বাংলাদেশের পোশাক শিল্পের যাত্রা শুরু হয় ষাটের দশকে। তবে এই শিল্পের বিকাশ সত্তরের দশকের শেষ পর্যন্ত রপ্তানি খাত হিসেবে বিকশিত হতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প। সাথে সাথে বিকশিত হতে থাকে দেশীয় ফ্যাশন হাউস গুলো। দেশীও এবং নিজস্ব নকশায় তৈরি পোশাক গুলো সবার আগ্রহ তৈরি করে, যা নিজস্ব ধারায় ফ্যাশনেবল হয়ে উঠতে সাহায্য করেছে। তার ধারাাহিকতায় বাংলাদেশের স্থানীয় ফ্যাশন শিল্পের পরিধি ধীরে ধীরে বাড়ছে। ১৬ কোটি মানুষের বিশাল বাজারের কথা মাথায় রেখে নতুন নতুন দেশীয় ব্র্যান্ড আসছে। এই সংখ্যা একটি প্রতিশ্রুতিশীল হারে বাড়ছে.। সময়ের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক ডিজাইন ও মানের বিষয়টি মাথায় রেখে বেশ কিছু ফ্যাশন হাউস প্রতিষ্ঠিত হয়েছে যা এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডে পরিণত হয়েছে। ধারাবাহিকতায় এবার “ কিউরিয়াস | QRIUS “ . . .
কিউরিয়াস | QRIUS
বাংলাদেশের ঐতিহ্য, শিল্প, সংস্কৃতিকে এগিয়ে নিতে যুক্ত হলো দেশীয় লাইফস্টাইল ব্র্যান্ড- “ কিউরিয়াস “। উদ্ভাবন, কল্পনা এবং কৌতূহলকে শক্তি হিসাবে ধারন করে গুণগত মান এবং টেকসই জীবনধারা গড়ার লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে ২০২০ সাল থেকে। পথচলার শুরু থেকেই তারা প্রাধান্য দিয়ে এসেছে বাংলাদেশের ঐতিহ্য, শিল্প, সংস্কৃতিকে। তাদের গৃহসজ্জার পণ্য থেকে শুরু করে পোশাক-আশাক- সবখানে রয়েছে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার বৈচিত্র্যময় মেলবন্ধন। ইতিমধ্যে ঐতিহ্যবাহী ও আভাঁ-গার্ডে ফিউশনভিত্তিক পণ্য দিয়ে নজর কেড়েছে ফ্যাশনসচেতন মানুষদের।
১৩ই ফেব্রুয়ারী ২০২০ সালে বনানীতে গ্রান্ড ওপেনিং এর মাধ্যমে যাত্রা শুরু করে কিউরিয়াস। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি ডেকো লেগ্যাসি গ্রুপের একটি সহ-প্রতিষ্ঠান কিউরিয়াস লাইফস্টাইল। এর প্রধান উদ্যোক্তা ও চেয়ারম্যান এম শাহাদাত হোসেন কিরণ এবং ক্রিয়েটিভ ডিরেক্টর এবং ডিজাইন কনসালট্যান্ট ফ্যাশন গবেষক ডিজাইনার চন্দ্র শেখর সাহা।
Objective | কিউরিয়াসের লক্ষ্য
সমৃদ্ধ দেশীয় হেরিটেজকে আধুনকিতার মোড়কে উপস্থাপনার মধ্যে দিয়ে আগামীর ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে ওঠাই কিউরিয়াসের লক্ষ্য।
আমরা পোশাকের মধ্যদিয়ে আপনাদের জন্য গল্প তৈরি করি, আর আমাদের গল্প যা আপনার মাধ্যমে বেঁচে থাকবে।
কিউরিয়াস | QRIUS Official Logo


কিউরিয়াস | QRIUS
ESTABLISHED: 2020 | 13 FEBRUARY
FOUNDER : Chairman of Dekko Legacy Group, Mr M. Shahadat Hossain (Kiron)
CONTACT INFO
E-commerce site : www.qriusbd.com
Email Address: support.qrius@dekkolegacy.com
Official Facebook Page: QRIUS
Contact No: 01887-222333
ADDRESS
Head Office
Shimanto Shambhar,
8th Floor, Rd No. 2, Dhanmondi, Dhaka – 1205

SHOWROOM
Q 1 – Banani Outlet
Flag Ship outlet , Road 11 Banani C/A.
Q 2 – Mirpur Outlet
Sony Square, Mirpur.
Q 3 – Dhanmondi Outlet
House 54, Road 10/A, Satmasjid Road,
Dhanmondi C/A, Dhanmondi.
SIGNETURE COLLECTION
আর্ট অফ গিফট ও ওয়াজিদ আলী শাহ পাঞ্জাবী কালেকশন
আর্ট অব গিফট ক্যাটাগরিতে ফেলে দেওয়া কাঠ এবং বৃক্ষের শরীর থেকে তৈরি হয়েছে নানা পণ্য। মোট চার ধরনের উপকরণ থেকে তৈরী করা হয় ৫৫টি পণ্য। ঐতিহ্যগতভাবে লখনৌর নবাবদের পোশাকী বিলাসীতায় সূক্ষ্মতর শিল্পবোধ অনস্বীকার্য। ইতিহাসের অভিনব ধারায়, রুচিবোধ ও শিল্পের উৎকর্ষে ওয়াজিদ আলী শাহ্ চিরস্মরণীয়। কিউরিয়াস সে ফেলে আসা সময়ের নবাবী আভিজাত্যময় নান্দনিকতায় অনুপ্রাণিত হয়ে ২০২২ সালের ঈদ উৎসবে পাঞ্জাবির বিশেষ কালেকশন নিয়ে আসে। এ সংগ্রহ নামাঙ্কিত হয়েছে ‘ওয়াজেদ আলী শাহ্’। সুতিতে মসলিনের অনুভব লখনৌ ঘরানার স্বকীয়তারই উদাহরণ। জমিনে কারচুপির কৌশলগত সংমিশ্রণে রচিত শায়েরিতে প্রতিফলিত হয়েছে মোহনীয় আলোছায়ার ছন্দময় বিন্যাস। তৈরি করা হয়েছে অনবদ্য টুপি কালেকশন।

কিউরিয়াস | QRIUS | পথ চলা
















উইন্ডো ডিসপ্লে | WINDOW DISPLAY | কিউরিয়াস
Achievement | সফল অধ্যায়
নিছক প্রদর্শনী নয়, ভাবনার এক অধ্যায়
WINTER EXHIBITION






বিস্তারিত : নিছক প্রদর্শনী নয়, ভাবনার এক অধ্যায় | WINTER EXHIBITION




