শ্রীমঙ্গল SREEMANGAL

Tea capital of Bangladesh

শ্রীমঙ্গল | SREEMANGAL

দুটি পাতার একটি কুঁড়ির দেশ সিলেট। শ্রীমঙ্গল বেড়ানো যায় বারো মাস জুড়েই তবে যখন খুব বৃষ্টি হয় তখনকার শ্রীমঙ্গল সব চাইতে আলাদা এবং সুন্দর আর শীতের সময়কার সকালের কুয়াশা ঘেরা শ্রীমঙ্গল দিবে আলাদা অনুভুতি ।

শ্রীমঙ্গল

SREEMANGAL

প্রকৃতিকে ভালোবাসে বলেই মানুষ প্রকৃতির সংস্পর্শে আসতে চায়। প্রকৃতিও তার সৌন্দর্যের অপরূপ ভাণ্ডার মেলে ধরে কাছে টানে। এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গকিলোমিটারের এই ব দ্বীপে পরিচিত অপরিচিত দর্শনীয় স্থানের অভাব নেই। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন । এদেশে রয়েছে পাহাড়, সাগর,  মাঠ, বিশাল নীল আকাশ– যা এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে। পাহাড়, জলপ্রপাত, বনভূমি, নদী এদেশকে করে তুলেছে অপূর্ব রূপময়। বিশাল সৌন্দর্য ভান্ডার থেকে বাংলাদেশের শ্রীমঙ্গল | SREEMANGAL সম্পর্কে জানা যাক ।

প্রথমেই বলি, শ্রীমঙ্গল কোনো সাধারণ জায়গা নয়। এটি এমন একটি স্থান যেখানে প্রকৃতি নিজ হাতে তুলির আঁচড়ে তৈরি করেছে এক চমৎকার ক্যানভাস। যদি আপনার জীবনে “চা” শব্দটা শুনলেই মন খুশিতে নেচে ওঠে, তাহলে শ্রীমঙ্গলে আপনাকে স্বাগত। কারণ এখানে চা শুধু পানীয় নয়, এটি একটি আবেগ। চায়ের বাগানের মধ্যে হাঁটলে মনে হবে আপনি কোনও চায়ের বিজ্ঞাপনের শুটিংয়ে রয়েছেন।

শ্রীমঙ্গল এমন একটি জায়গা, যেখানে প্রকৃতি নিজে আপনাকে ডাকছে। এর সবুজ চা-বাগান, মায়াবী লেক, আর জঙ্গলের রহস্যময়তা আপনাকে একটি স্মরণীয় অভিজ্ঞতা দেবে। তাই আর দেরি করবেন না। এই শীতে একটি ব্যাগ প্যাক করুন, ট্রেনের টিকিট কেটে ফেলুন, আর বেরিয়ে পড়ুন শ্রীমঙ্গলের পথে।

কেননা, জীবন একটাই, আর শ্রীমঙ্গলের মতো জায়গা ঘোরার সুযোগও সবসময় আসে না!

SREEMANGAL

কেন শ্রীমঙ্গল?

দুটি পাতার একটি কুঁড়ির দেশ সিলেট। সেই চায়ের দেশের রাজধানী যেন শ্রীমঙ্গল। মৌলভীবাজার এর শ্রীমঙ্গল উপজেলা। যেদিকে দু’চোখ যায় দেখতে পাওয়া যায় শুধু সবুজ আর সবুজ। সুনীল আকাশ, সাজানো সবুজ চা বাগান আর সুউচ্চ সবুজ পাহাড়ি টিলার নয়নাভিরাম দৃশ্যাবলির দেশ শ্রীমঙ্গল। 

কিন্তু চা ছাড়াও এখানে আরো অনেক কিছু আছে। যেমন ধরুন, লাউয়াছড়া জাতীয় উদ্যান। এটি এমন এক জঙ্গল, যেখানে পাখি ডাকলে মনে হবে কোনও সিম্ফনি অর্কেস্ট্রা চলছে। আর বানরগুলোকে দেখলে মনে হতে পারে, তারা আপনার মোবাইল নিয়ে সেলফি তোলার অপেক্ষায় আছে।
তাছাড়া, মাধবপুর লেকের কথা না বললেই নয়। এটি এমন একটি জায়গা, যেখানে গেলে আপনার মনে হবে, আপনি কোনও রহস্যময় গল্পের মধ্যে ঢুকে পড়েছেন। চারপাশে সবুজ পাহাড়, মাঝে ঝকঝকে পানি—মনে হবে আপনি কোনও স্বপ্নের রাজ্যে এসে গেছেন।

এখানে যেমন রয়েছে পাহাড় এবং সবুজ অরণ্য তেমনি রযেছে হাওঢ় এবং বিল। পাশাপাশি আদিবাসী মনিপুরী, গাড়ো, খাসিয়া, টিপরাদের বসবাস । আদিবাসীদের কালচার দেখলে আপনার ভ্রমন হবে আরো বৈচিত্রময়। এছাড়া চা বাগান, রাবার বাগান, লেবু বাগান, পানের বরজ কিংবা আনারর এর বাগান আপনাকে নয়নাভিরাম করে রাখবে।

শ্রীমঙ্গল বেড়ানো যায় বারো মাস জুড়েই তবে যখন খুব বৃষ্টি হয় তখনকার শ্রীমঙ্গল সব চাইতে আলাদা এবং সুন্দর আর শীতের সময়কার সকালের কুয়াশা ঘেরা শ্রীমঙ্গল দিবে আলাদা অনুভুতি। শীতের কোমল রোদ আর প্রকৃতির মায়াবী পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই।

Tea Garden PC by fxyz/2021

শ্রীমঙ্গলে কী কী করবেন?

চা-বাগান ঘুরে বেড়ানো: শ্রীমঙ্গলে এসে চা-বাগান না ঘুরলে, তা হবে প্যারিস গিয়ে আইফেল টাওয়ার না দেখা—পুরো ট্যুরটাই মাটি! চা-বাগানের কাঁচা চায়ের গন্ধে মন ভরে যাবে। আর হ্যাঁ, ছবি তুলতে ভুলবেন না। কারণ আপনার ইনস্টাগ্রামে এই ছবিগুলো দেখলে আপনার বন্ধুরা ঈর্ষায় নীল হয়ে যাবে।

লাউয়াছড়া জঙ্গল সাফারি: সকালে লাউয়াছড়া যান। এখানে হাঁটলে মনে হবে, আপনি কোনও অ্যাডভেঞ্চার মুভির হিরো। বনজঙ্গলের গন্ধ, পাখিদের কলরব, আর প্রকৃতির সবুজে মন হারিয়ে যাবে। কিন্তু সাবধান, বানরের সাথে বেশি বন্ধুত্ব করতে যাবেন না।

মাধবপুর লেকের সৌন্দর্য: বিকালে মাধবপুর লেকে যান। এখানে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। আর একটা নৌকা ভাড়া নিয়ে লেকের মাঝখানে গিয়ে ছবি তুলুন। ছবি দেখে সবাই ভাববে আপনি কোনও রোমান্টিক সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

শ্রীমঙ্গলে ঘোরাঘুরি | পর্যটন স্পট

মাধবকুন্ড জলপ্রপাত
হামহাম জলপ্রপাত
লাউয়াছড়া উদ্যান
নীল কন্ঠের সাত রঙের চা
মাধবপুর লেক
লাসুবন গিরিখাদ
বাইক্কা বিল

রাবার বাগান
স্বর্নালী ছড়া
শিতেস বাবুর চিড়িয়াখানা
চা গবেষণা কেন্দ্র
চা জাদুঘর
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৈাধ

খাবারের কথা বলবো না, তা কি হয়?

শ্রীমঙ্গলে চায়ের সাথে মিষ্টি স্ন্যাকস খাবার অভিজ্ঞতা অন্যরকম। এখানে স্থানীয় রেস্টুরেন্টে সাত রঙের চা খেতে ভুলবেন না। এটি শুধু চা নয়, এটি একটি যাদু! প্রথমবার খেলে আপনি ভাববেন, কীভাবে একটি গ্লাসে সাতটি রঙের স্তর বানানো সম্ভব! (ইয়েস, বিজ্ঞানও এখানে হার মেনেছে!)

শ্রীমঙ্গল কীভাবে যাবেন এবং থাকবেন কোথায়?

ঢাকা থেকে শ্রীমঙ্গল ট্রেনে বা বাসে যেতে পারেন। ট্রেনে গেলে রেলপথের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর বাসে গেলে সিটে বসে প্ল্যান করবেন, কীভাবে সব জায়গায় ঘুরবেন। আর যদি নিজস্ব গাড়ি নিয়ে যান, তাহলে গান বাজিয়ে পুরো রাস্তাটা আরও মজার করে তুলুন।

শ্রীমঙ্গলে থাকার জন্য বিভিন্ন ধরনের হোটেল আছে। আপনার বাজেট যাই হোক না কেন, এখানকার অতিথিপরায়ণতা আপনাকে মুগ্ধ করবে। স্থানীয় রিসর্টগুলোতে থাকার অভিজ্ঞতা অসাধারণ। যদি পারেন, পাহাড়ের পাশে কোনও কটেজ বেছে নিন—রাতে ঝিঁঝি পোকার শব্দে ঘুম আসবে যেন এক রূপকথার দুনিয়ায়।

বাংলাদেশের সেরা পর্যটন স্পট Tours & Travels In Bangladesh post web
monipuri sharee মণিপুরী নৃ-গোষ্ঠীর জীবন ও তাঁতশিল্পের গল্প x bfa x fxyz V2 - Copy

Manipuri Saree

মণিপুরী নৃ-গোষ্ঠীর জীবন ও তাঁতশিল্পের গল্প

সিলেটের মনিপুরী উপজাতিরাই সাধারণত মনিপুরী শাড়ি বুনে থাকে। মনিপুরী শাড়ি আমাদের নিজস্ব একটা ঐতিহ্য হওয়া সত্বেও এটা ভারতের জিআই পণ্য হিসেবে স্বীকৃত, আমাদের নয়।



https://www.pinterest.com/bdfashionarchive/tour-and-travel/

সোর্স-

উইকিপিডিয়া

জাতীয় পত্রিকা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!