
আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা
প্রারম্ভিক জীবন
সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। সে সময়ে নারীদের শিক্ষার সুযোগ সীমিত ছিল, তবে তার মা তার প্রাথমিক শিক্ষার মাধ্যমে তার বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটান। তার বাবা ছিলেন সৈয়দ আবদুল বারী এবং মা সাবেরা বেগম।
সাহিত্যকর্ম
সুফিয়া কামালের সাহিত্যিক প্রতিভা খুব অল্প বয়সেই প্রকাশ পায়। ১৯২৩ সালে মাত্র বারো বছর বয়সে তার প্রথম কবিতা “বাসন্তী” সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে:
কাব্যগ্রন্থ: সাঁঝের মায়া (১৯৩৮), মায়ার সংসার (১৯৬৪)
গল্পগ্রন্থ: কে কথা কয়
প্রবন্ধ: একাত্তরের ডায়েরি (যুদ্ধকালীন অভিজ্ঞতার বর্ণনা)
তার লেখায় নারীর মুক্তি, সমতা, এবং মানবতার প্রতি তার অঙ্গীকার সুস্পষ্ট।
নারীর মুক্তি আন্দোলনে অবদান
সুফিয়া কামাল ছিলেন মুসলিম নারীজাগরণের অন্যতম পথিকৃৎ। তিনি ১৯৬৯ সালে বাংলাদেশের প্রথম মহিলা সংগঠন “মহিলা পরিষদ” প্রতিষ্ঠা করেন। নারীদের অধিকার রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন।
মহান মুক্তিযুদ্ধে ভূমিকা
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সুফিয়া কামাল সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং স্বাধীনতার পক্ষে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখেন। মুক্তিযোদ্ধাদের সহায়তায় এবং শরণার্থীদের জন্য কাজ করে তিনি সবার কাছে প্রেরণাদায়ী হয়ে ওঠেন।
সম্মাননা
সুফিয়া কামাল তার জীবদ্দশায় অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, যেমন:
একুশে পদক (১৯৭৬)
স্বাধীনতা পদক (১৯৯৭)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬২)
ব্যক্তিগত জীবন
১৯২৩ সালে তিনি সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৩২ সালে স্বামীর মৃত্যুর পরও তিনি সাহসিকতার সঙ্গে জীবন পরিচালনা করেন।
মৃত্যু ও উত্তরাধিকার
সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। তিনি বাংলাদেশের প্রথম নারী, যাকে এই সম্মানে ভূষিত করা হয়।
সুফিয়া কামালকে “জননী সাহসিকা” বলা হয়, কারণ তিনি মমতাময়ী মা এবং সংগ্রামী নারীর প্রতীক। তার সাহিত্য ও সামাজিক অবদান আজও আমাদের প্রেরণা জোগায়।
লেখা লেখকের ফেসবুক প্রফাইল থেকে নেয়া
facebook profile link : Selim Jahan

তারেক মাসুদ: সিনেমার ফেরিওয়ালা
bdfashion archive
বাংলার বাঘ: শেরেবাংলা এ.কে. ফজলুল হক
bdfashion archive
চন্দ্রাবতী: বাংলা সাহিত্যের প্রথম নারী কবি
rajon ahmed
জীবন্ত কিংবদন্তি বাউল শাহ আবদুল করিম: ভাটি বাংলার মাটির মানুষ
bdfashion archive
শিল্পাচার্য জয়নুল আবেদিন । Zainul Abedin
bdfashion archive