প্রকৃতিকে ভালোবাসে বলেই মানুষ প্রকৃতির সংস্পর্শে আসতে চায়। প্রকৃতিও তার সৌন্দর্যের অপরূপ ভাণ্ডার মেলে ধরে কাছে টানে। এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গকিলোমিটারের এই ব দ্বীপে পরিচিত অপরিচিত দর্শনীয় স্থানের অভাব নেই। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন । এদেশে রয়েছে পাহাড়, সাগর, মাঠ, বিশাল নীল আকাশ– যা এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে। পাহাড়, জলপ্রপাত, বনভূমি, নদী এদেশকে করে তুলেছে অপূর্ব রূপময়। বিশাল সৌন্দর্য ভান্ডার থেকে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ | St. Martin’s Island সম্পর্কে জানা যাক ।
সেন্ট মার্টিন দ্বীপ | St. Martin’s Island
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যেখানে আকাশের নীল আর সমুদ্রের নীল মিলেমিশে একাকার। খোলামেলা বালুকাময় সৈকত আর সমুদ্রের বিরামহীন গর্জন যেন নীল রঙের রাজ্যে পরিণত করেছে সেন্টমার্টিন দ্বীপকে।এখানে যেন প্রকৃতি তার দুইহাত মেলে সব সৌন্দর্য ঢেলে দিয়েছে।
দক্ষিণের স্বর্গ নামে পরিচিত এই দ্বীপে সারি সারি নারিকেল গাছ, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাঙচিল, সৈকতের স্নিগ্ধ বাতাসে গা জুড়িয়ে নেওয়া, কেয়াবন আর সাগরলতার মায়াময় স্নিগ্ধতায় মন জুড়িয়ে যায় নিমিষেই। ভাটায় জেগে উঠা নান্দনিক প্রবাল প্রাচীর,উড়ে চলা গাঙচিল, পশ্চিম বিচ থেকে দেখা সূর্যাস্থের অপরুপ দৃশ্য, স্নিগ্ধ বাতাস আর অগভীর সমুদ্রের স্বচ্ছ নীলে বাধভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠার লোভে প্রতি বছর লাখ লাখ পর্যটক এই দ্বীপে তাদের পদচিহ্ন আঁকেন।
সেন্টমার্টিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গকিলোমিটার এবং উত্তর ও দক্ষিণে লম্বা। এই দ্বীপের তিন দিকের ভিত শীলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে উঠে। স্থানীয়ভাবে পেজেলা নামে পরিচিত এক ধরনের সামুদ্রিক শৈবাল সেন্টমার্টিনে প্রচুর পাওয়া যায়।
Local names of the island are “Narikel Jinjira”
সেন্টমার্টিনকে নারকেল জিঞ্জিরা-ও বলা হয়ে থাকে
সেন্টমার্টিনকে নারকেল জিঞ্জিরা-ও বলা হয়ে থাকে

tourist places in saint martin
সেন্ট মার্টিন দ্বীপে ঘোরাঘুরি | পর্যটন স্পট
সেন্ট মার্টিন দ্বীপ এক রাত না থাকলে উপভোগ করা সম্ভব নয় । ভালো হয় দুই রাত থাকলে । আর যদি পূর্নিমা রাত হয় তবে সেই রাতটা হবে আপনার জীবনের স্মরণীয় একটা রাত। নিজেকে চিনতে এবং বেচে থাকার মানে নতুন করে আবিস্কার করতে পারবেন।
সেন্ট মার্টিন দ্বীপ ছাড়াও আপনি ছেড়া দ্বীপ , প্রবাল দ্বীপ, নারিকেল জিঞ্জিরা ঘুরবেন । এছাড়া সেন্ট মার্টিনে স্কুবা ড্রাইভিং এবং স্নোরকেলিং করে সমুদ্রের বিচিত্রতা উপভোগ করতে পারবেন ।
travel to saint martin
সেন্ট মার্টিন দ্বীপ কিভাবে যাবো
ঢাকা চট্টগ্রাম থেকে বাসে করে টেকনাফ যেতে হয়। টেকনাফ থেকে সমুদ্রপথে জাহাজে করে সেন্টমার্টিন যেতে হয়। এছাড়া সাগরপথে চট্টগ্রাম থেকে ২৩৬ কিলোমিটার দূরে সেন্ট মার্টিন যেতে পারবেন সরাসিরি এমভি বে ওয়ান জাহাজে । সারারাত লাইভ মিউজিক, জাহাজের গায়ে আছড়ে পড়া জলরাশির রিদমিক শব্দ সত্যিই উপভোগ্য।












































সোর্স-
জাতীয় পত্রিকা