পাওয়া যাবে এক ছাদের নিচে আড়ংয়ের সবগুলো ব্রান্ড এক সাথে । ক্রেতাদের নতুন অভিজ্ঞতা দিতে উদ্বোধন হল আড়ংয়ের মাল্টিব্রান্ড আউটলেট । পাওয়া যাবে আড়ং-এর সবগুলো সাব-ব্র্যান্ড – তাগা, তাগা ম্যান, হারস্টোরি বাই আড়ং এবং আড়ং আর্থ এর পণ্যসমূহ।
শুক্রবার ( ৫ ফেব্রুয়ারি ২০২১ ) রাজধানীর তেজগাঁওয়ে নতুন এ আউটলেটটি উদ্বোধন করা হয়। নতুন এই আউটলেটটি মূলত গুলশানের আইকনিক আড়ং আউটলেট (গুলশান আউটলেট ) থেকে দূরত্ব ৫০০ মিটার। নিকেতন ৩ নম্বর গেট এর কাছে । ৩৫ হাজার বর্গফুট আয়তনের এই আউটলেটে রয়েছে বিশাল আউটডোর পার্কিং। যা এর আগে ঢাকার কোনো রিটেইল শপে দেখা যায়নি।
ব্রাকের সোশ্যাল এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, নতুন এই আউটলেটটি নিঃসন্দেহে আপনাদের হবে একটি কাঙ্খিত গন্তব্যস্থল। আমি সকলকে এই অভিনব আউটলেটটিতে আসার এবং অনন্য এক অভিজ্ঞতার অংশ হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।
আড়ংয়ের মাল্টিব্রান্ড আউটলেট
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচলের বিষয়টি বিবেচনা করে নতুন আউটলেটটিতে আলাদা পার্কিং, র্যাম্প, হুইলচেয়ার বহণযোগ্য লিফট এবং ওয়াশরুমের বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
আউটলেটটি উদ্বোধন করেন ব্রাকের সোশ্যাল এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ। এ সময় ব্রাক এবং আড়ংয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Aarong | Shop online : aarong.com