হুডি: ফ্যাশনের ইতিহাসে এক কিংবদন্তি
যদিও হুডি এখনকার তরুণদের ফ্যাশন স্টেটমেন্ট, এর ইতিহাস কিন্তু বেশ পুরনো। সত্তর দশকে নিউইয়র্কের তরুণেরা তাদের স্টাইলের অংশ হিসেবে হুডি বেছে নেয়। হুডি যেন তাদের “ক্যাজুয়াল কুলনেস” প্রকাশের মাধ্যম হয়ে ওঠে।
‘রকি’ সিনেমা: ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এই হলিউড ব্লকবাস্টার মুভিতে সিলভেস্টার স্ট্যালোনের হুডি পরা সেই ট্রেনিং সিকোয়েন্সগুলো হুডির জনপ্রিয়তা বাড়িয়ে তোলে।
এরপর থেকে হুডি হয়ে গেল স্ট্রিট ফ্যাশনের অপরিহার্য অংশ। স্কেটবোর্ডার, র্যাপার, এবং কলেজ পড়ুয়া সবাই এটি পরতে শুরু করল।
হুডি কেন সবার প্রিয়?
হুডি ছেলে-মেয়ে সবার জন্য মানানসই। তাই হুডি ইউনিসেক্স ফ্যাশনের একটি অংশ
ক্যাজুয়াল, আউটডোর, জিম—যেকোনো জায়গায় মাল্টিপারপাস আউটফিট হিসেবে সহজেই খাপ খেয়ে যায়।
স্টাইলের সঙ্গে আরাম খুঁজলে হুডির বিকল্প নেই।
মেকআপ বা চুলের ঝামেলা? হুডি আছে তো! চটজলদি মাথা ঢাকুন আর নিজেকে “ক্যাজুয়াল বাট কুল” দেখান।
যুগের চাহিদা আর ফ্যাশনের বৈচিত্র্যে হুডির নানা ডিজাইন ও ফরম্যাট:
পুলওভার হুডি: ক্লাসিক এবং সিম্পল।
জিপ-আপ হুডি: যারা একটু ফ্লেক্সিবল স্টাইল চান।
ওভারসাইজড হুডি: বড় সাইজ, বড় স্টাইল! কুইন্স আর কিংস অফ কুলনেসের পছন্দ।
ক্রপড হুডি: যারা একটু এজি লুক পছন্দ করেন।
অ্যাথলেটিক হুডি: দৌড়াতে দৌড়াতে স্টাইল ধরে রাখতে চান? এটাই আপনার জন্য।
আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

এই বর্ষায় পায়ের স্টাইল মেইনটেইন করুন: বৃষ্টির মাঝে ফ্যাশনের গল্প!
fayze hassan
সারা লাইফস্টাইল | SaRa Lifestyle Ltd.
bdfashion archive
মাহীন খানের ‘Crafting the Many Threads of Cultural Textiles’: বাংলাদেশের ঐতিহ্যের প্রদর্শনী
bdfashion archive
রানা প্লাজা ভবন ধস এবং “Who Made My Clothes?” আন্দোলনের উত্থান
bdfashion archive
প্রাদা কিনছে ভার্সাচি: দুই আইকনের একত্রীকরণ
bdfashion archive