বর্ষার প্রথম দিন | MONSOON

পঞ্জিকার হিসাবে পহেলা আষাঢ়। মানে বর্ষা ঋতুর প্রথম দিন। বর্ষা বাঙালির প্রেম, কৃষ্টি, আনন্দ, বেদনা, উৎসব, ব্যবসা-বাণিজ্য, সাহিত্য ও সংস্কৃতিকে জাগিয়ে তুলে।

monsoon season

আষাঢ় মাস বা বর্ষাকাল

আমাদের ঋতু উৎসব পালনের ঐতিহ্য বহুদিনের। প্রকৃতির ঋতু পরিবর্তনের ছয়টি দৃশ্যপটই যেন প্রতিনিয়ত খেলা করে চলেছে আমাদের চারপাশে। বছর ঘুরে আবারও বর্ষাকাল । পঞ্জিকার হিসাবে পহেলা আষাঢ়। মানে বর্ষা ঋতুর প্রথম দিন। বর্ষা বাঙালির প্রেম, কৃষ্টি, আনন্দ, বেদনা, উৎসব, ব্যবসা-বাণিজ্য, সাহিত্য ও সংস্কৃতিকে জাগিয়ে তুলে। বর্ষায় সজীব হয়ে উঠবে বাংলার প্রকৃতি এ যেন সময়ের দাবি ।

কয়েক দিন থেকে প্রচণ্ড গরমে রাজধানীবাসী যখন অতিষ্ঠ, তখন বর্ষার আগমনে একটু বৃষ্টির অপেক্ষা। প্রতিদিন গুগল করে ওয়েদার ফোরকাষ্ট করা যেনো সবার প্রতিদিনের টাস্ক। যদিও বর্ষার দূত কদম ফুল ফোটা শুরু করেছে। এখন শুধু দরকার চিলতে রোদের মুখ কালো করে মুষলধারায় বৃষ্টি।


বর্ষা ঋতুর আবির্ভাব যেন মঙ্গলকারী হয়, তারই আকাঙ্ক্ষায় কোনো এক কাক ভেজা সন্ধ্যায় তোমায় আমন্ত্রন

borshakal বর্ষাকাল

কদম ফুলকে বলা হয় বর্ষার দূত। বর্ষার আগমনে গাছে গাছে ফুটেছে কদম।

Rabindranath Tagore

– কবিতায় বর্ষাকাল –

বর্ষার দিনে – রবীন্দ্রনাথ ঠাকুর

এমন দিনে তারে বলা যায়
এমন ঘনঘোর বরিষায় –
এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে
তপনহীন ঘন তমসায়।।
সে কথা শুনিবে না কেহ আর,
নিভৃত নির্জন চারি ধার।
দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি,
আকাশে জল ঝরে অনিবার –
জগতে কেহ যেন নাহি আর।।
সমাজ সংসার মিছে সব,
মিছে এ জীবনের কলরব।
কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি-অনুভব –
আঁধারে মিশে গেছে আর সব।।
বলিতে ব্যথিবে না নিজ কান,
চমকি উঠিবে না নিজ প্রাণ।
সে কথা আঁখিনীরে মিশিয়া যাবে ধীরে,
বাদলবায়ে তার অবসান –
সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ।।
তাহাতে এ জগতে ক্ষতি কার
নামাতে পারি যদি মনোভার!
শ্রাবণবরিষনে একদা গৃহকোণে
দু কথা বলি যদি কাছে তার
তাহাতে আসে যাবে কিবা কার।।
আছে তো তার পরে বারো মাস –
উঠিবে কত কথা, কত হাস।
আসিবে কত লোক,কত-না দুখশোক,
সে কথা কোনখানে পাবে নাশ –
জগৎ চলে যাবে বারো মাস।।

Shamsur Rahman

কবি শামসুর রাহমানের কবিতায় বর্ষাকাল
কবিতা : অনাবৃষ্টি

টেবিলে রয়েছি ঝুঁকে,
আমিও চাষীর মতো বড়
ব্যগ্র হয়ে চেয়ে আছি খাতার পাতায়,
যদি জড়ো হয় মেঘ,
যদি ঝরে ফুল, বৃষ্টি।
অলস পেন্সিল হাতে, বকমার্কা।
পাতা জোড়া আকাশের খাঁ খাঁ নীল।’

Al Mahmud

কবি আল মাহমুদ
‘আষাঢ়ের রাত্রে’

‘শুধু দিগন্ত বিস্তৃত বৃষ্টি ঝরে যায়,
শেওলা পিছল আমাদের গরিয়ান গ্রহটির গায়।’’

Nirmalendu Goon

নির্মলেন্দু গুণ বর্ষার মেঘ আর বৃষ্টি
কবিতা : বউ

‘আমি কতো ভালোবাসা দু’পায়ে মাড়িয়ে অবশেষে,
কল্পনা মেঘোলোক ছেড়ে পৌঁছেছি বাস্তব মেঘে।
আজ রাত বৃষ্টি হবে মানুষের চিরকাম্য দাবির ভিতরে।’

Humayun Ahmed

হুমায়ূন আহমেদের বর্ষা
(গীতকবিতা : যদি মন কাঁদে)

‘যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়।
এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায়।
যদিও তখন আকাশ রবে বৈরী
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আলো।
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়।’



BFA

বর্ষার প্রথম দিন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!