আর্কা ফ্যাশন উইক: দ্বিতীয় আসর

তুলে ধরা হয়েছে বর্তমান তরুণদের ফ্যাশন ট্রেন্ড। ইভেন্ট ঘুড়ে দেখা গেলো জেনজি -দের বেশ সম্পৃক্ততা। আগামী ফ্যাশন অনুসারী।

Arka Fashion Week 

বাংলাদেশের ফ্যাশনকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে ‘আর্কা ফ্যাশন উইক: দ্বিতীয় আসর’। রাজধানীর তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে সকাল ১১ থেকে রাত ১০টা পর্যন্ত প্রতিদিন চলবে এই আয়োজন। ১৩ জুন শুরু হওয়া এই উৎসব চলবে ১৬ জুন পর্যন্ত। এখানে তুলে ধরা হয়েছে বর্তমান তরুণদের ফ্যাশন ট্রেন্ড। ইভেন্ট ঘুড়ে দেখা গেলো জেনজি -দের বেশ সম্পৃক্ততা। আগামী ফ্যাশন অনুসারী।

আয়োজনে যা যা থাকছে

ফ্যাশন শো

মার্কেটপ্লেস

ডিজাইন ল্যাব

টাঙ্গাইল তাঁত প্রদর্শনী

কনসার্ট

এবং সেমিনার।

তরুণদের আকর্ষণ ছিলো মার্কেটপ্লেসকে ঘিরে। এখানে ফ্যাশন উদ্যোক্তারা নিজেদের তৈরি ফ্যাশন পণ্য নিয়ে হাজির হয়েছে। জেনজিদের আকর্ষণ করতেই প্রতিটি স্টলগুলো সাজিয়ে তোলা হয়েছে। আর্কা ফ্যাশন উইকের মার্কেটপ্লেসে অংশগ্রহণকারীদের বেশির ভাগই মূলত ক্ষুদ্র উদ্যোক্তা।

বিভিন্ন ডিজাইনারদের নিয়ে রানওয়ে চলবে তিন দিন ধরে। প্রতিদিন চার ভাগে অনুষ্ঠিত হবে ফ্যাশন শো। যাদের মধ্যে কয়েকজন নতুন ও উদীয়মান ডিজাইনারের পাশাপাশি থাকবে দেশীয় স্বনামধন্য ডিজাইনারদের প্রদর্শনী।

টাঙ্গাইলের তাঁত প্রদর্শনী। এখানে সাজানো হয়েছে বাংলাদেশের ঐতিহ্যময় টাঙ্গাইল তাঁতকে মাথায় রেখে। এই উদ্যোগ সাত জন উদীয়মান শিল্পীকে তাঁত সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে একটি সহযোগিতামূলক প্রদর্শনী তৈরি করেছে। যা টাঙ্গাইল তাঁতের গভীর ইতিহাস, বর্তমান শৈল্পিক অনুশীলন এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলো প্রদর্শন করে। শিল্পীরা হলেন তুলসী রানী দাস, আসিফ ইফতেখার, তানিশা তাসনিম কুয়াশা, অনিকা তাসনিম অনুপ, সারাহ জাবিন, মহোসিন কবির এবং নাজমুন নাহার কেয়া।

তরুণদের আগ্রহের আরও একটি কেন্দ্র বিন্দু ছিলো ডিজাইন ল্যাব। এটি মূলত একটি ইন্টার‍্যাক্টিভ স্পেস। এখানে যে কেউ নিজস্ব ডিজাইনে পোশাক বা অনুষঙ্গ তৈরি করতে পারেন। ধারণাটি হলো, সেখানে থাকবে সাতটি স্টেশন। যেকোনোটি থেকে তারা ব্লক প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, হ্যান্ডপেইন্ট, অ্যাপলিকে আর প্যাচওয়ার্কের মতো কোনো না কোনো মাধ্যমে ভ্যালু অ্যাড করে নিতে পারবেন নিজের মতো করে। 

এ ছাড়াও কনসার্টের আয়োজন রয়েছে প্রতিদিন শেষ বেলায়। যেখানে ফিরোজ জং ও কার্নিভাল, মুজা, ইন্দালো এবং বিশেষ শিল্পী বা ব্যান্ডের পরিবেশনা।

আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার। আয়োজক আজরা মাহমুদ, তাহসিন এন চৌধুরী, অমিয়া খুন্দকার, আফশান সাত্তার, শিফা মামুন, নওশিন খায়ের, শেখ সাইফুর রহমান, মেহরুজ মুনির ও জারিন রাশিদ। স্ট্র্যাটেজিক পার্টনার আলোকি, ভাই ভাই প্রোডাকশনস, ব্লিৎজ, আইসটুডে, হাল ফ্যাশন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link