Aranya | অরণ্য

অরণ্য | Aranya

অরণ্য একটি দর্শন, যার মূলে রয়েছে প্রাকৃতিক নান্দনিকতা এবং দায়িত্বশীল জীবনযাপন। রুবি গজনবী হাতেই ১৯৯০ সালে প্রতিষ্ঠিত অরণ্য যা পরবর্তিতে বেঙ্গল ফাউন্ডেশনের কাছে বিক্রি করে দেন।

বাংলাদেশের পোশাক শিল্পের যাত্রা ষাটের দশকে শুরু হলেও সত্তরের দশকের শেষ দিকে এটি রপ্তানি খাত হিসেবে বিকশিত হতে থাকে। ২০২৩-২৪ অর্থবছরে এই শিল্প থেকে রপ্তানি আয় দাঁড়ায় ৪৭.৩৯ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের মোট রপ্তানির ৮২% শতাংশ। বর্তমানে পোশাক শিল্প বাংলাদেশের বৃহত্তম রপ্তানিমুখী খাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ শিল্প দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পোশাক শিল্পের পাশাপাশি দেশে স্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোরও বিকাশ ঘটছে। দেশীয় নকশা ও সৃজনশীলতায় তৈরি পোশাক ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করছে। স্থানীয় ফ্যাশন শিল্প একটি নিজস্ব ধারা গড়ে তুলেছে, যা দেশের ফ্যাশন জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর ফলে বাংলাদেশের ফ্যাশন শিল্পের পরিধি ক্রমশ প্রসারিত হচ্ছে।

প্রায় ১৬ কোটি মানুষের বিশাল বাজারকে কেন্দ্র করে নতুন নতুন দেশীয় ব্র্যান্ড গড়ে উঠছে, যা দেশীয় ফ্যাশন শিল্পকে সমৃদ্ধ করে তুলছে। এসব ব্র্যান্ড প্রতিশ্রুতিশীল হারে বৃদ্ধি পাচ্ছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে।
এই ধারাবাহিকতায় স্থানীয় ব্র্যান্ড “Aranya | অরণ্য” উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, যা দেশের ফ্যাশন শিল্পকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

অরণ্য একটি দর্শন, যার মূলে রয়েছে
প্রাকৃতিক নান্দনিকতা এবং দায়িত্বশীল জীবনযাপন।

Aranya | অরণ্য

অরণ্য ১৯৯০ সালে রুবি গজনবী প্রতিষ্ঠা করেন। তিনি একজন স্কুল শিক্ষিকা এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সাবেক সভাপতি ছিলেন। অরণ্য প্রতিষ্ঠার লক্ষ্য ছিল পরিবেশবান্ধব ফ্যাশন এবং ক্রাফট পণ্য তৈরি করা। এখানে প্রাকৃতিক রং এবং টেকসই উপকরণের ব্যবহার নিশ্চিত করা হয়। পরবর্তীতে এটি বেঙ্গল ফাউন্ডেশনের কাছে বিক্রি হলেও, অরণ্যের মূল দর্শন—প্রাকৃতিক নান্দনিকতা এবং দায়িত্বশীল জীবনযাপনের ধারণা—অটুট রয়েছে।

অরণ্য বাংলাদেশের একমাত্র ব্র্যান্ড যা প্রাকৃতিক ভেজিটেবল রং ব্যবহার করে। এসব রং গাছের পাতা, ছাল, ফুল এবং ফল থেকে তৈরি হয়, যা সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং বিষমুক্ত। এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষা করেনি, বরং বাংলাদেশের ঐতিহ্যবাহী রং তৈরির কৌশলকে পুনরুজ্জীবিত করেছে। তাদের পোশাকে খাদি, জামদানি, সিল্ক এবং কটনের মতো প্রাকৃতিক তন্তুর ব্যবহার পণ্যগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে।

অরণ্যের কাজ শুধুমাত্র পণ্য তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি সুবিধাবঞ্চিত নারীদের আর্থিক স্বাবলম্বী হতে সহায়তা করেছে এবং দেশের ১,৫০০ কারিগর, প্রযোজক ও সরবরাহকারীদের জন্য একটি সমন্বিত ইকোসিস্টেম তৈরি করেছে। তারা ফেয়ার ট্রেড নীতিমালার আওতায় কাজ করে কর্মীদের ন্যায্য মজুরি এবং নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করে।

অরণ্য শুধু একটি ব্র্যান্ড নয়; এটি বাংলাদেশের টেকসই ফ্যাশনের পথিকৃৎ। প্রাকৃতিক রং এবং পরিবেশবান্ধব পণ্যের মাধ্যমে এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করেছে। পরিবেশ এবং মানুষের কল্যাণকে সমান গুরুত্ব দিয়ে কাজ করার ফলে অরণ্য একটি বিশেষ অবস্থানে পৌঁছেছে এবং ভবিষ্যতে আরও বড় ভূমিকা পালন করবে।

Ruby Ghuznavi রুবি গজনবী natural color master x bfa x fxyz V2

Ruby
Ghuznavi

রুবি গজনবী: কারুশিল্পের এক অনন্য পথিকৃৎ

বাংলাদেশের কারুশিল্প আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন রুবি গজনবী। তাঁর জীবন ও কর্ম দেশের ঐতিহ্যবাহী শিল্পের সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত। তিনিই প্রথম এদেশের মানুষের কাছে প্রাকৃতিক রং পরিচিত করে তোলেন। ১৯৭৯ সালে ভারতের একটি কারুশিল্পের ওয়ার্কশপে যান প্রাকৃতিক রঙ এর বিষয়টা কি দেখার জন্য। সেখানে কমলা দেবি তাকে প্রাকৃতিক রঙ নিয়ে কাজ করতে বলেন। ঢাকায় এসে জয়নুল আবেদীন, কামরুল হাসান, রশিদ চৌধুরীদের সঙ্গে একটি কারুশিল্পের ন্যাশনাল এক্সিবিশন করেছিলেন ১৯৮২ সালে। এরপর ভাবেন কিভাবে প্রাকৃতিক রং এর পরীক্ষা নিরিক্ষা করা যায়। গাছের গুড়া, ফুল, পাতা, পেয়াজের খোঁসা এমন হেন কোন সবজি নেই যা দিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেননি। ভারত থেকে শিখে আসেন ৬টি রং তৈরির কৌশল। এখানে তিনি তৈরি করেন আরও ৯টি রং। মোট ১৫টি প্রাকৃতিক রং।

Objective

অরণ্যর লক্ষ্য

অরণ্য মুল লক্ষ্য প্রাকৃতিক রং, প্রাকৃতিক তন্তু, টেক্সটাইল এবং বায়োডিগ্রেডেবল উপকরণ ব্যবহার করে ক্রাফট পণ্য তৈরি করা। পরিবেশ-বান্ধব পণ্যের বাণিজ্যিক কার্যকারিতা প্রতিষ্ঠার পাশাপাশি কারিগর এবং অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত মহিলাদের জন্য নতুন সুযোগ তৈরি করতে নিবেদিত ৷ অরণ্যের দৃষ্টিভঙ্গি হল একটি টেকসই ফ্যাশন চেইন প্রতিষ্ঠা করা যেখানে মানুষ এবং লাভ সমানভাবে পরিমাপ করা যায়৷



Aranya official logo

Aranya Official Logo

অরণ্য

FOUNDED: 1990
FOUNDER : Ruby Ghaznavi
CONTACT INFO

website: www.aranya.com.bd
Email Address: info@aranya.com.bd
Official Facebook Page : Aranya | অরণ্য
Contact No : 01755509902 , 02-9894303

ADDRESS
HO: House 1/A, Road 21,
Nikunja 2, Khlikhet 1229. Dhaka, Bangladesh.

অরণ্য | Aranya

Showroom OF aranya

অরণ্য শোরুম

Aranya Flagship Showroom
60 E Kamal Ataturk Avenue, Banani, Dhaka, Bangladesh

Dhanmondi Showroom
House-33 (316 A Old), Road-16 (27 Old), Dhanmondi, Dhaka, Bangladesh

অরণ্য | তিন দশকের পথ চলা

DISPLAY | SHOP INSIDE

Foreign diplomates’ visit AT Aranya

Foreign diplomates’ visit at Aranya production unit on 10.10.2015

Achievement | সফল অধ্যায়

*** ২১ জুলাই, ২০২২ নওশীন খায়ের, অরন্য এর ক্রিয়েটিভ ডাইরেক্টর, ব্রিটিশ কাউন্সিল আয়োজিত মেকিং ম্যাটারস গ্লোবাল ডিজাইন চ্যালেঞ্জে অংশগ্রহন করেছে।

*** ব্রিটিশ কাউন্সিলের সাথে অংশীদারিত্বে ফ্যাশন ওপেন স্টুডিও জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের  কোপ ২৬ এর থিমগুলির প্রতিক্রিয়া হিসাবে ইভেন্টের  সিরিজ এনেছে।  অক্টোবর ২১,২০২১, প্রার্থীদের কীভাবে সেলাই করা হয় এবং পুরান পোশাক কীভাবে একটু যত্ন নিয়ে তৈরি করা হয় তা  শিখিয়েছে।  

July 18, 2024
Bangladeshi-Fashion-Brand-by-BALUCHAR-বালুচর-x-bfa-x-fxyz

BALUCHAR | বালুচর

fayze hassan
ফিউশন ধর্মী এসব স্টাইল এর মধ্যে দিয়ে ছেলেদের ট্রেন্ডি পাঞ্জাবি ও কুর্তার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো…
July 18, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!