





শীতল পাটির ছবি
Gallery of SHITAL PATI






বোটনিপাটি
Botni Pati
নোয়াখালির কোম্পানিগঞ্জ এলাকার বহু কারুশিল্পী এই বটনিপাটির সাথে জড়িত আছে পেশা ও সখের সুত্রে। এর মধ্যে কোম্পানিগঞ্জের একজন মরিয়ম বেগম যিনি শ্রেষ্ঠ কারুলিল্পী সন্মাননায় ভূষিত হয়েছেন। তিনি তার মনন ও দক্ষতায় তৈরী করে চলেছেন ভিভিন্ন মটিফের বটনী পাটি। শুধু তাই নয় তিনি স্থানীয় গ্রামীন মহিলাদের স্বাবলম্বী করে তুলতে গঠন করেছেনে ‘নারী কুঠির’ নামে একটি সংগঠন।




পোশাকে শীতল পাটির নকশা
Dress Design inspired by Shital Pati
শীতলপাটি একই সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও লোকশিল্প। আর এই ঐতিহ্যবাহী কারুশিল্পর গ্রহণযোগ্যতা বাড়াতে দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে হবে। বেশি বেশি করে ব্রান্ডিং করতে হবে। তার ধারাবাহিকতায় দেশীয় ফ্যাশন হাউজগুলো চেষ্টা করে ঐতিহ্যময় কারুশিল্পের নকশা গুলো পোশাকে নিয়ে আসতে যাতে এর বিভিন্ন মাত্রায় বৈচিত্রতা পায়।









তথ্যসূত্র: এই নিবন্ধের তথ্যাবলী বিভিন্ন গবেষণা প্রবন্ধ, পত্রিকা প্রতিবেদন ও বিশ্বকোষ থেকে সংগৃহীত ও যাচাই করা হয়েছে। বিশেষত উইকিপিডিয়া (bn.wikipedia.org), প্রথম আলো (prothomalo.com), দ্য ডেইলি স্টার (thedailystar.net), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (tbsnews.net) , www.dailysangram.com সহ দেশি-বিদেশি উৎস থেকে শীতল পাটি এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও লোকশিল্প সম্পকৃত তথ্য নেওয়া হয়েছে। এছাড়াও শীতল পাটির সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং কারুশিল্প হিসেবে এর গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন আঞ্চলিক সাংবাদিকদের লেখা ফিচার ও অনলাইন আর্কাইভ ব্যবহার করা হয়েছে।

হস্ত ও কারুশিল্প মানচিত্র | ঢাকা বিভাগ

হস্ত ও কারুশিল্প মানচিত্র | রাজশাহী বিভাগ

হস্ত ও কারুশিল্প মানচিত্র | সিলেট বিভাগ

হস্ত ও কারুশিল্প মানচিত্র | রংপুর বিভাগ

ঐতিহ্যময় হস্ত ও কারুশিল্প মানচিত্র | ময়মনসিংহ বিভাগ

হস্ত ও কারুশিল্প মানচিত্র | বরিশাল বিভাগ
আরও পড়ুন -
-
লালনের ছেউড়িয়া থেকে গ্রামবাংলার মেলা—বাংলাদেশের একতারা শিল্প
-
পাটশিল্পের পুনর্জাগরণ: গ্রামীণ কারুশিল্প থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডিং
-
বাংলাদেশের পাটশিল্প: ঐতিহ্য, বর্তমান অবস্থা ও সোনালি আঁশের ভবিষ্যৎ সম্ভাবনা
-
রাজশাহী সিল্ক: প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে আসা ঐতিহ্য
-
কোমর তাঁত: পার্বত্য অঞ্চলের গাঁথা ইতিহাস ও সংস্কৃতি