Madar pirer Song মাদার পীরের গান x bfa x fxyz

মাদার পীরের গান: নাটোরের চলনবিল থেকে যার উৎপত্তি

মাদার পীরের পোশাক থাকে দরবেশের মতো। মাথায় তাজ, পরনে লম্বা আলখাল্লা, গলায় তসবি, আর হাতে থাকে একটি লাঠি।

মাদার পীরের গান

Madar Song
.

আমার প্রথম মাদার গানের সঙ্গে পরিচয় ঘটে এইবারের ঢাকা মের্কাসে ৩। ঢাকা মের্কাসের শেষ দিনের অনুষ্ঠানে মাদার গানের আয়োজন করা হয়েছিল। প্রথাগত সংগীতের বাইরে এমন একটি লোকজ পরিবেশনা আমাকে সরল আনন্দ দিয়েছিল। শিল্পীদের নিখুঁত অভিনয় এবং পালাগানের কাহিনীতে মুগ্ধ হয়ে দেখেছি। কিছুটা অংশ ভিডিও করেছি, যা আর্টিকেলের শেষে দেয়া হলো।

আনন্দের সাথে সাথে কিছুটা মন খারাপও হয়েছিল যখন দেখলাম, পালা গান পরিবেশনার সময় শিল্পীদের সাউন্ড সিস্টেমে বারবার টেকনিকাল সমস্যা হলেও আয়োজকদের কেউ তা সমাধানের জন্য এগিয়ে আসেননি। শিল্পীরা নিজেরাই অনেক বার চেষ্টা করেছিল। গ্রাম থেকে আসা শিল্পীদের প্রতি এমন অবহেলা দেখে মনে হলো, যদি তারা আরবান শহরের কোনো পরিচিত শিল্পী হতেন, তাহলে এমনটা হতো কি?

তবে শিল্পীরা বিচলিত হননি। নিজেদের গানে এবং পরিবেশনায় তারা এতটাই মগ্ন ছিলেন যে, দর্শকদের মধ্যে কোনো অস্বস্তি হতে দেননি। বাসায় ফিরে মাদার পালার গান নিয়ে ঘাটাঘাটি শুরু করি। তখনই বুঝতে পারলাম, এই গান শুধু বিনোদন নয়; এটি বাংলার সংস্কৃতির গভীরে প্রোথিত একটি আধ্যাত্মিক ও সামাজিক ঐতিহ্য।

মাদার গান বাংলার লোকসংস্কৃতির এক অমূল্য অংশ, যা মূলত বাংলাদেশের নাটোর জেলার চলনবিল অঞ্চলে উৎপত্তি লাভ করেছে। এই গান শুধুমাত্র বিনোদন নয়; মাদার গান গ্রামীণ জীবনে আধ্যাত্মিক শক্তি ও সামাজিক বন্ধনের প্রতীক। এটি মানুষকে মানসিক শান্তি প্রদান করে এবং রোগ-শোক থেকে মুক্তির আশ্বাস দেয়। পাশাপাশি, এই গান গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়ার একটা মাধ্যম হিসেবে কাজ করত।

আধুনিক যুগে মাদার গান হয়তো তার পুরোনো জৌলুস হারিয়েছে। তবে, ঢাকা মের্কাস এর মত আয়োজকরা, কিছু গবেষক এবং সংস্কৃতিপ্রেমী ব্যক্তি এই গানকে পুনরুজ্জীবিত করার জন্য কাজ করছেন।

নামকরণ ও উৎপত্তি

মাদার গানের মূল উপজীব্য হল শাহ মাদার নামক পীরের গুণগান। মাদার অনুসারীদের বিশ্বাস, মাদার পীর একজন মারেফতি পীর, যার আধ্যাত্মিক ক্ষমতার কাহিনী লোকমুখে প্রচলিত। কথিত আছে, বেহেস্ত থেকে হারুত-মারুত নামক ফেরেশতাদের পৃথিবীতে আসার পর তাদের মানবীয় দুর্বলতার ফলেই মাদার পীরের জন্ম। যদিও এই কাহিনীর ঐতিহাসিক প্রমাণ মেলে না, এটি মাদার গানের আধ্যাত্মিক দিকটিকে আরও গভীর করেছে।

মাদার গানের সঙ্গীতধারা ও কাব্যরীতি

গ্রামবাংলার মানুষেরা রোগমুক্তি এবং অমঙ্গল থেকে রক্ষা পেতে মাদার পীরের কাছে মানত করেন। এই মানতের অংশ হিসেবে মাদার গানের আয়োজন করা হয়।

প্রতীক ও ধর্মীয় প্রাসঙ্গিকতা

মাদার গানের বাঁশ এবং লাল কাপড় আধ্যাত্মিকতার প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়। বাঁশ মাদার পীরের শক্তির প্রতীক, এবং লাল কাপড় তার মর্যাদা ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এই প্রতীকগুলোর মাধ্যমে ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছে।



আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️

তথ্যসূত্র: উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


Dhaka Makers

তৃতীয়বারের মতো ঢাকায় সৃজনশীলতার মহোৎসব: ঢাকা মেকার্স ৩

আর্ট, ক্রাফট এবং ফ্যাশনের সমন্বয় সৃজনশীল মানুষের মিলন মেলা।

January 29, 2024
wall graffiti গ্রাফিতি july 2024 bangladesh 2nd independence day 5 august x fxyz x bfa +

গ্রাফিতি | GRAFFITI

bdfashion archive
গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা। তুলে ধরা…
January 29, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!