ফ্যাশন-ইন্ডাস্ট্রিতে-ক্যারিয়ার-fashion-industry-careers-x-bfa-x-fxyz

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার কিন্তু যে কটা পেশার নাম বলা হলো, তার চেয়েও আরও অনেক কিছু রয়েছে। আর এখন সময়টা নতুন দিকে এগিয়ে চলেছে,

ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার কথা বললে আপনার মাথায় কয়টা কাজের কথা আসে? মানে এখানে যারা কাজ করেন, তারা কী কাজ করেন? এনি আইডিয়া?

মোটাদাগে ফ্যাশন ইন্ডাস্ট্রির কথা বললেই কমবেশি অনেকে বলবেন, ফ্যাশন ডিজাইনার। তার সাথে আরও কিছু যদি অ্যাড করেন, তাহলে বলবেন ফটোগ্রাফার, ফ্যাশন মডেল। কাপড় সেলাই করাকে আবার এর সাথে মিলিয়ে না ফেললেই হয়!

সময় যতই এগোয়, কাজকর্মের পরিধিও দিনকে দিন বাড়ে। তবে হ্যাঁ, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার কিন্তু যে কটা পেশার নাম বলা হলো, তার চেয়েও আরও অনেক কিছু রয়েছে। আর এখন সময়টা নতুন দিকে এগিয়ে চলেছে, পেশা ছাপিয়ে মানুষজন এখন নিজের কিছু একটা করার তাড়নায় থাকেন অনেক বেশি। আপনি যদি ফ্যাশন নিয়ে খুবই আগ্রহী হন, প্যাশনেট হন, চান নিজের ক্যারিয়ারটা ঝলমলে সেই জগতে ডাকসাইটে একটা আসনে নিয়ে যাওয়ার- তাহলে আপনার জন্য বেশ কিছু আইডিয়া রয়েছে এই লেখাতে। এর একটাও যদি আপনার কাজে লাগে, তাহলে এই লেখার জন্য যতটুকু খাটাখাটুনি হয়েছে, তা পুরোপুরি সফল হবে।

Fashion Event Producer

ফ্যাশন ইভেন্ট প্রডিউসার

ফ্যাশন শো পরিচালনার কাজ কিন্তু কম কঠিন নয়। ফ্যাশন ইভেন্ট প্রডিউসারদের কেবল ডিজাইনার আর মডেলদের সাথে কাজ করতে হয় সেটুকুই নয়, প্রি-রানওয়েতে অনেক সময় কী করতে হবে সে বিষয়েও বুঝিয়ে দিতে হয়। নিউ ইয়র্ক ভিত্তিক একটি ফ্যাশন ইভেন্ট প্রোডাকশন কোম্পানির কো-ফাউন্ডার কেরি ব্যানিগান মনে করেন, ডিজাইনারকে সাহায্য করা জরুরী। পোশাকগুলো কিভাবে ফুটিয়ে তুলতে হবে, মডেলরা কিভাবে ক্যারি করবেন তাদের স্টাইল- সেখানে প্রডিউসারের পরামর্শ থাকা খুবই দরকার।

এই পেশায় কেউ যদি ক্যারিয়ার গড়তে চান, উদ্যোক্তা হতে চান, তাদের জন্য ব্যানিগান পরামর্শ দিয়েছেন বাড়তি খরচা এড়িয়ে চলতে। স্টার্টআপের খরচ হবে খুবই কম। কোনো অফিস বা স্টাফ শুরুতেই দরকার নেই। এর বদলে দরকার হচ্ছে ব্যাপক পরিমাণে সেলফ প্রমোশন বা নিজের প্রচারণা। এক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সাথে যোগাযোগ এবং সম্পর্ক ভালো ভূমিকা রাখতে পারে। বিজনেস কার্ড লাগবে, ইউজার-ফ্রেন্ডলি ওয়েবসাইট লাগবে, একটা অনলাইন এবং প্রিন্টেড পোর্টফোলিও লাগবে। ইন্ডাস্ট্রি রিলেটেড ওয়েবসাইটগুলোর মাধ্যমে নেটওয়ার্কিংও ভালো কাজে দিতে পারে। এই পরিসরে কাজের জন্য ফ্যাশন শো নিয়ে ভালোভাবে বোঝাপড়া থাকতে হবে, সৃজনশীল মানুষজনের সাথে কাজ করতে হবে এবং বিভিন্ন ধরনের মানুষজনের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে।

The Fashion Business Coach

ফ্যাশন বিজনেস কোচ

কর্পোরেট ব্যাকগ্রাউন্ডের কাজকর্ম যারা আগে করেছেন, তাদের জন্য এটা ভালো অপশন। ফ্যাশন বিজনেস কোচ মূলত ডিজাইন ফার্মকে কিভাবে ব্যবসা চালাতে হবে, সেখানে লাভ তুলে নিয়ে আসতে হবে, প্রতিদিনের কাজকর্ম সামলাতে হবে সে বিষয়ে শলাপরামর্শ দেবেন। ক্রিয়েটিভ ডিজাইনার কিভাবে বিভিন্ন আলাদা আলাদা ব্যবসার কাজে বা প্রেক্ষিতে পারফর্ম করবেন, মানুষজনের সাথে যোগাযোগ করবেন- তারও নির্দেশনা দেবেন কোচ। এইখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এটা কিন্তু বাঁধাধরা টাইপ চাকরি না। এটা স্টার্টআপ আঙ্গিকে শুরু করতে গেলে খরচ কম, তবে আয়ের সম্ভাবনা বেশ ভালো।

Fashion Blogger

ফ্যাশন ব্লগার

লাইফস্টাইল ম্যাগাজিন, অনলাইনে আর দৈনিক পত্রিকায় জীবনধারা পাতা ছাড়াও আমরা ফ্যাশন নিয়ে আলাদাভাবে কিছু করতে পারি। এখানে কেউ আলাদাভাবে ব্লগিং করতে পারেন এবং সেখান থেকে উদ্যোগটি বড় দিকে নিয়ে যেতে পারেন। এ জন্য আপনার জ্ঞানই শক্তি, আর সেইসাথে নিখুঁত রুচির বিশ্লেষণটাও দরকারি বটে! বিদেশে এক সময়ের ছোটখাট ফ্যাশন ব্লগ আজ গুরুত্বপূর্ণ ফ্যাশন ওয়েবসাইট হয়ে গেছে। সবটুকুই নির্ভর করে কনটেন্ট এবং বিশ্লেষণের মানের ওপর।

ফ্যাশন ব্লগে কিন্তু খুব বড় মাপের বিনিয়োগের প্রয়োজন নেই। ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর হোস্টিংয়ে কতই বা টাকা লাগে! কিন্তু সাফল্য পেতে হলে বা ভালো ফ্যাশন ব্লগার হতে হলে কিন্তু গায়ে খেটে আর পায়ে হেঁটে পরিশ্রম করাটা জরুরি। ছোট থেকে বড় দোকানপাট ঘুরেফিরে দেখতে হবে, উঁচুতলার পার্টির পোশাক থেকে শুরু করে শহরের রাস্তায় সাধারণ মানুষ কী পরছে এবং কেন- সেই বোঝাপড়াটা বুঝতে হবে আর তুলে ধরতে হবে যথাযথভাবে। এমনকী এটা চাকরির পাশাপাশিও করা যায়। শখের জায়গা থেকেও বড় জায়গায় এটি আপনাকে নিয়ে যেতে পারে, তবে তার জন্য পড়ালেখা আর পরিশ্রম- দুটোই করতে হবে।

Photo Stylist

ফটো স্টাইলিস্ট

আলোকচিত্রীরা যে ছবি তোলেন, তার পেছনে কিন্তু অনেক কাজ থাকে। কোন জায়গায় ফটোশুট হবে, সেই জায়গাটা ঠিকঠাক করে তোলা, প্রয়োজনীয় জিনিসপত্র ট্রান্সপোর্টেশন, ব্যবস্থাপনা এবং সব মিলিয়ে পুরো কাজটা যেন ঠিকঠাকভাবে হয় সেটা নিশ্চিত করারও দরকার। এই কাজগুলো যখন ফ্যাশন সেক্টরের জন্য কেউ করবেন তার ভালো ফ্যাশন সেন্স প্রয়োজন, এই বিষয়ে ভালো পড়ালেখা প্রয়োজন, জিনিসপত্র জোগাড় করার ভালো নেটওয়ার্ক এবং সর্বোপরি চিটপটে হওয়াটাও দরকার বটে! এই কাজ ফ্রিল্যান্সিং বা কয়েকজন মিলে ছোটখাট স্টার্টআপ দিয়েও করা যায়। সময় করতে পারলে চাকরির পাশাপাশি করাও সম্ভব। এখানে কাজের মান এবং সুনাম অর্জনটাই আসল কথা, কারণ এর মাধ্যমেই এই পেশায় সাফল্য পাওয়া সম্ভব।

Public Relation

পাবলিক রিলেশনস

এই কাজ আপনি একক ভিত্তিতে বা প্রাতিষ্ঠানিক কায়দাতেও করতে পারেন। নির্ভর করছে আপনার চিন্তা, জ্ঞান, আগ্রহ এবং সক্ষমতার ওপর। জনসংযোগের ক্ষেত্রে আমাদের দেশে দক্ষ পেশাদারের সংখ্যা বেশি নয়, আর নির্দিষ্ট কোনো সেক্টরের জন্য বিশেষজ্ঞ সেভাবে নেই বললেই চলে। সেইসাথে আরেকটি ব্যাপার যে, এগজিস্টিং পিআর স্ট্র্যাটেজি এখনও মোটাদাগে বিজ্ঞাপন এবং প্রেস রিলিজ নির্ভর হয়ে রয়েছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পিআর-এর ক্ষেত্রে অনেক ধরনের নতুন কাজ, আইডিয়ার প্রয়োগ এবং অভিনব উদ্যোগের সুযোগ রয়েছে। ক্ষেত্রটা কঠিন সন্দেহ নেই, তবে ভালো কাজ করতে পারলে এখানে ভিন্ন স্থানে উঠে আসা সম্ভব।

Fashion Design Organizations

ফ্যাশন ডিজাইন প্রতিষ্ঠান

ধরুন আপনার ফ্যাশন নিয়ে আগ্রহ আর বোঝাপড়ার সাথে নিজের মতো করে একটা প্রতিষ্ঠান বা উদ্যোগ নিয়ে নেওয়ার অর্থনৈতিক সক্ষমতাও রয়েছে। তাহলে এ ধরনের একটা প্রতিষ্ঠান হতে পারে আপনার জন্য ভালো অপশন, যা নতুন ধরনের ডিজাইন ট্রেন্ড, কনসালটেন্সি, ডিজাইন, মার্কেট অ্যানালিসিস সব কিছু করতে পারবে। মোদ্দা কথা, ফ্যাশন ডিজাইনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অনুসঙ্গ সেখানে এক ছাদের তলায় মিলে যাবে। এর জন্য আপনাকে যেমন প্রয়োজনীয় লোকজন এক জায়গায় নিয়ে আসার কঠিন কাজটা করতে হবে, সেইসাথে তাদের নিয়ে কিভাবে কাজ পরিচালনা করবেন সেটার পদ্ধতিটাও নির্ধারণ করতে হবে। আর হ্যাঁ, এই উদ্যোগের প্রসারের জন্য কিন্তু ভালো নেটওয়ার্কিং আর জনসংযোগটাও একদম ‘মাস্ট’!

সব কথার শেষ কথা, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেওয়া আর ঠিকঠাক কাজ করা কিন্তু ছেলের হাতের খেলনা নয়। কিন্তু আপনার নজর যদি প্রখর হয়, আর স্টাইল নিয়ে থাকে চনমনে চিন্তাভাবনা; তাহলে একাগ্র পরিশ্রমের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে আপনার সেরাদের কাতারে উঠে আসার সুযোগ সব সময়েই রয়েছে। আর কাজ করারও বেশ কিছু আলাদা আলাদা ক্ষেত্র তো রয়েছেই!

চয়েজটা
দিনশেষে
আপনার!



content writer

August 31, 2025
Jute industry of Bangladesh বাংলাদেশের পাটশিল্প x bfa x fxyz V2

বাংলাদেশের পাটশিল্প: ঐতিহ্য, বর্তমান অবস্থা ও সোনালি আঁশের ভবিষ্যৎ সম্ভাবনা

bdfashion archive
‘সোনালি আঁশের সোনার দেশ/পাট পণ্যের বাংলাদেশ’ -এ স্লোগানে ২০১৭ সালে দেশে প্রথমবারের মতো পালিত হয়…
August 31, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!