


আয়েশা আবেদ ফাউন্ডেশন
ব্র্যাকের সূচনার দিনগুলোতে একটি নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে ছিল—সেই নাম আয়েশা হাসান আবেদ। ব্র্যাকের কর্মী এবং কর্ম-এলাকার মানুষের কাছে তিনি ছিলেন ‘ভাবী’, আর পরিবার-পরিজন ও বন্ধুদের কাছে তিনি ছিলেন ‘বাহার’। যে নামেই ডাকা হোক না কেন, অকালমৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন ব্র্যাকের আত্মা। গভীর মমতা এবং অসাধারণ ব্যক্তিত্বের আভায় তিনি ব্র্যাক পরিবারের সকলকে একটি নিবিড় বন্ধনে আবদ্ধ করেছিলেন। ব্র্যাকের উত্থানের গতিশীল সময়ে তিনি ফজলে হাসান আবেদের সঙ্গে ১৯৭৩ সালের ৭ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তার পাশে এসে দাঁড়ান। অসহায় ও দরিদ্র মানুষকে সংগঠিত করে তাদের ভাগ্য পরিবর্তনের জন্য ব্র্যাকের যে অঙ্গীকার, আয়েশা আবেদ সেই লক্ষ্যের সঙ্গে নিজেকে একাত্ম করে নিয়েছিলেন।
আয়েশা আবেদের জন্ম ১৯৪৬ সালের ১৩ জানুয়ারি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ শহরে। তিনি সমাজের সুবিধাবঞ্চিত নারীদের জীবিকার সংস্থান এবং ক্ষমতায়ন নিয়ে আজীবন কাজ করে গেছেন। তিনি লক্ষ্য করেছিলেন যে, নারীকর্মীদের তৈরি পণ্যসামগ্রী বিপণনের কোনো সুনির্দিষ্ট ক্ষেত্র নেই, অথচ এসব পণ্য বাজারজাত করার মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বয়ম্ভর করা সম্ভব। এই ভাবনা থেকেই তিনি ‘আড়ং’ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আড়ং-এর মাধ্যমে গ্রামীণ নারীদের হস্তশিল্পের কাজ শুরু হয়, যা তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়।
১৯৮১ সালের ১১ জুলাই আয়েশা আবেদের অকালমৃত্যুর পর তাঁর স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠিত হয় আয়েশা আবেদ ফাউন্ডেশন। ১৯৮৩ সালে মানিকগঞ্জে প্রথম কার্যক্রম শুরু হয়। পরে জামালপুর, যশোর, কুষ্টিয়া, পাবনা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফাউন্ডেশনটি সম্প্রসারিত হয়।
এই ফাউন্ডেশনের অধীনে কারুশিল্পে দক্ষ নারীদের জন্য সরাসরি কাজের সুযোগ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। বর্তমানে এই ১৫টি ফাউন্ডেশনের অধীনে ১১টি সহায়ক উৎপাদনকেন্দ্র এবং ৮০২টি উপকেন্দ্রে প্রায় ৭০ হাজার নারী কাজের সুযোগ পেয়েছেন। তাদের তৈরি হস্তশিল্প পণ্য আড়ংয়ের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করে তোলা হয়। এই নারীরা আয়েশা আবেদের স্বপ্নের সত্যিকারের প্রতিনিধি, যারা অর্থনৈতিকভাবে স্বয়ম্ভর হয়ে নিজেদের জীবনকে নতুন দিকে এগিয়ে নিয়ে গেছেন।
আয়েশা আবেদ তার সংক্ষিপ্ত জীবনে যে স্বপ্ন দেখেছিলেন, তা আজ বাস্তবে রূপ নিয়েছে। তার দূরদর্শী চিন্তা ও মানবিক দৃষ্টিভঙ্গি আড়ং এবং আয়েশা আবেদ ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার নারীর জীবনে আলো জ্বালিয়েছে। দারিদ্র্য বিমোচন ও নারী ক্ষমতায়নের এই অসামান্য অবদান তাকে বাংলাদেশের ইতিহাসে একটি অমর নামে পরিণত করেছে।
সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার-২০২৫
স্যার ফজলে হাসান আবেদ, ব্র্যাকের প্রতিষ্ঠাতা, সমাজসেবায় তাঁর গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৫’ (মরণোত্তর) প্রদানের মাধ্যমে ভূষিত হয়েছেন।
Achievement of Aarong
আড়ং এর সফল অধ্যায়
গত চার দশকেরও বেশি সময় ধরে আড়ং তাদের উদ্ভাবনী কার্যক্রম, প্রদর্শনী, এবং সামাজিক প্রভাবের মাধ্যমে দেশি-বিদেশি পরিমণ্ডলে স্বীকৃতি ও সম্মান অর্জন করেছে। জামদানি শাড়ি থেকে নকশী কাঁথা, ফ্যাশন শো থেকে ডিজিটাল উৎকর্ষ— আড়ং-এর এই যাত্রা পুরস্কার ও প্রশংসায় ভরা। নিম্নে আড়ং-এর উল্লেখযোগ্য কৃতিত্বের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো, যা তাদের সাফল্যের গল্পকে আরও উজ্জ্বল করে।
২০২৫ – ৬০,০০০ বর্গফুট জায়গা জুড়ে নতুন ফ্লাগশিপ স্টোর উদ্বোধন করা হয়, যা বিশ্বের বৃহত্তম ক্রাফট শপ।
২০২১ – ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ দ্য এক্সেপশনাল উইমেন অফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ১ ডিসেম্বর, ২০২১।
২০১৮ – বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আড়ং “বেস্ট ইউজ অফ ফেইসবুক”-এর জন্য গ্র্যান্ড প্রিক্স এবং সোনার পুরস্কারের পাশাপাশি “বেস্ট ইউজ অফ সার্চ” এবং ‘বেস্ট ইউজ অফ আন্ডার টেন সেকেন্ড ভিডিও” এর জন্য দুটি রৌপ্য পুরস্কার পেয়েছে ২৪ নভেম্বর, ২০১৮।
২০১৮ – দেশীয় দেশীয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘আড়ং’-এর চল্লিশ বছর পূর্তি উৎসব উদযাপন করে। উৎসবটির নাম দেয়া হয়েছিল ‘আড়ং ফোরটি ইয়ার্স ফ্যাস্টিভাল’। এই আয়োজনে বাংলাদেশের হস্তশিল্পের ঐতিহ্য এবং কারুশিল্পীদের সাফল্যের গল্পগাঁথা তুলে ধরা হয়। ৩০ অক্টোবর, ২০১৮
২০১৭ – ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আড়ং আয়োজন করে ফ্যাশন শো । গাছ আর গ্রামীন আবহে ব্যাতিক্রম মঞ্চসজ্জ্বা অনুষ্ঠিত হয় ঈদ ফ্যাশন শো । আড়ং তাদের মাল্টি সাব-ব্রান্ডিং এর ধারাবাহিকতায় এবারে লঞ্চ করে এক্সক্লুসিভ সাব-ব্রান্ড “ হার স্টোরি “ ।
২০১৬ – এশিয়ান মার্কেটিং ফেডারেশন (এএমএফ) আড়ংকে “মার্কেটিং ৩.0” পুরস্কারে ভূষিত করেছে । আড়ং ১৯টি সদস্য দেশের কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এই পুরষ্কার জিতেছে। ২৩ সেপ্টেম্বর, ২০১৬
২০১৪ – ‘শাড়ি- দ্য আর্ট অফ ড্রেইপিং’ । SAREE- THE ART OF DRAPING’’ নামের প্রদর্শনী করা হয়। ২৮ মার্চ ২০১৪
২০১২ – ডিসেম্বর, আড়ং জামদানি শাড়ি, নকশিঁ কাঁথা টেবিল রানার এবং ব্রাইডাল জুয়েলারি বক্সের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়া এবং এশিয়ায় মর্যাদাপূর্ণ ২০১২ ইউনেস্কো অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্সে ভূষিত হয়েছে।
২০০৮ – “স্টোরি অফ স্টিচস” শীর্ষক একটি নকশী কাঁথা প্রদর্শনীর আয়োজন করে ফ্যাশন হাউস আড়ং । ৩০ বছর বার্ষিকী উদযাপনের ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারীটিতে এ প্রদর্শনীর আয়োজন করা হয় । ( বিস্তারিত . . . ) ১৫ জুলাই ২০০৮
















Aarong Product Line | আড়ং এর পন্য
দেশীয় বা পশ্চিমা ধারার পোশাক, কুর্তি, ফতুয়া, পাঞ্জাবি-পাজামা, লুঙ্গি শার্ট, বাচ্চাদের পোশাক, ব্যাগ, হস্তশিল্প, শাড়ি, সালোয়ার-কামিজ, স্কার্ফ, দোপাট্টা, সিরামিক, গহনা, ফ্যাব্রিক, নন-টেক্সটাইল ক্রাফট, টপস, উপহারের সেট, ফ্রক , বিবাহের পোশাক, নবজাতক শিশুর সেট, জুতা, স্বর্ণ, রৌপ্য, মুক্তা, কাঠের এবং অন্যান্য অলঙ্কার, হস্তশিল্প, গৃহস্থালীর জিনিসপত্র, কাঁথা, নকশি কাথা, উপহার সামগ্রী, অ্যান্টিক আইটেম, চামড়াজাত সামগ্রী , হারবাল প্রসাধনী ইত্যাদি
আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️
Aarong SHOWROOM ADDRESS

31th Aarong Dhanmondi Flagship Outlet
Outlet address: 23, Road 2, Dhanmondi.
Dhaka- 1205, Bangladesh
Tel: +880 09610 960352, 09610 960353
www.aarong.com
Shopping Hours: 10am – 8pm, open 7 days a week

29th Outlet in Barishal
Outlet address: 936 Bogura Road.u003cbru003eShopping Hours: 10am – 8pm, open 7 days a week

Tejgaon Multi-Brand Outlet
210/B Tejgaon – Gulshan Link RoadDhaka- 1208, Bangladeshu003cbru003eTel: +880 22222285052u003cbru003eShopping Hours: 10am – 8pm, open 7 days a week

Banani Multi-Brand Outlet
Ashfiya Tower, House 76, Road 11, Banani Dhaka- 1213, Bangladeshu003cbru003eTel: +880 41082245, +880 41082246u003cbru003eShopping Hours: 10am – 8pm, open 7 days a week

Aarong Narayanganj
Almas point, 59 B.B. Road, Rail Gate No. 2Narayanganj- 1400, Bangladeshu003cbru003eTel: +88 02224438549u003cbru003eShopping Hours: 10am – 8pm, Closed on Friday

Uttara Flagship Outlet
7, Jashimuddin Avenue, Uttara Dhaka- 1230, Bangladeshu003cbru003eTel: +880-2-8916097u003cbru003eShopping Hours: 10am – 8pm, open 7 days a week
আড়ং | চার দশকের পথ চলা









































বসন্ত উৎসবে রঙ বাংলাদেশ
bdfashion archive“পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনেকুহু কুহু শোনা যায়, কোকিলের কুহুতান,…

ব্র্যান্ডিং বনাম মার্কেটিং: সহজ কথায় পার্থক্য আর সংযোগ
bdfashion archive
লেয়ারিং জ্যাকেট: লেয়ার আপ করুন, স্টাইল চার্টে শীর্ষে থাকুন
fayze hassan
ক্লাসিক থেকে ট্রেন্ডি: কর্ডুরয় শার্টের গল্প
fayze hassan
BALUCHAR | বালুচর
fayze hassan