রাজশাহী সিল্ক: প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে আসা ঐতিহ্য
একটি মাত্র রাজশাহী সিল্ক শাড়ি তৈরি করতে প্রায় ৫০০০টি রেশমগুটি প্রয়োজন হয়। সময়মতো গুটির ভেতরের পোকাকে মেরে না ফেললে পূর্ণ পোকা বা প্রজাপতি গুটি কেটে বেরিয়ে আসে, ফলে একটানা দীর্ঘ সুতা নষ্ট হয়ে যায়।