Tools of jamdani weaving জামদানি তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম x bfa x fxyz

জামদানি তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম

 ‘জামদানি’ হচ্ছে বিশেষ ভূগোল ও পরিবেশে শিল্প চর্চার বিশেষ একটি ধরণ যার মাধ্যমে একজন তাঁতি  সুতা , রং , মাকু , কান্ডুর এবং তাঁত এর মাধ্যমে নৈপুণ্য শিল্প তৈরী করে ।

জামদানি তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম

Tools of jamdani weaving

জামদানি তৈরির প্রক্রিয়া শুধু সৃজনশীলতা নয়, বরং এতে প্রয়োজন হয় বিশেষ দক্ষতা এবং বিভিন্ন টুলস বা সরঞ্জামের ব্যবহার। প্রতিটি সরঞ্জাম জামদানি তৈরির জটিল প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করে। এই সরঞ্জামগুলি কেবল তাঁতির হাতের এক্সটেনশন নয়; বরং এগুলি তাঁতিদের সৃষ্টিশীল চিন্তার প্রতিফলনকে বাস্তবে রূপ দেয়।

‘জামদানি’ কে স্রেফ কাপড়/শাড়ি বা পণ্য ভাবলে ভুল হবে।  ‘জামদানি’ হচ্ছে বিশেষ ভূগোল ও পরিবেশে শিল্প চর্চার বিশেষ একটি ধরণ যার মাধ্যমে একজন তাঁতি সূক্ষ্ম সুতা, রঙ, মাকু, কান্ডুর, এবং তাঁতের নিখুঁত সমন্বয়ে একেকটি নৈপুণ্য শিল্প তৈরি করেন।

নিচে জামদানি তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলির বিবরণ দেওয়া হলো, যা এই শিল্পের দিকগুলোকে বুঝতে সাহায্য করবে।

jamdani জামদানি

জামদানি তৈরিতে উল্লেখযোগ্য  সরঞ্জাম




চাটা::

চাটা হল বাঁশের তৈরি ছোট ছোট  টুকরা যা সুতা দিয়ে পেচিয়ে বান্ডিল করে রাখা হয়ে থাকে। জামদানি বুননের জন্য ব্যাবহার করা হয়ে থাকে।  একটা তাঁতে ৪০ থেকে ৫০ টি চাটা প্রয়োজন হয় ।



চাক্কু::

জামদানির মুল হল তার নকশা। যা এক টুকড়ো কাপড় কে নিজস্বতা তৈরি করে। মুলত জামদানি নকশা তোলার সময় বারতি সুতা কাটা এবং এক নকশা থেকে অন্য নকশায় যেতে  সুতা কাটার জন্য চাকু  ব্যবহারিত হয়। জামদানি বোনার সময় ২ পিছ চাকু প্রয়োজন হয়।




ডিজাইন বোবিন::

কাপড়ের  জামদানি নকশা ফুটিয়ে তুলতে বিভিন্ন রঙের সুতা প্রয়োজন হয়, যা তাতিঁ কাঠ/প্লাস্টিক এর ববিনে সুতা পেঁচিয়ে রাখেন। প্রয়োজন অনুযায়ী নকশা বুননে ব্যবহার করেন।



মাকু::

“মাকু” তাঁত শিল্পের একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। এটি মূলত সুতা সরবরাহ করার জন্য ব্যবহার করা হয় এবং তাঁতিদের কাজের প্রক্রিয়াকে সহজ করে তোলে। মাকু দেখতে অনেকটা সরু নৌকার মতো আকৃতির হয় এবং এটি এমনভাবে তৈরি করা হয় যাতে এটি দ্রুত এবং সহজে তাঁতের মধ্যে নড়াচড়া করতে পারে। জামদানি বুননে একজন তাতিঁ অন্য তাতিঁর কাছে ভরনার সুতা পৈাঁছাতে এই মাকু ব্যবহার করে ।



বড় চড়কি  ছোট্ট চড়কি::

জামদানি সুতা রঙ করার সময় প্রয়োজন অনুযায়ী ছোট এবং বড় চড়কি ব্যাবহার করা হয়।



তেলের শিসি::

মাকু মসৃণ রাখার জন্য তেল ব্যবহার করে, যাতে ভরনার সুতা দ্রুত পার হয়।



কান্ডুর::

কান্ডুর হলো  কাঠ দিয়ে তৈরি হয়, যা হালকা এবং মজবুত একটি  টুলস যা জামদানির নকশা তোলার  জন্য প্রয়োজন  হয়। ববিনে নকশার সুতা প্যাঁচানো থাকে। যা কান্ডুর ব্যবহার করে তাঁতিরা সুতার গতি ও দিক নিয়ন্ত্রণ করেন। নকশা তৈরির জন্য প্রতিটি সুতার যথাযথ অবস্থান নিশ্চিত করতে কান্ডুর অপরিহার্য। জামদানি শিল্পে কান্ডুর শুধু একটি হাতিয়ার নয়; এটি কারিগরের মেধা, সৃজনশীলতা এবং ঐতিহ্যের নিদর্শন।



নাটাই ::

নাটাই বাঁশ দিয়ে তৈরি করা হয়।  মাড় দেয়া সুতা রোদে  শুকানোর জন্য মুলত নাটাই ব্যবহার করা হয়।




চড়কা এবং মাল দড়ি ::

এটা লোহার কিংবা প্লাস্টিকের হয়ে থাকে। চড়কি এবং চোকার  সাথে সংযোগ করতে লাগে মাল দড়ি



মাকু

মাকু তাঁত শিল্পের একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। এটি মূলত সুতা সরবরাহ করার জন্য ব্যবহার করা হয় এবং তাঁতিদের কাজের প্রক্রিয়াকে সহজ করে তোলে। মাকু দেখতে অনেকটা সরু নৌকার মতো আকৃতির হয় এবং এটি এমনভাবে তৈরি করা হয় যাতে এটি দ্রুত এবং সহজে তাঁতের মধ্যে নড়াচড়া করতে পারে।

মাকু সাধারণত কাঠ, বাঁশ, বা প্লাস্টিকের তৈরি হয়। এটি লম্বা এবং সরু হয়, মাঝখানে একটি গহ্বর বা ফাঁকা স্থান থাকে যেখানে ববিন বা চাকা আকারে সুতা রাখা হয়।
মাকুর গতি ও তাঁতের দক্ষতা অনেকাংশে একে অপরের ওপর নির্ভরশীল। মাকু যত দ্রুত এবং সুনিপুণভাবে কাজ করে, কাপড় বুনন তত সহজ ও দ্রুত হয়। এটি তাঁতিদের জন্য সময় সাশ্রয়ী একটি গুরুত্বপূর্ণ উপকরণ।
মাকুতে ববিন রাখা হয় এবং তাতে সুতা পেঁচানো থাকে। তাঁতিরা মাকুকে তাঁতের শানলির (warp) মধ্যে দিয়ে পাশ থেকে পাশ পর্যন্ত নাড়িয়ে সুতা বুনে একটি শক্ত ও মজবুত কাপড় তৈরি করেন।
প্রচলিত মাকু: সাধারণত ছোট এবং হালকা, সহজে হাত দিয়ে চালানো যায়। স্বয়ংক্রিয় মাকু: আধুনিক তাঁত যন্ত্রে ব্যবহৃত হয়, যা মোটরচালিত এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।


তথ্যসূত্র
prothomalo.com/ঢাকাই-জামদানির-রঙিন-ভুবন
bbc.com/bengali
bn.wikipedia.org
চিত্রসূত্র : বিপুল হোসেন এবং ইন্টারনেট
গ্রাফিক্স : ফায়জী হাসান


স্বীকৃতি


২০১৩ সালে জামদানী বয়নের অতুলনীয় পদ্ধতি ইউনেস্কো কর্তৃক একটি অনন্যসাধারণ নির্বস্তুক সংস্কৃতিক ঐতিহ্য (ইনট্যানজিবল কালচারাল হেরিটেইজ) হিসেবে স্বীকৃত হয়েছে ।

ঐতিহ্যবাহী নকশা ও বুননের কারণে ২০১৬ সালে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

জামদানি শাড়ি গ্যালারি

PICTURE OF JAMDANI SAREE



জামদানি সম্পর্কে বিস্তারিত

আলাদা আলাদা করে বর্ণনা দেয়া আছে। বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে –

JAMDANI | SOURCE OF THE DESIGN

কারও কারও মতে, জামদানির নকশায় ইরান, ইরাক ও তুর্কি কার্পেট ও লৌকিক নকশার ছাপ রয়েছে। কারও কারও মতে, জামদানির নকশা একান্তভাবে বাংলার তাঁতিদের সৃজনশীলতা পরিচায়ক।

জামদানি বুনন এর কৌশল ও প্রক্রিয়া

জামদানি বুনন এর কৌশল ও প্রক্রিয়া

ওস্তাদ ভরনার সুতা মাকুর সাহায্যে সাগরেদ এর দিকে চালান দেয় এরপর ‘দোপ্তি ’ টেনে কান্ডুর দয়ে  নিখুঁত ভাবে ঘুরিয়ে জামদানির মুল নকশা তোলা হয় ।

tools of jamdani weaving

জামদানি তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম

‘জামদানি’ হচ্ছে বিশেষ ভূগোল ও পরিবেশে শিল্প চর্চার বিশেষ একটি ধরণ যার মাধ্যমে একজন তাঁতি  সুতা , রং , মাকু , কান্ডুর এবং তাঁত এর মাধ্যমে নৈপুণ্য শিল্প তৈরী করে ।

জামদানি তৈরির বিভিন্ন স্তর

জামদানি তৈরির বিভিন্ন স্তর

‘এই শিল্প উৎপাদনের সাথে শুধু তাঁতিই নয়, জামদানি তৈরির প্রতিটি স্তরে যুক্ত আছে বিভিন্ন ঘরাণার মানুষ।

জামদানি শাড়ি বিভিন্ন ধরণ

জামদানি শাড়ি বিভিন্ন ধরণ

কাউন্ট দিয়ে সুতার মান বোঝানো হয়ে থাকে । যে সুতার কাউন্ট যত বেশি, সেই সুতা তত চিকন হয়ে থাকে ।জামদানি শাড়ির সুতার কাউন্ট সাধারনত ৩২ থেকে ২৫০ কাউন্টের হয়ে থাকে । 

how to recognize jamdani

আসল জামদানি শাড়ি চেনার উপায়

জামদানি বুননে মুলত  প্রতিটি নকশার  সুতা  ঘুরিয়ে ঘুরিয়ে নকশা তোলা হয় । যার ফলে  সুতার কোন অংশ বের হয়ে থাকে না। এ কারণে জামদানি নকশায় দুই দিকেই ফুটে উঠে ।

jamdani tate bosar dua

তাঁতে বসার দোয়া

এ কালের শ্রেষ্ঠ জামদানি ওস্তাদ হিসাবে স্বীকৃত হাজি কফিল উদ্দিন ভূঁইয়া ভাষ্যমতে, বালক বয়সে তাঁতে বসার আগে তিনি যে দোয়াটি পাঠ করতেন, তা হিন্দু দেবতা বিশ্বকর্মার উদ্দেশ্যে , দেবতা হিসাবে নয় বরং গুরু ধার্যে ।

জামদানি শাড়ি কাটা করা

জামদানি বানানোর সময় তাঁতিরা সুতাতে মাড় ব্যবহার করে। শাড়ি কয়েকবার পরার পর সেই মাড় গুলো নষ্ট হয়ে যায় বলে শাড়িটা নরম হয়ে যায়।

jamdani markteplace

জামদানি হাট

তাতিঁরা হাত উচিয়ে যখন  শাড়ি  ধরেন তখনই জানান দেয় জামদানি শাড়ির অবস্থান কতটা উঁচুতে।  

jamdani motif preservation

জামদানি নকশা সংরক্ষণ

ঐতিহ্যবাহী নকশা ও বুননের কারণে ২০১৬ সালে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।


December 9, 2025
pabna jora bangla mandir পাবনার জোড়বাংলা মন্দির x bfa x fxyz

পাবনার জোড়বাংলা মন্দির—এক ঐতিহাসিক স্থাপনা

fayze hassan
বাংলার জোড়বাংলা মন্দির বলতেই মনে আসে— দিনাজপুরের কান্তনগর/কান্তজীউ মন্দির, পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর জোড়বাংলা মন্দির। পাবনার এই মন্দির সেই ঐতিহ্যের…
December 9, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial

Warning: Undefined array key "sfsi_threadsIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 165

Warning: Undefined array key "sfsi_blueskyIcon_order" in /home/bdfashio/public_html/wp-content/plugins/ultimate-social-media-icons/libs/controllers/sfsi_frontpopUp.php on line 170
error

Your share and comment are an inspiration to us