অ্যান্ড্রোজিনাস ফ্যাশন কী?
.
আচ্ছা, অ্যান্ড্রোজিনাস ফ্যাশন কী? ভাবছেন, এটা কি এমন কিছু – যা নারীরা পুরুষদের পোশাক পরবে বা পুরুষেরা নারীদের পোশাক? না, মোটেও না। এটা আসলে এমন একটা স্টাইল যা কোনো লিঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়। ১৯২০-এর দশকে যখন নারীরা স্যুট আর ট্রাউজার পরতে শুরু করল, তখন থেকেই এর যাত্রা। আর ৬০-এর দশকে ডেভিড বোই আর টুইগি মিলে এটাকে ফ্যাশনের শীর্ষে নিয়ে গেল। এখন, ২০২০-এর দশকে এসে, গুচি বা প্রাডার মতো ব্র্যান্ডগুলোও তাদের কালেকশনে অ্যান্ড্রোজিনাস ফ্যাশনকে গুরুত্ব দিচ্ছে।
অ্যান্ড্রোজিনাস ফ্যাশনের সবচেয়ে বড় শক্তি হলো, এটা লিঙ্গভিত্তিক সীমাবদ্ধতাকে ভেঙে দেয়। এখানে “মেয়েদের” বা “ছেলেদের” পোশাক নেই। আছে শুধু “আমার” পোশাক। ঢিলেঢালা, আরামদায়ক, কিন্তু স্টাইলিশ। কটন হোক, ডেনিম হোক বা খাদি – যে কোনো উপকরণে তৈরি হলেও, পোশাকের মেসেজ একটাই: এটা শুধু স্টাইল নয়, এটা একটা স্টেটমেন্ট।
তবে বাংলাদেশের প্রেক্ষাপট? ঢাকার রাস্তা দিয়ে হেঁটে গেলে দেখবেন, তরুণরা ওভারসাইজ শার্ট, ঢিলেঢালা প্যান্ট আর স্নিকার্সে নিজেদের স্টাইল প্রেজেন্ট করছে।
এই যে বাংলাদেশের তরুণ প্রজন্ম স্ট্রিট ফ্যাশনে নিজেদের মতো করে “অ্যান্ড্রোজিনাস” ধারণাকে গ্রহণ করছে, সেটা দেখে বোঝা যায়, আমরা ভবিষ্যতের দিকে ভালোভাবেই এগিয়ে যাচ্ছি। টেকসই ফ্যাশনের প্রসঙ্গ আসলেই বুঝি, পোশাক ভাগাভাগি করার এই ধারণাটা পরিবেশের জন্যও দারুণ সুবিধাজনক।
আর্কা ফ্যাশন উইক ২০২৫
.
আর এই বছর আর্কা ফ্যাশন উইক ২০২৫ তো সবকিছুকে ছাপিয়ে গেছে। আলোকি স্টুডিওতে বসে ভাবছিলাম, এত দর্শকের মধ্যে একটা ব্যাপার কমন – কারও পোশাক নিয়ে কেউ কোনও নেগেটিভ মন্তব্য করছে না। সবাই পোশাককে দেখছে এক ধরনের মুক্ত চিন্তার প্রতীক হিসেবে। একজন তার বাবার ঢ়িলেঢ়ালা শার্ট তার উপরে ফো লেদারের কালো ব্লেজার আর ক্রস চোকার। তাদের মধ্যে কেউ লেপার্ড প্রিন্ট টপ আর ডেনিমের মিনি স্কার্ট । কেউ পোলো শার্ট , ব্লেজার , টাই আর ওয়াইড লেগ ডেনিম লুক দিয়ে এসেছে। সবাই তাদের স্টেটমেন্ট দেখে এমনভাবে হাততালি দিল যেন তারা কোনো সুপারহিরো! বুজাইযাচ্ছে তারা সবাই নিজস্ব ব্যক্তিত্বকে পোশাকের মাধ্যমে তুলে ধরেছে।
আর্কা ফ্যাশন উইক ২০২৫ হয়েছে গুলশানের আলোকিতে। চারদিন ব্যাপী এই আয়োজনটি সবধরনের ফ্যাশনপ্রেমী মানুষের আগমন ও অংশগ্রহণে এটি পরিণত হয়েছে এক ফ্যাশন উৎসবে। অনেকের বলেছে এই ফ্যাশন উইক বাংলাদেশের মিলান কিংবা প্যারিস ফ্যাশন উইকের মত। ফ্যাশন প্রেমীরা অপেক্ষায় থাকে নিরক্ষিধর্মী পোশার পরার জন্য।

আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️

অ্যান্ড্রোজিনাস ফ্যাশন, যেখানে লিঙ্গ বলে কিছু নেই!
fayze hassan