jamdani markteplace

জামদানি হাট

তাতিঁরা হাত উচিয়ে যখন  শাড়ি  ধরেন তখনই জানান দেয় জামদানি শাড়ির অবস্থান কতটা উঁচুতে । বিক্রেতারা দু হাত উচিয়ে শাড়ি ধরেন । যার পছন্দ সে ছো মেরে নিয়ে বিক্রেতার সাথে দরদাম ঠিক করে নিয়ে নেন ।

জামদানি হাটে যাবেন । বিক্রেতারা পসরা সাজিয়ে বসে থাকবেন । আপনি ক্রেতা, ঘুরে ঘুরে আগে দেখে নিবেন । তারপর যেটা পছন্দ হবে সেই শাড়ির জমিন, আচল খুলে দেখলেন । সবই পছন্দ হল কিন্তু, পাড়ের রং একটু বেশি চড়া। পছন্দ হল না । অন্য একটা দোকানে গিয়ে  শাড়ি দেখলেন এবং পছন্দ হল । দাম দরাদরি করে  কিনে ফেললেন । একটা সুন্দর শপিং ব্যাগে ঢুকিয়ে , “ ধন্যবাদ আবার আসবেন “ জানিয়ে বিদায় দিল  . .. . . .  জামদানি হাট ঠিক তেমনটা নয় ।

.

জামদানি হাট হল দু’পাশে   ইটের গাঁথুনি দিয়ে তৈরি করা একটি উচু জায়গা, যেখানে চটমাদুর দিয়ে বসার ব্যাবস্থা করা  । বসার ব্যাবস্থা থাকলেও তা শুধু মাত্র ক্রেতাদের জন্য । সেই  ক্রেতা আপনি কিংবা আমি নই । ক্রেতা বলতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ব্যাবসায়ীরা যারা  শাড়ি সংগ্রহ করেন বিক্রির উদেশ্যে ।

সংগ্রহীত শাড়ি শোভা পায় নামিদামি ব্রান্ডের শোরুমে এবং দেশের আনাচে-কানাচে ।

জামদানি হাট

.

অন্যান্য হাটের মতই বিক্রেতারা  সরাসরি হাটে চলে আসেন তাদের শাড়ি নিয়ে । কেউ দুই –তিনটা , কেউ বা চটের ব্যাগ ভরে শাড়ি নিয়ে আসেন ।  বিক্রেতারা দু হাত উচিয়ে শাড়ি ধরেন । যার পছন্দ সে ছো মেরে নিয়ে বিক্রেতার সাথে দরদাম ঠিক করে নিয়ে নেন ।

তাতিঁরা হাত উচিয়ে যখন  শাড়ি  ধরেন তখনই জানান দেয় জামদানি শাড়ির অবস্থান কতটা উঁচুতে ।  

হাট বিসিক শিল্প নগরীতে হলেও মহাজন এবং তাতিঁরা  রূপগঞ্জের রূপসী, মৈকুলী, খাদুন, নোয়াপাড়া, পবনকুল, কাজীপাড়া, মোগরাকুল, সোনারগাঁ এবং আড়াইহাজার থেকে তাদের তৈরী শাড়ি নিয়ে আসেন এই হাটে ।  

.

প্রাচীন জামদানি হাট

শীতলক্ষ্যার পশ্চীম তীরে প্রাচীন জামদানির হাট । যেখানে তাঁতী এবং মহাজনরা সারা সপ্তাহ ধরে বোনা শাড়ি গুলো নিয়ে আসেন। প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত চলে এ হাট । এখানে মুলত সারাদেশের পাইকাররা আসেন । ধারণা করা হয়, এই হাটের বয়স ২০০ থেকে ২৫০ বছর। আবার কারও মতে, ৩৫০ বছরের পুরোনো।

.

বিসিক শিল্পনগরীতে জামদানি হাট / নোয়াপাড়া জামদানি হাট

স্থানীয় তাঁতিদের কথা চিন্তা করে ২০০১ সালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ হাট প্রতিষ্ঠিত হয় । প্রতি শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলে এই হাট । 

.

জামদানি হাটবার

প্রতি শুক্রবার জামদানির হাট বসে। ভোররাত থেকে এই হাটে কেনা-বেচা শুরু হয় এবং চলে সকাল ৯টা পর্যন্ত ।

.

জামদানির হাটে শাড়ির দাম

হাটে একেকটি শাড়ি ১২০০ টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকার দামের শাড়ি কিনতে পারবেন ।  জামদানি বেপারি ও তাঁতিদের কথা অনুযায়ী _ প্রতি হাটবারে ৬ থেকে ৮ হাজার জামদানি শাড়ি বিক্রি হয়। টাকার হিসেব করলে প্রতি হাটে ১ কোটি টাকার উপর লেনদেন হয় ।

জামদানি হাট

শাড়ি প্রতি ইজারা দিতে হয় ৫০ থেকে ১০০ টাকা ।

.

জামদানি হাটে যাবেন যেভাবে :

ঠিকানা :  নোয়াপাড়া , তারাবো পৌরসভা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ।

যেখান থেকে আসেন না কেন , ডেমরা চৌরাস্তা থেকে উত্তর দিকে লতিফ বাওয়ানি জুট মিল সড়ক ধরে এগোলে ডেমরা বাজার । ডেমরা পার হয়ে সুলতানা কামাল সেতু  পাশ দিয়ে নোয়াপাড়া দিক যেতে কাউকে জানতে চাইলে দেখিয়ে দিবে ।

সমৃদ্ধকরন :

  • প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত চলে এ হাট ।
  • হাটের বয়স ২০০ থেকে ২৫০ বছর। আবার কারও মতে, ৩৫০ বছরের পুরোনো।
  • শাড়ি ১২০০ টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকার দামের শাড়ি কিনতে পারবেন
  • প্রতি হাটবারে ৬ থেকে ৮ হাজার জামদানি শাড়ি বিক্রি হয়।
  • টাকার হিসেব করলে প্রতি হাটে ১ কোটি টাকার উপর লেনদেন হয় ।

জামদানি সম্পর্কে বিস্তারিত জানতে :

চিত্রসূত্র : ইন্টারনেট


আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!