Jamdani motif Preservation জামদানি নকশা সংরক্ষণ x bfa x fxyz

জামদানি নকশা সংরক্ষণ

ঐতিহ্যবাহী নকশা ও বুননের কারণে ২০১৬ সালে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

jamdani
motif
preservation

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ আয়োজন করেন ‘ জামদানি নকশা সংরক্ষণ ’ শীর্ষক সেমিনার । সেমিনারের জামদানি নকশা সংরক্ষণ প্রকল্পের প্রধান গবেষক চন্দ্রশেখর সাহা দুই বছর ধরে গবেষণা করছেন দেশের জামদানির নকশা, জামদানি শিল্পের বর্তমান অবস্থা নিয়ে।

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের উদ্যোগে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের ফান্ড ফর কালচারাল প্রিজারভেশনের পৃষ্ঠপোষকতায় কারুশিল্পের সংরক্ষণ, পুনরুজ্জীবন ও কারুশিল্পীদের প্রাণিত করার লক্ষ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়।

আয়োজকেরা জানান, জাতীয় কারুশিল্প পরিষদ এ দেশের কারুশিল্পকে সংরক্ষণ, প্রচার ও প্রসারের কাজ করছে। জামদানি তাঁতিদের অধিকার রক্ষা করা, কারুশিল্পের সঙ্গে যুক্ত নানা ধরনের মানুষকে নিয়ে কর্মশালা, সভা আয়োজন, নিবিড় গবেষণা, তা প্রকাশসহ নানা কাজ করে চলেছে তারা। 

সেমিনারে গেস্ট অব অনার ছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্সা স্টিফেনস বল্গুম বার্নিকাট। অনুষ্ঠানে অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারি মমতাজ ও জাতীয় জাদুঘরের মহাসচিব ফয়জুল লতিফ চৌধুরী।

এ প্রকল্পে জামদানি তৈরির ক্ষেত্রে ৩৫৯টি নকশা আবিষ্কার করা হয়েছে। এর মধ্যে পাড় ৪৫টি, বুটি ৩৩টি, তেছরি ২১টি, জাল ৭টি, ছিটা ৫টি, আঁচল ৭টি ও হইসা ৪টি। পুরাতন নকশা পাওয়া গেছে ৪টি। ৩টি কর্মশালার মাধ্যমে ১৪২ তাঁতিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মিলনায়তনের বাইরে জামদানি প্রদর্শিত হয়। 

স্বীকৃতি


২০১৩ সালে জামদানী বয়নের অতুলনীয় পদ্ধতি ইউনেস্কো কর্তৃক একটি অনন্যসাধারণ নির্বস্তুক সংস্কৃতিক ঐতিহ্য (ইনট্যানজিবল কালচারাল হেরিটেইজ) হিসেবে স্বীকৃত হয়েছে ।

ঐতিহ্যবাহী নকশা ও বুননের কারণে ২০১৬ সালে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

জামদানির শুদ্ধ ও প্রচলিত নকশা

জামদানি নকশা সংরক্ষণ

প্রদর্শিত শাড়ি

সময় এবং স্থান

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে
১৮ ডিসেম্বর ২০১৬ সেমিনারের আয়োজন করা হয় ।

প্রদর্শিত জামদানি নকশা

ব্যানার

পত্রিকার ফিচার

জামদানি শাড়ি গ্যালারি

PICTURE OF JAMDANI SAREE



জামদানি সম্পর্কে বিস্তারিত

আলাদা আলাদা করে বর্ণনা দেয়া আছে। বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে –

JAMDANI | SOURCE OF THE DESIGN

কারও কারও মতে, জামদানির নকশায় ইরান, ইরাক ও তুর্কি কার্পেট ও লৌকিক নকশার ছাপ রয়েছে। কারও কারও মতে, জামদানির নকশা একান্তভাবে বাংলার তাঁতিদের সৃজনশীলতা পরিচায়ক।

জামদানি বুনন এর কৌশল ও প্রক্রিয়া

জামদানি বুনন এর কৌশল ও প্রক্রিয়া

ওস্তাদ ভরনার সুতা মাকুর সাহায্যে সাগরেদ এর দিকে চালান দেয় এরপর ‘দোপ্তি ’ টেনে কান্ডুর দয়ে  নিখুঁত ভাবে ঘুরিয়ে জামদানির মুল নকশা তোলা হয় ।

tools of jamdani weaving

জামদানি তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম

‘জামদানি’ হচ্ছে বিশেষ ভূগোল ও পরিবেশে শিল্প চর্চার বিশেষ একটি ধরণ যার মাধ্যমে একজন তাঁতি  সুতা , রং , মাকু , কান্ডুর এবং তাঁত এর মাধ্যমে নৈপুণ্য শিল্প তৈরী করে ।

জামদানি তৈরির বিভিন্ন স্তর

জামদানি তৈরির বিভিন্ন স্তর

‘এই শিল্প উৎপাদনের সাথে শুধু তাঁতিই নয়, জামদানি তৈরির প্রতিটি স্তরে যুক্ত আছে বিভিন্ন ঘরাণার মানুষ।

জামদানি শাড়ি বিভিন্ন ধরণ

জামদানি শাড়ি বিভিন্ন ধরণ

কাউন্ট দিয়ে সুতার মান বোঝানো হয়ে থাকে । যে সুতার কাউন্ট যত বেশি, সেই সুতা তত চিকন হয়ে থাকে ।জামদানি শাড়ির সুতার কাউন্ট সাধারনত ৩২ থেকে ২৫০ কাউন্টের হয়ে থাকে । 

how to recognize jamdani

আসল জামদানি শাড়ি চেনার উপায়

জামদানি বুননে মুলত  প্রতিটি নকশার  সুতা  ঘুরিয়ে ঘুরিয়ে নকশা তোলা হয় । যার ফলে  সুতার কোন অংশ বের হয়ে থাকে না। এ কারণে জামদানি নকশায় দুই দিকেই ফুটে উঠে ।

jamdani tate bosar dua

তাঁতে বসার দোয়া

এ কালের শ্রেষ্ঠ জামদানি ওস্তাদ হিসাবে স্বীকৃত হাজি কফিল উদ্দিন ভূঁইয়া ভাষ্যমতে, বালক বয়সে তাঁতে বসার আগে তিনি যে দোয়াটি পাঠ করতেন, তা হিন্দু দেবতা বিশ্বকর্মার উদ্দেশ্যে , দেবতা হিসাবে নয় বরং গুরু ধার্যে ।

জামদানি শাড়ি কাটা করা

জামদানি বানানোর সময় তাঁতিরা সুতাতে মাড় ব্যবহার করে। শাড়ি কয়েকবার পরার পর সেই মাড় গুলো নষ্ট হয়ে যায় বলে শাড়িটা নরম হয়ে যায়।

jamdani markteplace

জামদানি হাট

তাতিঁরা হাত উচিয়ে যখন  শাড়ি  ধরেন তখনই জানান দেয় জামদানি শাড়ির অবস্থান কতটা উঁচুতে।  

jamdani motif preservation

জামদানি নকশা সংরক্ষণ

ঐতিহ্যবাহী নকশা ও বুননের কারণে ২০১৬ সালে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!