে।
এছাড়া ট্রেনে গেলে কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে একতা, দ্রুতযান বা পঞ্চগড় এক্সপ্রেসে গাইবান্ধা স্টেশনে নামতে হবে। সেখান থেকে বাস বা সিএনজিতে পলাশবাড়ী হয়ে সুরা মসজিদে যেতে পারবেন। নিকটবর্তী স্থান থেকে: ঘোড়াঘাট উপজেলা সদর থেকে সুরা মসজিদ প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে। সহজেই অটোরিকশা বা ভ্যানে যাওয়া সম্ভব।

সুরা মসজিদের আশপাশে থাকার ভালো ব্যবস্থা নেই। তবে দিনাজপুর শহরে বেশ কিছু থাকার জায়গা রয়েছে। চাইলে দিনাজপুরের ব্রাক লার্নিং সেন্টারে থাকতে পারেন। সেখানে থাকতে হলে আগে থেকেই বুকিং করা উত্তম।



আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!