আন্তর্জাতিক-মিউজিয়াম-দিবস-international-Museum-Day-x-bfa-x-fxyz-web

আন্তর্জাতিক জাদুঘর দিবস | International Museum Day

সংস্কৃতি ও ইতিহাসের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে মুলত এই দিনটি পালিত হয়।

18 may, International Museum Day

আজ ১৮ মে। আন্তর্জাতিক জাদুঘর দিবস

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের আহ্বানে ১৯৭৭ সালে প্রথম বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। সেই থেকে প্রতিবছর ১৮ মে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক জাদুঘর দিবস। 
.

সংস্কৃতি ও ইতিহাসের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে মুলত এই দিনটি পালিত হয়। জাদুঘর এমন একটি প্রতিষ্ঠান যেখানে পুরাতাত্ত্বিক নিদর্শনসমূহের সংগ্রহ সংরক্ষিত থাকে। জাদুঘরে বৈজ্ঞানিক, শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বস্তুসমূহ সংগ্রহ করে সংরক্ষণ করা হয় এবং তা জনসমক্ষে প্রদর্শন করা হয়।

ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামসের আহ্বানে ১৯৭৭ সালে প্রথম বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। সেই থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইসিওএম)। এর সদস্য হিসেবে বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের মোট ১৮০টি দেশের ২৮ হাজার জাদুঘর যুক্ত রয়েছে।

The first museum of Bangladesh

বাংলাদেশের প্রথম জাদুঘর

পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যতো ইতিহাস জমা হচ্ছে তারই প্রতিচ্ছবি হলো জাদুঘর। জাদুঘরের ইংরেজি মিউজিয়াম শব্দটি এসেছে গ্রিক শব্দ মিউজয়ন থেকে, যার অর্থ কাব্যাদির অধিষ্ঠাত্রী দেবীর মন্দির। বাংলায় জাদুঘর কথাটির অর্থ হলো, যে গৃহে আদ্ভুত পদার্থসমূহ সংরক্ষিত আছে এবং যা দেখে মন্ত্রমুগ্ধ হতে হয়।

জানা গেছে, এ উপমহাদেশে জাদুঘরের ধারণাটি এসেছে ব্রিটিশদের মাধ্যমে। ভারতীয় এশিয়াটিক সোসাইটির সদস্যরা এ অঞ্চলের জাতিতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক, ভূ-তাত্ত্বিক এবং প্রাণী বিষয়ক নমুনা সংগ্রহ করে সেগুলোকে যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যাপারে উদ্যোগী হন। লর্ড ওয়ারেন হেস্টিংস, যিনি এশিয়াটিক সোসাইটির পৃষ্ঠপোষক ছিলেন— তিনি কলকাতার পার্ক স্ট্রিটে জমির ব্যবস্থা করেন। ১৮০৮ সালে সেখানে জাদুঘরের জন্য ভবন নির্মাণ শেষ হয়। এ প্রক্রিয়ায় ১৮১৪ সালে উপমহাদেশের প্রথম জাদুঘর ‘এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম’-এর জন্ম ও প্রতিষ্ঠা হয়।

উল্লেখ্য, ১৯১০ সালের এপ্রিলে দিঘাপতিয়া রাজপরিবারের সার্বিক পৃষ্ঠপোষকতায় শরৎকুমার রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’ হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি নির্মাণ শেষ হয় ১৯১৩ সালে। বাংলাদেশে শতাধিক জাদুঘর আছে। তবে বাংলাদেশ জাতীয় জাদুঘরই দেশের প্রধান জাদুঘর হিসেবে বিবেচিত।

Bangladesh National Museum

বাংলাদেশ জাতীয় জাদুঘর

ঢাকা শহরের শাহবাগে অবস্থিত বাংলাদেশের জাতীয় জাদুঘর দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য রত্নভাণ্ডার। ২০ মার্চ ১৯১৩ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং একই বছরের ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে, ১৭ নভেম্বর ১৯৮৩ সালে এটিকে “জাতীয় জাদুঘর” এর মর্যাদা দেওয়া হয়। এই স্থাপত্য নিদর্শনের নকশা করেছেন বাংলাদেশের প্রখ্যাত স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।

প্রায় ২০ হাজার বর্গমিটার আয়তনের এই জাদুঘরের ৪৫টি গ্যালারিতে রয়েছে ৯৪ হাজারেরও বেশি নিদর্শন, যা শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ জাদুঘর হিসেবে পরিচিত।

ভবনের বিন্যাস:

চারতলা বিশিষ্ট এই জাদুঘরের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে নান্দনিক নভেরা ভাস্কর্য। ভবনের প্রথম তলায় রয়েছে অফিস কক্ষ ও হলরুম।

দ্বিতীয় তলায়: এখানে বাংলাদেশের ভূগোল, জীববৈচিত্র্য, মুক্তিযুদ্ধ এবং সামগ্রিক ইতিহাসের নিদর্শন প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের দেশ সম্পর্কে একটি বিস্তৃত ধারণা দেয়।

তৃতীয় তলায়: রয়েছে প্রাচীন অস্ত্রশস্ত্র, চীনামাটির শিল্পকর্ম, পুতুল ও বাদ্যযন্ত্র, বস্ত্র ও পোশাক-পরিচ্ছদ, নকশিকাঁথা, পাণ্ডুলিপি এবং বাংলাদেশের লোকজ ও সমকালীন শিল্পের নিদর্শন।

চতুর্থ তলায়: এখানে বিশ্ব শিল্পকলা, সভ্যতার নিদর্শন এবং মনীষীদের প্রতিকৃতি প্রদর্শিত হয়।

জাদুঘরের বিশেষ আকর্ষণ হলো এর সমৃদ্ধ গ্রন্থাগার, যেখানে ৩০ থেকে ৪০ হাজারেরও বেশি বই রয়েছে। গবেষণা ও জ্ঞানার্জনের ক্ষেত্রে এই গ্রন্থাগার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশ জাতীয় জাদুঘর কেবলমাত্র ইতিহাস সংরক্ষণের স্থান নয়, এটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত স্মারক। এটি দর্শনার্থীদের অতীতের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে।

world-haritage-day-বিশ্ব-ঐতিহ্য-দিবস-x-bfa-x-fxyz

বিশ্বায়নের এই যুগে দেশের খ্যাতি ও সুনামকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এখন জোরেসোরে দেশকে ব্রান্ডিং করতে হবে নিজ নিজ উদ্যগে। এই ব্রান্ডিংয়ের মানে হচ্ছে দেশের সমৃদ্ধময় দিকগুলো বিশ্বের কাছে তুলে ধরা।



তথ্যসূত্র:

deshrupantor.com

banglatribune.com

eisamay.com


September 18, 2024
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি, সংস্কৃতির একটি প্রতীক x bfa x fxyz

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি, সংস্কৃতির একটি প্রতীক

bdfashion archive
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি শুধুমাত্র স্থাপত্য নয়, বরং আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার একটি অংশ।…
September 18, 2024


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!