‘ জামদানি ’ কে স্রেফ কাপড়/শাড়ি বা পণ্য ভাবলে ভুল হবে। ‘জামদানি’ হচ্ছে বিশেষ ভূগোল ও পরিবেশে শিল্প চর্চার বিশেষ একটি ধরণ যার মাধ্যমে একজন তাঁতি সুতা , রং , মাকু এবং তাঁত এর মাধ্যমে নৈপুণ্য শিল্প তৈরী করে ।
এ শিল্পের অহংকার প্রকাশিত হয় তার নকশায় । জামদানি নকশাই বলে দেয় তার আভিজাত্যের মান । জামদানি শাড়ির বুনন এবং নকশায় নিজস্ব কিছু বৈশিষ্ট আছে যা জানা থাকলে চিনতে পারা যাবে আসল জামদানি ।

.
আসল জামদানি শাড়ি চেনার উপায়
১. জামদানি বুননে মুলত প্রতিটি নকশার সুতা ঘুরিয়ে ঘুরিয়ে নকশা তোলা হয় । যার ফলে সুতার কোন অংশ বের হয়ে থাকে না। এ কারণে জামদানি নকশায় দুই দিকেই ফুটে উঠে । .অন্যদিকে মেশিনে বোনা শাড়িতে নকশা হুবহু জামদানি আসল নকশা দেয়া হলেও মেশেনের কনস্ট্রাকশনের কারনে নকশার উল্টো দিকে সুতা কাটা কাটা ভাবে বের হয়ে থাকে । যা দেখলে সহযেই বুঝা যায় মেশিনে বোনা শাড়ি
.

.
.
২. সিল্ক জামদানি কিংবা হাফ সিল্ক জামদানির সুতায় মাড় দেয়া থাকে বিধায় সেটা অপেক্ষাকৃত অমসৃণ। .কিন্তু মেশিনে বোনা শাড়িতে নাইলনের সুতা ব্যাবহার করে থাকে যা অপেক্ষাকৃত বেশি মসৃণ হয় ।
.
.
৩. পিওর সিল্ক সুতা এবং নাইলনের সুতা খুব সহজেই আলাদা করা যায়। যেমন সিল্ক সুতা একটু টানাটানি করলেই ছিঁড়ে যাবে কিন্তু নাইলন সুতা টানলে ইলাস্টিক এর মত সামান্য বেড়ে যায়। সিল্ক সুতা আগুনে পোড়ালে পুড়ে ছাই হবে অন্যদিকে নাইলন পোড়ালে হালকা প্লাস্টিক পোড়ানে গন্ধ পাওয়া যায়। .সিল্ক সুতা দুই আঙ্গুল দিয়ে মোড়ালে জড়িয়ে যায় কিন্তু নাইলনের সুতা জড়ালে আবার সমান অবস্থায় ফিরে আসবে ।
.
.
৪. জামদানির মান মূলত নকশার সূক্ষ্মতার উপর নির্ভর করে। আর শাড়ি কতোটা সূক্ষ্ম হবে, তা নির্ভর করে এই সুতা কত কাউন্টের এবং তাঁতির দক্ষতার উপর। সাধারণত যে শাড়িটা কাজ যতো সূক্ষ্ম স্বাভাবিকভাবেই তার দামও ততো বেশি হয়ে থাকে। আবার সুতা যত চিকন, শাড়ি বুনতে সময়ও লাগে তত বেশি।.অন্যদিকে মেশিনে বোনা শাড়িগুলোর বুনন অনেক ঘন হয়। এবং নকশায় মেশিনের গ্রাফিকাল ভাবটা সহজে বাঝা যায় ।
.


.
.
৫. আসল জামদানি শাড়ি বুননের সময় সাধারনত উপরের পাড় তিন (৩) গজ পর্যন্ত নকশা পাড় বোনা হয় । অর্থ্যাৎ শাড়ির যে অংশ কোমড়ে গুঁজে রাখা হয় সেই অংশে নকশা তোলা হয় না । .অন্যদিকে মেশিনের শাড়ি দুই পাড় পুরোটাই বোনা হয় ।
.
.
৬. হাতে বোনা জামদানি ওজনে হালকা হয়ে থাকে অন্যদিকে মেশিনে বোনা জামদানি শাড়ি কৃত্রিম সুতোয় তৈরি হয় বলে এই শাড়িগুলো অপেক্ষাকৃত ভারি হয় ।
জামদানি সম্পর্কে বিস্তারিত জানতে
খানদানি জামদানি | TRADITIONAL ART OF WEAVING
চিত্রশিল্পী সৌরভের ‘শাশ্বত অস্তিত্ব’
জামদানি | মসলিন কাপড়ের উত্তরাধিকারী
ট্রিবিউট টু হেরিটেজ | ২০১৭
International Weavers Festival | বুনন উৎসব ২০১৬
জামদানি নকশা সংরক্ষণ | jamdani motif preservation
অঞ্জন’স জামদানি বিপণন ও প্রদর্শনী
জামদানি শাড়ি কিভাবে কাটা করা হয় ?
জামদানি হাট
জামদানি শাড়ি বিভিন্ন ধরণ
জামদানি তাঁতে বসার দোয়া
জামদানি তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম
https://www.facebook.com/bdfashionarchive/
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
