



ফ্যাশন ব্রান্ড- দেশাল
দেশাল সবসময়ই একটু আরামদায়ক কাপড়চোপড়ের দিকে বেশি নজর দেয়। এবারেরে ঈদ কালেকশনও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি যোগ হওয়া দেশালের নতুন সাব-ব্র্যান্ড ‘নয়া’ থেকে আনা টপসগুলো ভীষণ আরামদায়ক কাপড়ে তৈরি এবং ডিজাইনগুলোও ভীষণই স্বাচ্ছন্দ্যের সাজে পরিপূর্ণ। রঙের ক্ষেত্রে দেশাল এগিয়ে রাখছে একটু ম্যাট কালারগুলোকে। বাদামি, কচুপাতা রঙ, মেটে রঙ ইত্যাদির আলসে আরাম ছড়িয়ে আছে দেশালের শাখাগুলোতে।

ফ্যাশন ব্রান্ড- ইয়েলো
ইয়েলোতে যেন এবার জ্যামিতিক ফ্যাশন রাজত্ব করছে। সব ধরনের পোশাকেই তারা জোর দিয়েছে প্যাটার্ন থিমের নকশার উপর। এই নকশার ধাঁচটির নাম হচ্ছে ‘ইক্কত প্যাটার্ন’। বর্তমানে পোশাকের পাশাপাশি বিভিন্ন হাতব্যাগেও এর প্রচলন শুরু হয়েছে। বাঙালিয়ানা ও পাশ্চাত্যের মিশেলে ইয়েলোর কালেকশনে রয়েছে নারীদের জন্য জর্জেট কাপড়ের ওয়েস্টার্ন ধাঁচের কলারওলা কটি। বাচ্চাদের জন্য কটি ও পাঞ্জাবির ‘কম্বো’ রয়েছে, যাতে বাচ্চাদের জন্য পোশাক বাছাই আরো সহজ হয়। এছাড়াও কটিতে যে গৎবাঁধা নকশাই থাকতে হবে, এ ধারণাকে অতিক্রম করে কটিতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধাঁচের ফ্লোরাল প্রিন্ট। ইয়েলোর থ্রি-পিসগুলোতে তেমন কোনো নতুনত্ব দেখা যায়নি। তবে মৃদু রঙের প্রতি দেশালের মতো ঝোঁক দেখা যায় ইয়েলোতেও। বিশেষ করে কুর্তিগুলোতে পিচ, প্যাস্টাল গ্রিন, ডাস্টি পিংক, আসমানি, হালকা বাদামি ইত্যাদি বিভিন্ন প্যাস্টাল রঙের জয়জয়কার দেখা গিয়েছে।u003cbru003e

ফ্যাশন ব্রান্ড- আড়ং
আড়ং আমাদের আটপৌরে নিত্যকার জীবনকে ধারণ করে আছে তাদের পোশাকে। চারদিকে যখন বেশিরভাগ কাপড়চোপড়েই আরোপিত তারুণ্যের জয়গান, সেখানে আড়ং এর এমন কালেকশন অন্যভাবে ভাবায়। বড় বড় ফ্লোরাল প্রিন্টের শাড়ি-থ্রিপিস যেন নতুন করে ভাবায় কিভাবে লেগেসি মেন্টেইন করে আধুনিক পোশাক তৈরী করতে হয়।

Bespoke লাইফস্টাইল 𖥧 তোমার রুচি, তোমার নিয়ম
fayze hassan
রাজশাহী সিল্ক: প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে আসা ঐতিহ্য
fayze hassan
এই বর্ষায় পায়ের স্টাইল মেইনটেইন করুন: বৃষ্টির মাঝে ফ্যাশনের গল্প!
fayze hassan
মাহীন খানের ‘Crafting the Many Threads of Cultural Textiles’: বাংলাদেশের ঐতিহ্যের প্রদর্শনী
bdfashion archive
রানা প্লাজা ভবন ধস এবং “Who Made My Clothes?” আন্দোলনের উত্থান
bdfashion archive
